মাস্ক পরে ‘ফেস আনলক’ ব্যবহার করবেন কী ভাবে?

মাস্ক এখন সারাক্ষণের সঙ্গী হয়ে গিয়েছে। বিশেষ করে চার পাশে যদি লোক জন থাকে, তা হলে তো মাস্ক খোলার উপায় নেই। কিন্তু আপনি কি ফোন খুলতে ‘ফেস আনলক’ ব্যবহার করেন? সে ক্ষেত্রে মাস্ক পরে ফোন খোলা মুশকিল। কিন্তু ধরুন এমন জায়গা, যেখানে মাস্ক খোলার উপায় নেই, কিন্তু ফোনটাও আনলক করতেই হবে— তখন কী করবেন?

ভবিষ্যতে এই সমস্যার সমাধান করতে স্মার্টফোনের অপারেটিং সিস্টেম কোম্পানিগুলি নিয়ে আসছে নতুন প্রযুক্তি। সেখানে মাস্ক না খুলেই আনলক করা যাবে ফোন।

অ্যাপেল ইতিমধ্যেই তাদের ফোনের অপারেটিং সিস্টেম আইওএস ১৪.৫-এ নিয়ে এসেছে নতুন এক বৈশিষ্ট্য। সেখানে মাস্ক পরেই ফোন আনলক করার সুযোগ থাকছে।

অ্যানড্রয়েড এখনও এর সুবিধা না দিতে পারলেও, অনেকেই বলছেন, খুব সহজ রাস্তায় বন্দোবস্ত করে নেওয়া যায় এই ‘ফেস আনলক’-এর। কী ভাবে? ‘ফেস আনলক’-এ নিজের মুখ ‘রেজিস্টার’ করার সময়ে অর্থাৎ, ‘এনরোল ফেস’-এর সময়ে একটি অর্ধেক মাস্ক দিয়ে ঢেকে রাখুন মুখের একটি পাশ। এই অবস্থায় ‘এনরোল ফেস’ করে নিন। এর পরে একবার মাস্ক ছাড়া ‘ফেস আনলক’-এর সাহায্যে ফোনটি খুলুন। তার পর থেকে প্রত্যেক বারই মাস্ক পরেই ‘ফেস আনলক’ ব্যবহার করে খুলে ফেলতে পারবেন ফোন।

তবে অ্যানড্রয়েড-এর এই ‘ফেস আনলক’ প্রক্রিয়া সব কোম্পানির ফোনে সমান ভাবে কাজ করে না। আশা করা যায়, খুব দ্রুতই চলে আসবে মাস্ক পরে অ্যানড্রয়েড ফোন খোলার পাকাপাকি রাস্তা।

 

For You, With You, For Ever…. 

সমাহার ডট নেট-এর  পণ্য সামগ্রী ও সেবা পেতে রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন।

  • অ্যাপ, সফটওয়্যার, ওয়েবসাইট, ডিজিটাল মার্কেটিং ও ডোমেইন হোস্টিং রেজিস্টেশন করা হয়।
  • নিত্য প্রয়োজনীয় সামগ্রী, ফ্যাশন, পারফিউম, মেডিসিন, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ, টিভি, ক্যামেরা, মোটরবাইক, আসবাবপত্র, এপার্টমেন্ট, বাণিজ্যিক এবং আবাসিক প্রপাটির পাশাপাশি জমি ও প্লট সুলভ মূল্যে বিক্রি করা হয়। ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ ভোক্তাদের জন্য নিবেদিত বিভিন্ন রকমের সার্ভিসগুলো দেয়া হয়।
  • আমাদের রিসেলার হয়ে অবসর সময়ে বিনিয়োগ ছাড়া, দৈনিক শুধু ৩-৪ ঘন্টা সময় দিয়ে নিশ্চিত পেসিভ ইনকাম করুন। ৬/৭ মাস নিয়মিত সময় দিলে অবশ্যই মাসিক ৩০ থেকে ৫০ হাজার টাকা ইনকামের নিশ্চয়তা রয়েছে।
  • আকর্ষণীয় কমিশনে ডিলার, এজেন্ট ও সেলার সেন্টার দেয়া হচ্ছে…

এছাড়াও আপনি আপনার ব্যবসার জন্য ট্রেডিশনাল মার্কেটিং অথাৎ সরাসরি আপনার ব্যবসার প্রচার করাতে চাইলে। সমাহার ডট নেট এর সাথে যোগাযোগ করতে পারেন। যেখান থেকে আপনি আপনার ব্যবসার জন্য খুবই কম খরচে ডিজিটাল মার্কেটিং অথবা ট্রেডিশনাল মার্কেটিং করাতে পারবেন। এছাড়া ও সমস্ত প্রকার ডিজিটাল অথবা ট্রেডিশনাল সুবিধা নিতে পারবেন।

আপনি যদি আপনার ব্যবসাকে কি ভাবে অনলাইনে নিয়ে যাবেন বা ব্যবসাকে বড় করবেন অথাৎ ব্যবসার প্রসার ঘটাবেন তা জানতে চান তবে , সময় নষ্ট না করে এখুনি  রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন।  তার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। সম্পূর্ণ ফ্রীতে আপনি পরামর্শ পাবেন।

⌂ প্রধান কার্যালয়ঃ সিকদার প্লাজা (১ম ও ২য় তলা), লতাপাতা বাজার, কাপাসিয়া, গাজীপুর – ১৭৩০

মোবাইলঃ ০১৭১১১১৩৮৫২ , ই-মেইলঃ support@samahar.net

আশা করি এই পোস্টটি আপনাকে দরকারী কিছু তথ্য দিয়েছি। পরবর্তী পোস্ট পাওয়ার জন্য সাথেই থাকুন…

