ঝালকাঠিতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর উল্লাসে বছরের প্রথম দিন বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবের আয়োজন করা হয়।
ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হক শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। এ বছর ১ লাখ ৮২ হাজার ৩৫২ জন শিক্ষার্থীকে এ বই দেয়া হয়।
জেলায় প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ি, দাখিল ও কারিগারিসহ মোট ১ হাজার ৪৭ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ কোটি ৭৫ লাখ ৫ হাজার ৭৪৫টি বই বিতরণ করা হচ্ছে। বই বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
বই উৎসবে শিক্ষার্থী, অভিভাবক ছাড়াও শিক্ষা বিভাগের কর্মকর্তা, প্রশাসন ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
জেলা শিক্ষা অফিসার মো. সিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহআলম, অতিরিক্ত পুলিশ সুপার এম.এম মাহামুদ হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার প্রমুখ।
এদিকে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক যোগে বই উৎসবের আয়োজন করা হয়। বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা বই হাতে পেয়ে সরকারকে ধন্যবাদ জানিয়েছে।
ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সৌরভ সেন বলেন,‘ আমরা বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়েছি খুব খুশি আমরা।
You must be logged in to post a comment.