প্যাটেন্ট মামলা নিষ্পত্তিতে একমত হুয়াওয়ে ও ভেরাইজন
যুক্তরাষ্ট্রভিত্তিক ভেরাইজন কমিউনিকেশনসের সঙ্গে প্যাটেন্ট লঙ্ঘন-সংক্রান্ত বেশ কয়েকটি মামলা নিষ্পত্তিতে একমত হয়েছে চীনভিত্তিক হুয়াওয়ে টেকনোলজিস। উভয় কোম্পানির পক্ষ থেকেই সম্প্রতি তথ্যটি নিশ্চিত হয়েছে। খবর রয়টার্স। গত সপ্তাহে আদালতে দুটি মামলা উত্থাপিত হওয়ার পর কোম্পানিগুলো নিজেদের মধ্যে আপসরফায় পৌঁছানোর ব্যাপারে একমত হয়। গত রোববার শেষবেলায় টেক্সাসের আদালতে মামলা নিষ্পত্তির আবেদন জানায় হুয়াওয়ে ও ভেরাইজন। তাতে স্পষ্ট […]
Continue Reading