শুরুতে আমাজনে ১০০০ ডলার বিনিয়োগ করলে আজ কত পেতেন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নাজদাক স্টক এক্সচেঞ্জে ১৯৯৭ সালের ১৫ মে আমাজনের ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও হয়। অর্থাৎ, মূলধন সংগ্রহের জন্য সবার উদ্দেশে শেয়ার বিক্রি শুরু করে বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স সেবাদাতা প্রতিষ্ঠানটি।

আইপিওর সময় প্রতিটি ১৬ মার্কিন ডলার করে মোট ৩০ লাখ শেয়ার বিক্রির জন্য উপস্থাপন করে আমাজন। মনে করুন, আমাজন যে একদিন এমন বড় প্রতিষ্ঠানে পরিণত হবে, তা আপনি সেই ১৯৯৭ সালেই বুঝতে পেরেছিলেন। অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আইপিওর দিনেই এক হাজার ডলারের শেয়ার কিনে ফেললেন। সে শেয়ারগুলো যদি আজও আপনার কাছে থাকত, তবে শুরুর সেই এক হাজার ডলার বিনিয়োগে আজ কত টাকার মালিক হতেন? চলুন সে হিসাবটাই আমরা সেরে ফেলি।

শেয়ার মোট তিনবার স্প্লিট হয়
প্রতি শেয়ারের দাম ১৮ ডলার হলে এক হাজার ডলারে আপনি আমাজনের ৫৫টি শেয়ার পেতেন। সঙ্গে কিছু খুচরা পয়সা অবশ্য ফিরিয়ে দিত। যাহোক, এখানে জানার ব্যাপারটি হলো, এ পর্যন্ত আমাজনের শেয়ার মোট তিনবার ‘স্প্লিট’ হয়েছে।

স্প্লিটের সাধারণ মানে যা, এ ক্ষেত্রেও তা-ই। অর্থাৎ, প্রতি শেয়ার ভাগ হয়ে একাধিক শেয়ারে পরিণত হওয়া। ১৯৯৮ সালের জুনে প্রথম স্প্লিট হয়, প্রতি শেয়ারের বিনিময়ে দুটি শেয়ার দেয় আমাজন। অর্থাৎ, আপনার ৫৫টি শেয়ার সে সময় ১১০টি শেয়ারে পরিণত হতো।

পরবর্তী স্প্লিট হয় ১৯৯৯ সালের জানুয়ারিতে। সে সময় প্রতি শেয়ারের বিনিময়ে তিনটি করে শেয়ার দেওয়া হয়। আপনার ১১০টি শেয়ার তখন ৩৩০টি শেয়ারে পরিণত হতো। একই বছরের সেপ্টেম্বরে আবার শেয়ার স্প্লিট হয়, সেবার প্রতি শেয়ার স্প্লিট হয়ে দুটি করে শেয়ারে পরিণত হয়। অর্থাৎ, আইপিওর সময় কেনা ৫৫টি শেয়ার ১৯৯৯ সালের শেষ নাগাদ মোট ৬৬০টি শেয়ারে পরিণত হতো।

এবার বর্তমানে ফিরে আসি। গতকাল নাজদাক স্টক এক্সচেঞ্জ বন্ধ হওয়ার আগে আমাজনের প্রতি শেয়ার সর্বশেষ ৩ হাজার ২৪৪ দশমিক ৯৯ ডলারে বিনিময় হয়। সে সময় আপনি যদি আপনার মালিকানাধীন ৬৬০টি শেয়ার বিক্রি করে দিতেন, তবে পেতেন মোট ২১ লাখ ৪১ হাজার ৬৯৩ দশমিক ৪০ ডলার। কিংবা বাংলাদেশি মুদ্রায় ১৮ কোটি ১৬ লাখ ১৫ হাজার ৬০০ টাকা।

২০১৮ সালে বিশ্বের দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে আমাজনের বাজারমূল্য এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলার ছাড়িয়ে যায়। সেটির প্রতিষ্ঠাতা জেফ বেজোস এখন বিশ্বের শীর্ষ ধনী।

সারাংশ করলে যা দাঁড়ায়
আমাজনের আইপিওর সময় আপনি যদি এক হাজার ডলার খরচ করে প্রতিষ্ঠানটির শেয়ার কিনতেন, তবে পেতেন ৫৫টি শেয়ার (সঙ্গে ১০ ডলার ফেরত পেতেন)। সেটি তিনবার স্প্লিট হয়ে হতো মোট ৬৬০টি শেয়ার। আর প্রতিটি ৩ হাজার ২৪৪ দশমিক ৯৯ ডলারের বিনিময়ে সেগুলো এখন বিক্রি করতে পারতেন মোট ১৮ কোটি ১৬ লাখ ১৫ হাজার ৬০০ টাকায়। অর্থাৎ, শুরুর সেই বিনিয়োগের ২ হাজার ১৬৩ গুণের বেশি।

 

For You, With You, For Ever…. 

সমাহার ডট নেট-এর  পণ্য সামগ্রী ও সেবা পেতে রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন।

  • অ্যাপ, সফটওয়্যার, ওয়েবসাইট, ডিজিটাল মার্কেটিং ও ডোমেইন হোস্টিং রেজিস্টেশন করা হয়।
  • নিত্য প্রয়োজনীয় সামগ্রী, ফ্যাশন, পারফিউম, মেডিসিন, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ, টিভি, ক্যামেরা, মোটরবাইক, আসবাবপত্র, এপার্টমেন্ট, বাণিজ্যিক এবং আবাসিক প্রপাটির পাশাপাশি জমি ও প্লট সুলভ মূল্যে বিক্রি করা হয়। ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ ভোক্তাদের জন্য নিবেদিত বিভিন্ন রকমের সার্ভিসগুলো দেয়া হয়।
  • আমাদের রিসেলার হয়ে অবসর সময়ে বিনিয়োগ ছাড়া, দৈনিক শুধু ৩-৪ ঘন্টা সময় দিয়ে নিশ্চিত পেসিভ ইনকাম করুন। ৬/৭ মাস নিয়মিত সময় দিলে অবশ্যই মাসিক ৩০ থেকে ৫০ হাজার টাকা ইনকামের নিশ্চয়তা রয়েছে।
  • আকর্ষণীয় কমিশনে ডিলার, এজেন্ট ও সেলার সেন্টার দেয়া হচ্ছে…

