পরবাস
শিশির আহাম্মেদ খান

তোমার স্পর্শ আজও আমায় ছুঁয়ে যায়
প্রভাতীর আলো ফুটার ক্ষণে,
শিশির ভেজা ঘাসের ডগায়
মুক্তা রাঙ্গা হাসির ছলে।

তোমার ঐ মায়া মায়া চাহনি ভাসে
শান্ত নদীর সচ্ছ জলে ,
সাত রাঙা রংধনু ভেসে ওঠে
তোমার ঐ কপোলে।

যা দেখে আমি পাগল হই, আমি পাগল হই,
হারাই তোমার প্রেমের অতলে,
ভালবাসি আমি তোমাকে ভালবাসি
এ কথা তুমি আমায় শিখালে ।

সব কিছুই শুধুই স্বপ্ন মনে হয়
কেন স্বপ্ন মনে হয় ?
কুয়াশার ঝাঁপসা আলোয়
ফিশ ফিশ করে কারা যেন কথা কয় !

নরম হাতে এখনও মেহেদীর রং
রক্ত জবার মত মনে হয় ,
গোলাপের পাপরি নাড়িয়ে
সে ভালবাসার কথা কয়।

আধাপাকা দিঘল চুলের খোঁপায়
একটা জঙ্গলী ফুল গোঁজে ,
কাজল মাখা নয়ন তারায়
আনমনা হয়ে আমায় বুঝি খোঁজে ?