এছাড়াও আপনি আপনার ব্যবসার জন্য ট্রেডিশনাল মার্কেটিং অথাৎ সরাসরি আপনার ব্যবসার প্রচার করাতে চাইলে। সমাহার ডট নেট এর সাথে যোগাযোগ করতে পারেন। যেখান থেকে আপনি আপনার ব্যবসার জন্য খুবই কম খরচে ডিজিটাল মার্কেটিং অথবা ট্রেডিশনাল মার্কেটিং করাতে পারবেন। এছাড়া ও সমস্ত প্রকার ডিজিটাল অথবা ট্রেডিশনাল সুবিধা নিতে পারবেন।

আপনি যদি আপনার ব্যবসাকে কি ভাবে অনলাইনে নিয়ে যাবেন বা ব্যবসাকে বড় করবেন অথাৎ ব্যবসার প্রসার ঘটাবেন তা জানতে চান তবে , সময় নষ্ট না করে এখুনি  রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন।  তার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। সম্পূর্ণ ফ্রীতে আপনি পরামর্শ পাবেন।

⌂ প্রধান কার্যালয়ঃ সিকদার প্লাজা (১ম ও ২য় তলা), লতাপাতা বাজার, কাপাসিয়া, গাজীপুর – ১৭৩০

মোবাইলঃ ০১৭১১১১৩৮৫২ , ই-মেইলঃ support@samahar.net

আশা করি এই পোস্টটি আপনাকে দরকারী কিছু তথ্য দিয়েছি। পরবর্তী পোস্ট পাওয়ার জন্য সাথেই থাকুন…

আসুস জেনফোন ৮ ফ্লিপঃ দেখে নিন কেমন হচ্ছে ফোনটি

আসুস এর ফোন আসুস জেনফোন সিরিজের নতুন একটি ফোনের লঞ্চ হতে চলেছে এবং সেই ফোনটি হচ্ছে আসুস জেনফোন ৮ ফ্লিপ। এই ফোনটি একটি হাই বাজেটের ফোন হতে চলেছে। চলতি মাসেই লঞ্চ করা হচ্ছে এই ফোনটির। চলুন দেখে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন।

ডিসপ্লেঃ

আসুস জেনফোন ৮ ফ্লিপ মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.৬৭ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৪০০ পিক্সেল। উক্ত ফোনটির রিফ্রেশ রেট দেওয়া হয়েছে ৯০ হার্জ। এছাড়া এর পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৩৯৫।

বডিঃ
এই মোবাইলটির ডিভাইস হবে ফ্যাবলেট টাইপের। এই ফোনটিতে ডুয়েল সিম ব্যবহার করা যাবে। উক্ত মোবাইলটির আয়তন হবে ১৬৫.০৪X৭৭.২৮X৯.৬ মিলিমিটার এবং ওজন হবে মাত্র ২৩০ গ্রাম। কালো এবং সিলভার রঙ এ পাওয়া যাবে এই ফোনটি।

হার্ডওয়্যার:

আসুস জেনফোন ৮ ফ্লিপ ফোনটির চিপসেট দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ ৫ জি। সি পি ইউ থাকছে অক্টাকোর প্রসেসর। জি পি ইউ থাকছে অ্যাড্রিনো ৬৬০। ২ টি ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোনটি। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮/২৫৬ জিবি ফোন স্টোরেজ। অতিরিক্তভাবে ২ টিবি এর স্টোরেজ ব্যাবহার করা যাবে ফোনটিতে। এই ফোনটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রোয়িড ও এস, ১১। ৫ জি বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। এবং টাইপ সি পোর্ট, পোর্ট ৩.১ দেওয়া হয়েছে ফোনটিতে, ফিঙ্গারপ্রিন্ট, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুথুথ

৫.২, ওয়াইফাই সহ যাবতীয় সুবিধা। আসুস জেনফোন ৮ ফ্লিপ মোবাইলটিতে দেওয়া হয়েছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারী। ব্যাটারীটি ভালই ব্যাকআপ দিবে। এছাড়া এই ফোনটিতে ফাস্ট চার্জ এর জন্য দেওয়া হয়েছে ৩০ ওয়াটের ফাস্ট চার্জ ক্যাপাসিটি।

ক্যামেরাঃ

আসুস জেনফোন ৮ ফ্লিপ তে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি দেওয়া হয়েছে ৬৪ মেগাপিক্সেল এর, ১২ মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড ও ৮ মেগাপিক্সেল এর টেলিফটো সেন্সর। এছাড়া সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা থাকছে। উক্ত ক্যামেরা গুলোতে থাকবে এইচ ডি আর, প্যানোরামা, বোকেশ। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০ এফ পি এস এর ভিডিও রেকর্ডিং করা যাবে। ক্যামেরা সেকশনটি আমার কাছে খুব ভাল লেগেছে।

মূল্যঃ

আসুস জেনফোন ৮ ফ্লিপ মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ৮২,১৭৬ টাকা।

 

For You, With You, For Ever…. 

সমাহার ডট নেট-এর  পণ্য সামগ্রী ও সেবা পেতে রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন।

  • অ্যাপ, সফটওয়্যার, ওয়েবসাইট, ডিজিটাল মার্কেটিং ও ডোমেইন হোস্টিং রেজিস্টেশন করা হয়।
  • নিত্য প্রয়োজনীয় সামগ্রী, ফ্যাশন, পারফিউম, মেডিসিন, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ, টিভি, ক্যামেরা, মোটরবাইক, আসবাবপত্র, এপার্টমেন্ট, বাণিজ্যিক এবং আবাসিক প্রপাটির পাশাপাশি জমি ও প্লট সুলভ মূল্যে বিক্রি করা হয়। ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ ভোক্তাদের জন্য নিবেদিত বিভিন্ন রকমের সার্ভিসগুলো দেয়া হয়।
  • আমাদের রিসেলার হয়ে অবসর সময়ে বিনিয়োগ ছাড়া, দৈনিক শুধু ৩-৪ ঘন্টা সময় দিয়ে নিশ্চিত পেসিভ ইনকাম করুন। ৬/৭ মাস নিয়মিত সময় দিলে অবশ্যই মাসিক ৩০ থেকে ৫০ হাজার টাকা ইনকামের নিশ্চয়তা রয়েছে।
  • আকর্ষণীয় কমিশনে ডিলার, এজেন্ট ও সেলার সেন্টার দেয়া হচ্ছে…

এছাড়াও আপনি আপনার ব্যবসার জন্য ট্রেডিশনাল মার্কেটিং অথাৎ সরাসরি আপনার ব্যবসার প্রচার করাতে চাইলে। সমাহার ডট নেট এর সাথে যোগাযোগ করতে পারেন। যেখান থেকে আপনি আপনার ব্যবসার জন্য খুবই কম খরচে ডিজিটাল মার্কেটিং অথবা ট্রেডিশনাল মার্কেটিং করাতে পারবেন। এছাড়া ও সমস্ত প্রকার ডিজিটাল অথবা ট্রেডিশনাল সুবিধা নিতে পারবেন।

আপনি যদি আপনার ব্যবসাকে কি ভাবে অনলাইনে নিয়ে যাবেন বা ব্যবসাকে বড় করবেন অথাৎ ব্যবসার প্রসার ঘটাবেন তা জানতে চান তবে , সময় নষ্ট না করে এখুনি  রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন।  তার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। সম্পূর্ণ ফ্রীতে আপনি পরামর্শ পাবেন।

⌂ প্রধান কার্যালয়ঃ সিকদার প্লাজা (১ম ও ২য় তলা), লতাপাতা বাজার, কাপাসিয়া, গাজীপুর – ১৭৩০

মোবাইলঃ ০১৭১১১১৩৮৫২ , ই-মেইলঃ support@samahar.net

আশা করি এই পোস্টটি আপনাকে দরকারী কিছু তথ্য দিয়েছি। পরবর্তী পোস্ট পাওয়ার জন্য সাথেই থাকুন…

১ কোটি ৮০ লাখ পোস্ট সরিয়েছে ফেসবুক

ক‌রো‌নাকালে ভুয়া তথ্য ছড়িয়ে পড়া নিয়ে বেশ সতর্ক ছিল সোশ্যাল জায়ান্ট ফেসবুক। করোনা মহামারি হয়ে ওঠার পর ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে ১ কোটি ৮০ লাখের বেশি ভুয়া পোস্ট সরিয়ে দিয়েছেন প্রতিষ্ঠানটি।

ফেসবুক জানিয়েছে, কোভিড-১৯-এর ভুল তথ্যের বিস্তার রোধে যে পলিসি গ্রহণ করা হয়েছে তার আলোকেই এ পদক্ষেপ গ্রহণ করেছে তারা। খবর ব্লুমবার্গ।

ফেসবুক আরো জানায়, ২০২১ সালের প্রথম প্রান্তিকে তারা তাদের প্রধান প্লাটফর্ম থেকে ৮৮ লাখের বেশি এবং ইনস্টাগ্রাম থেকে ৫৫ লাখের বেশি হুমকি ও হয়রানিমূলক পোস্ট সরিয়েছে।

‌বিশ্ব যখন ক‌রোনায় নাকাল, তখন ফেসবুকসহ সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে একের পর এক ভীতি সৃষ্টি এবং ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। তখন প্রতিষ্ঠানটিকে বিভিন্ন সমালোচনার মুখে পড়তে হয়েছে। এর মধ্যেই ক‌ঠোর অবস্থান নেয় ফেসবুক।

যেসব অ্যাকাউন্ট ও পেজ থেকে ক‌রোনা সম্পর্কিত ভুয়া ও বানোয়াট তথ্য প্রকাশ করা হয়, সেগু‌লোকে সতর্ক বার্তা দেয় ফেসবুক। এমনকি অনেক অ্যাকাউন্ট ও পেজ বন্ধও করে দেয়া হয়।

করোনাকালে ফেসবুক সঠিক তথ্য দিয়ে ব্যবহারকারীদের সাহায্য করেছে। করোনা নিয়ে সঠিক তথ্য জানার জন্য ব্যবহারকারীদের কভিড-১৯ ইনফরমেশন সেন্টারে যাওয়ার জন্য নোটিফিকেশন প্রদান করে। সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারি বিভিন্ন পরামর্শ আপডেট করা হয়।

সম্প্রতি ফেসবুক তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডস এনফোর্সমেন্ট প্রতিবেদন প্রকাশ করে। সে প্রতিবেদনে এপ্রিল পর্যন্ত এসব পদক্ষেপ গ্রহণের ব্যাপারে বিস্তারিত জানানো হয়।

 

For You, With You, For Ever…. 

সমাহার ডট নেট-এর  পণ্য সামগ্রী ও সেবা পেতে রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন।

  • অ্যাপ, সফটওয়্যার, ওয়েবসাইট, ডিজিটাল মার্কেটিং ও ডোমেইন হোস্টিং রেজিস্টেশন করা হয়।
  • নিত্য প্রয়োজনীয় সামগ্রী, ফ্যাশন, পারফিউম, মেডিসিন, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ, টিভি, ক্যামেরা, মোটরবাইক, আসবাবপত্র, এপার্টমেন্ট, বাণিজ্যিক এবং আবাসিক প্রপাটির পাশাপাশি জমি ও প্লট সুলভ মূল্যে বিক্রি করা হয়। ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ ভোক্তাদের জন্য নিবেদিত বিভিন্ন রকমের সার্ভিসগুলো দেয়া হয়।
  • আমাদের রিসেলার হয়ে অবসর সময়ে বিনিয়োগ ছাড়া, দৈনিক শুধু ৩-৪ ঘন্টা সময় দিয়ে নিশ্চিত পেসিভ ইনকাম করুন। ৬/৭ মাস নিয়মিত সময় দিলে অবশ্যই মাসিক ৩০ থেকে ৫০ হাজার টাকা ইনকামের নিশ্চয়তা রয়েছে।
  • আকর্ষণীয় কমিশনে ডিলার, এজেন্ট ও সেলার সেন্টার দেয়া হচ্ছে…

এছাড়াও আপনি আপনার ব্যবসার জন্য ট্রেডিশনাল মার্কেটিং অথাৎ সরাসরি আপনার ব্যবসার প্রচার করাতে চাইলে। সমাহার ডট নেট এর সাথে যোগাযোগ করতে পারেন। যেখান থেকে আপনি আপনার ব্যবসার জন্য খুবই কম খরচে ডিজিটাল মার্কেটিং অথবা ট্রেডিশনাল মার্কেটিং করাতে পারবেন। এছাড়া ও সমস্ত প্রকার ডিজিটাল অথবা ট্রেডিশনাল সুবিধা নিতে পারবেন।

আপনি যদি আপনার ব্যবসাকে কি ভাবে অনলাইনে নিয়ে যাবেন বা ব্যবসাকে বড় করবেন অথাৎ ব্যবসার প্রসার ঘটাবেন তা জানতে চান তবে , সময় নষ্ট না করে এখুনি  রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন।  তার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। সম্পূর্ণ ফ্রীতে আপনি পরামর্শ পাবেন।

⌂ প্রধান কার্যালয়ঃ সিকদার প্লাজা (১ম ও ২য় তলা), লতাপাতা বাজার, কাপাসিয়া, গাজীপুর – ১৭৩০

মোবাইলঃ ০১৭১১১১৩৮৫২ , ই-মেইলঃ support@samahar.net

আশা করি এই পোস্টটি আপনাকে দরকারী কিছু তথ্য দিয়েছি। পরবর্তী পোস্ট পাওয়ার জন্য সাথেই থাকুন…

সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং মাধ্যম সমূহ ।

যে মাধ্যমে অনলাইনে বিভিন্ন ওয়েব সাইটের সাহায্য নিয়ে নিজের ওয়েবসাইট, পন্য অথবা সার্ভিস সমূহের প্রচার প্রচারনা করা যায় তাকে সাধারণ ভাষায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে। আর যে সকল সাইট এর সাহায্য এই মার্কেটিং করা হয়ে থাকে তাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং মাধ্যম সমূহ  বলে। অনলাইনে নিজের ওয়েবসাইট, পণ্য, সেবা বা কোন বিষয়ের প্রচার প্রচারনার জন্য রয়েছে নানা মাধ্যম যেগুলার মধ্য সোস্যাল মিডিয়া মার্কেটিং খুবই সহজ এবং কার্যকর একটি পদ্ধতি যেখানে খুব সহজেই ওয়েব সাইটের প্রচারণা চালানো সম্ভব হয়। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর প্রধান উদেশ্য হল বিভিন্ন প্লাটফর্ম যেমন ফেসবুক, টুইটার, গুগল প্লাস, লিংকডইন, পিন্টারেস্ট এবং আরো অনেকগুলোতে টার্গেটেড সোশ্যাল মিডিইয়াতে তাদের নিজেদের প্রচার বৃদ্ধি করে মার্কেটিং এর লক্ষ্যকে পুরন করা।
নিম্নে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সবথেকে জনপ্রিয় কয়েকটি মাধ্যম সম্পর্কে আলোচনা করা হোল।
ফেসবুক মার্কেটিং সার্ভিস:
বর্তমান সময়ে পৃথিবীর প্রাই প্রতিটা দেশে এর জনপ্রিয়তা অনেক অনেক বেশী। ফেসবুকের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারির কাছে কোন প্রতিষ্ঠান, পন্য বা সেবার প্রচারণা করে দেয়াকেই ফেসবুক মার্কেটিং করে। এটি আপনি নিজে বা কোন ফেসবুক মার্কেটারের মাধ্যমেও করতে পারেন। সহজ অর্থে ফেসবুকে যে বিজ্ঞাপন দেয়া হয় তাকেই ফেসবুক মার্কেটিং বলে। যে কোন ধরণের বিজ্ঞাপন ই ফেসবুকে টাকার মাধ্যমে দেয়া যায়। এ ধরণের বিজ্ঞাপন সাধারণত আপনার ফেসবুক নিউজফিডে বিভিন্ন পন্যের স্পন্সরড পোষ্ট আসে এবং আপনার ফেসবুক এর ডান পাশে বিভিন্ন পন্যের ছবি বা অফার আসে আর এগুলকেই ফেসবুক বিজ্ঞাপন বলে।
২০১৬ সালের জরিপ অনুস্বার ফেসবুকের মাসিক একটিভ ব্যবহার কারির সংখ্যা ১.৮৬ বিলিয়ন। প্রতিদিন ফেসবুক ইউজারের সংখ্যা ১.১৫ বিলিয়ন। মোবাইলে ফেসবুক ইউজ করে এমন ইউজারের সংখ্যা ১.৭৪ । ফেসবুকে প্রতিদিন ছবি আপলোড এর সংখ্যা ৩০০ মিলিয়ন। ফেসবুকে প্রতি ভিজিটরের এভারেজ টাইম স্পেন্ড ২০ মিনিট।  প্রতি মিনিটে ৫,১০,০০০ কমেন্টস, ২,৯৩,০০০ স্ট্যাটাস এবং ১,৩৬,০০০ ছবি আপলোড হয়ে থাকে। ফেসবুকে ১৬ মিলিয়ন লোকাল বিজনেস পেজ তৈরি করা হয়েছে। ৪২ % ব্যবসায়ী মনে করেন ফেসবুক তাদের বিজনেসের প্রধান হাতিয়ার। ১৮-২৪ বছর বয়সী ব্যবহারকারীর মধ্য ৫০% ব্যবহারকারী ঘুম থেকে উঠেই ফেসবু ব্যবহার করে বা বলা যায় ফেসবুকে এসেই তাদের ঘুম ভাঙ্গে। এক প্রতিবেদনে বলা হয় ফেসবুক ব্যবহার কারি প্রতি বছর ১৭% হারে বাড়ে এবং এটি ক্রমাগত বেড়েই চলেছে।
একটু চিন্তা করুন ২০১৭ সালে ফেসবুকের একটিভ ব্যবহারকারী ১৮৬ কোটি । এখন আপনি নিজেই ভাবুন আপনি কেন ফেসবুক মার্কেটিং করবেন না।
ইউটুবঃ 
বর্তমান সময়ের অত্যান্ত গুরুত্বপূর্ণ মার্কেটিং মাধ্যম হল  ইউটুব মার্কেটিং। বর্তমানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ সবথেকে বেশী কার্যকারী মাধ্যম হল ইউটুব মার্কেটিং। ইন্টারনেট এর সহজলভ্যতা যত বেশী বৃদ্ধি পাচ্ছে তার সাথে ইউটুব মার্কেটিং এর কার্যকারিতা তত বৃদ্ধি পেতে থাকবে। আপনি খুব সহজে একটি ভিডিও ভাইরাল করার মাধ্যমে আপনি আপনার কোম্পানির বা ওয়েবসাইটের প্রচারও বাড়াতে পারবেন। ২০১৭ সালের হিসাব অনুসারে ইউটুব ব্যবহারকারীর সংখ্যা ১,৩০০,০০০,০০০। প্রতিদিন প্রায় ৫ বিলিয়ন ইউটুব ভিডিও দেখা হয়। প্রতিদিন ৩০ মিলিয়ন ভিজিটর আসে। এই এত ট্রাফিক এর কারনেই ইউটুব এই মুহূর্তে ডিজিটাল মার্কেটিং এর সব থেকে বড় মাধ্যম।
ইন্সটাগ্রামঃ
বর্তমান সময়ের অন্যতম আরেকটি জনপ্রিয় ফোটো শেয়ারিং এর মাধ্যমের নাম ইন্সটাগ্রাম। বর্তমানে ৬০০  মিলিয়ন ইনিস্টাগ্রামের একটিভ ইউজার আছে।  প্রতিদিনের হিসাব অনুযায়ী ৪০০ মিলিয়ন একটিভ ইউজার আছে।  ১৫০ মিলিয়ন ইউজার তাদের স্টোরি প্রতিদিন ইন্সটাগ্রামে শেয়ার করে থাকে।  টোটাল ইন্টারনেট ইউজারের ২০% মানুষ ইন্সটাগ্রাম ব্যবহার করে। এত কিছুর পরেও আপনি কিভাবে ইন্সটাগ্রাম মার্কেটিং না করে বসে থাকবেন। আপনি ইন্সটাগ্রাম মার্কেটিং না করলে এই ২০% ইন্টারনেট ব্যবহারকারী আপনার এই বিজ্ঞাপনটি সম্পর্কে জানতেই পারবে না।
গুগল প্লাস:
প্রযুক্তি জায়ান্ট গুগলের সামাজিক যোগাযোগ সেবা গুগল প্লাস। এতে ১০০ কোটির বেশি নিবন্ধিত ও নিয়মিত ৬০ কোটির অধিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে। প্রতিনিয়ত এই সংখ্যা বেড়েই চলেছে। গুগল অথরশিপ হওয়ার এটি অনলাইন মার্কেটিংয়ের একটি অন্যতম মাধ্যম হয়ে দাড়িয়েছে। এই সাইটে কোনো কিছু শেয়ার করলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসই) এর দিক থেকে অনেক সুবিধা দেয়। গুগল প্লাস থেকে আপনি কি সুবিধা পাবেন তা দেখে নেওয়া যাক।
  •  ব্যবহারকারীদের ব্র্যান্ড পেইজ তৈরি করার সুযোগ আছে।
  • পেইজে কাস্টোমাইজড কাভার টেমপ্লেট ও থাম্বনেইল ব্যবহার করার সুযোগ আছে।
  • কনট্যাক্ট, ওয়েবসাইট ও জিওগ্রাফিক্যাল লোকেশনসহ আপনার ব্যবসায়ের বিস্তারিত তথ্য এখানে যুক্ত করতে পারবেন।
  • আপনার সার্কেলে থাকা মানুষগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে সাজাতে পারবেন। পরবর্তীতে ঐ নির্দিষ্ট ক্যাটাগরির ব্যবহারকারীদের উদ্দেশ্য করে কনটেন্ট শেয়ার করতে পারেন।
  • আপনার ব্র্যান্ডের জন্য একটি গুগল প্লাস পেইজ ইউনিক ইউআরএল পেতে পারেন।
  • পেইজে বিভিন্ন ওয়েবমাস্টার ও এপিআই কনসোল সেবা পাবে, যা আপনার ব্র্যান্ড বা সেবাকে অন্যান্য অনলাইন প্লাটফর্মে ছড়িয়ে দেওয়ার সুযোগ পাবেন।

 

লিংকডইন:
প্রায় ২৮ কোটি ব্যবহারকারী নিয়ে লিংকডইন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় প্রফেশনাল নেটওয়ার্কিং ওয়েবসাইট। এতে আপনার প্রফেশনাল প্রোফাইল তৈরি করার ও কমিউনিটি তৈরির সুযোগ পাবেন। লিংকডইনও আপনার পণ্য বা সেবার জন্য ব্র্যান্ড আইডেন্টিটি তৈরির সুযোগ সুবিধা দেয়। এই সাইট থেকে আপনি কি কি সুবিধা পাবেন –
  •  এখানে আপনার ব্র্যান্ডের জন্য গ্রুপ তৈরি ও সংযুক্তদের সঙ্গে তা প্রোমোট করতে পারবেন।
  • তৈরি করা ব্র্যান্ড গ্রুপকে নিজের মতো সাজাতে পারবেন।
  • আপনার গ্রুপে যারা আছে তাদের মাধ্যমেই নতুন কানেকশনের সাজেশন পাবেন। যার মাধ্যমে আপনার নেটওয়ার্ক আরও বৃদ্ধি পাবে।
  • আপনার ব্যবসায়ের ধরণ অনুযায়ী সম্ভাব্য ক্লায়েন্ট খুজে নিতে পারবেন।
  • সহজে ইমেল কালেক্ট করে ই মেইল করতে পারবেন তাদের কাছে।

 

টুইটার:
টুইটার ব্যবহারকারীর নিকট আপনার বিজ্ঞাপন পৌঁছে দেয়ার সিস্টেমকেই টুইটার মার্কেটিং বলে। এখনে আপনি অডিও, ভিডিও, টেক্সট এর মাধ্যমে আপনার প্রচার চালাতে পারেন বা একটা একটিভ প্রোফাইলের মাধ্যমেও আপনার প্রচার ও চালাতে পারেন। আপনি টেক্সট এর ক্ষেত্রে এখানে সর্বোচ্চ ১৪০ অক্ষরের বার্তা আদান-প্রদান ও প্রকাশ করতে পারেন। টুইট বার্তা লেখার জন্য সদস্যরা সরাসরি টুইটারের মেইন ওয়েবসাইট ব্যবহার করতে পারেন তাছাড়াও, মোবাইল ফোন বা এসএমএসের মাধ্যমেও টুইট আপডেট করার সুযোগ রয়েছে।
২০০৬ এর জুলাই মাসে জ্যাক ডর্সি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। টুইটার বর্তমানে সারা বিশ্ব্জুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। টুইটার বিশ্বের দ্বিতীয় বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম। ২০১০ সালের ৩১শে অক্টোবর টুইটারে ১৭৫ মিলিয়ন অর্থাৎ ১৭.৫ কোটিরও বেশি সদস্য ছিলো। অন্যান্য পরিসংখ্যান অনুসারে একই সময়ে টুইটারের ১৯০ মিলিয়ন বা ১৯ কোটি সদস্য ছিলো এবং দিনে ৬৫ মিলিয়ন বা সাড়ে ৬ কোটি টুইট বার্তা, এবং ৮ লাখ অনুসন্ধানের কাজ সম্পন্ন হতো। আবার ২০১৬ সালের রিপোর্ট অনুযায়ী টুইটারের সদস্য সংখ্যা ৩১৯ মিলিয়ন। প্রতি ১ মিনিটে ৩,৫০,০০ টুইট হয়, প্রতি দিন ৫০০ মিলিয়ন টুইট হয় এবং বছরে ২০০ বিলিয়ন টুইট হয়। টুইটারকে ইন্টারনেটের এসএমএস বলে অভিহিত করা হয়।
  • টুইটারে আপনার নিজের নামে একটি ইউনিক ইউআরএল পাবেন।
  • এতে আপনার ব্যবসায়ের ধরন বা পছন্দ অনুযায়ী প্রোফাইল ছবি, হেডার ছবি এবং ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন।
  • আপনার ব্যবসায়ের ওয়েবসাইট যুক্ত করতে পারবেন সাইটটিতে, যা ব্যবহারকারীদের সরাসরি ভিজিট করার সুযোগ দেবে।
  • আপনার ব্যবসায়িক ওয়েবসাইটে টুইটার এপিআই উইজেট ব্যবহার করতে পারবেন।
  • হ্যাশট্যাগ, অ্যাট (@) ইত্যাদি সাংকেতিক চিহ্ন ব্যবহার করে আপনার কাঙ্খিত ব্যাক্তি বা কমিউনিটির সঙ্গে যোগাযোগ সমন্বয় করতে পারেন।

 

পিন্টারেস্ট:
এটি বিশ্বের সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া সোশ্যাল বুকমার্কিং সেবার সাইট। বর্তমানে প্রায় ৮ কোটি ব্যবহারকারী রয়েছে সাইটটির। ছবি ভিত্তিক এই ওয়েবসাইটটি আপনার পণ্য ও সেবার অনলাইন মার্কেটিংয়ে সবচেয়ে কাজে দিবে। এখানে আপনি যা যা সুবিধা পাবেন:
  • এই নেটওয়ার্কে আপনার বিজনেস প্রোফাইল তৈরি করতে পারবেন।
  • এটি আপনার ব্যবসায়ের নামানুসারে একটি পার্সোনালাইজড ইউজার নেম দেয়।
  • এখানে আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া লিংক যুক্ত করতে পারবেন। যেমন এই সাইটের সঙ্গে আপনার ফেইসবুক প্রোফাইল যুক্ত থাকলে আপনি যখনই কোনো ছবি পিন করবেন, তখন এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ফেইসবুকে শেয়ার করে দিবে। আপনার একটি ওয়েবসাইট থাকলে এই সাইট থেকে ডুফলো ব্যাকলিংক পেতে পারেন।

 

For You, With You, For Ever…. 

সমাহার ডট নেট-এর  পণ্য সামগ্রী ও সেবা পেতে রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন।

  • অ্যাপ, সফটওয়্যার, ওয়েবসাইট, ডিজিটাল মার্কেটিং ও ডোমেইন হোস্টিং রেজিস্টেশন করা হয়।
  • নিত্য প্রয়োজনীয় সামগ্রী, ফ্যাশন, পারফিউম, মেডিসিন, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ, টিভি, ক্যামেরা, মোটরবাইক, আসবাবপত্র, এপার্টমেন্ট, বাণিজ্যিক এবং আবাসিক প্রপাটির পাশাপাশি জমি ও প্লট সুলভ মূল্যে বিক্রি করা হয়। ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ ভোক্তাদের জন্য নিবেদিত বিভিন্ন রকমের সার্ভিসগুলো দেয়া হয়।
  • আমাদের রিসেলার হয়ে অবসর সময়ে বিনিয়োগ ছাড়া, দৈনিক শুধু ৩-৪ ঘন্টা সময় দিয়ে নিশ্চিত পেসিভ ইনকাম করুন। ৬/৭ মাস নিয়মিত সময় দিলে অবশ্যই মাসিক ৩০ থেকে ৫০ হাজার টাকা ইনকামের নিশ্চয়তা রয়েছে।
  • আকর্ষণীয় কমিশনে ডিলার, এজেন্ট ও সেলার সেন্টার দেয়া হচ্ছে…

এছাড়াও আপনি আপনার ব্যবসার জন্য ট্রেডিশনাল মার্কেটিং অথাৎ সরাসরি আপনার ব্যবসার প্রচার করাতে চাইলে। সমাহার ডট নেট এর সাথে যোগাযোগ করতে পারেন। যেখান থেকে আপনি আপনার ব্যবসার জন্য খুবই কম খরচে ডিজিটাল মার্কেটিং অথবা ট্রেডিশনাল মার্কেটিং করাতে পারবেন। এছাড়া ও সমস্ত প্রকার ডিজিটাল অথবা ট্রেডিশনাল সুবিধা নিতে পারবেন।

আপনি যদি আপনার ব্যবসাকে কি ভাবে অনলাইনে নিয়ে যাবেন বা ব্যবসাকে বড় করবেন অথাৎ ব্যবসার প্রসার ঘটাবেন তা জানতে চান তবে , সময় নষ্ট না করে এখুনি  রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন।  তার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। সম্পূর্ণ ফ্রীতে আপনি পরামর্শ পাবেন।

⌂ প্রধান কার্যালয়ঃ সিকদার প্লাজা (১ম ও ২য় তলা), লতাপাতা বাজার, কাপাসিয়া, গাজীপুর – ১৭৩০

মোবাইলঃ ০১৭১১১১৩৮৫২ , ই-মেইলঃ support@samahar.net

আশা করি এই পোস্টটি আপনাকে দরকারী কিছু তথ্য দিয়েছি। পরবর্তী পোস্ট পাওয়ার জন্য সাথেই থাকুন…

অনলাইন বিজনেস শুরুর আগে কি কি জানতে হবে ?

প্রাত্যহিক জীবনে ইন্টারনেট, মুঠোফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম এক নিত্য সঙ্গী হয়ে উঠেছে। তাই ব্যবসায় প্রতিষ্ঠানগুলো ও অনলাইনের মাধ্যমে গ্রাহককে খুঁজে নিচ্ছেন। আবার ক্রমবর্ধমান জ্যাম,যানবাহনের ঝামেলা থকে বাঁচতে আর সময় বাঁচাতে সবাই এখন খোঁজ রাখেন ফেইসবুক  পেজ এ লাইক দিয়ে। এইসব কারনেই প্রতিনিয়ত হাজার হাজার ব্যাবসা প্রতিষ্ঠান অনলাইন এর সাথে জড়িত হচ্ছে। এমন কোনো সেক্শন নেই যেখানে অনলাইন এর সম্পৃক্ততা নেই। অনলাইন বিজনেস-এর সামগ্রিক কাজ নির্ভর করে অনলাইনের উপর। পণ্য এবং সেবাকে মানুষের নিকট পৌঁছে দেওয়ার জন্য সবকিছুই অনলাইনের উপর নির্ভরশীল।  আর এই সুযোগটি কাজে লাগিয়ে অনেকেই ঘরে বসে অল্প সময়ে অধিক উপার্জন করার সুযোগ পাচ্ছে।
যেকোন বিজনেস শুরুর আগেই স্টাডি করা প্রয়োজন আর অনলাইন বিজনেসে যেহেতু ভার্চুয়ালি হয় তাই আরও বেশি কেয়ারফুল হতে হয়। অনলাইন বিজনেস শুরুর আগে নিজের একটা ভিশন থাকা দরকার যেটাকে বলা হয় মাইন্ড-সেট। তাই আগে ভিশন ঠিক করে নিন। একটি অনলাইন প্রজেক্ট কে লাভজনক করার জন্য এর শুরু থেকে শেষ পর্যন্ত যত গুলো ধাপ আছে,সবগুলো সম্পর্কে ভালভাবে জানুন তারপর  এবং ডিরেক্ট  অ্যাকশনে যান।
Meta-tag-for-business-02-1024x576
অনলাইন বিজনেস শুরু করা তেমন কোনো কঠিন কাজ নয় তবে, যদি বলেন সফল হতে চান,
তবে আমরা যে  এই ৪ টি বিষয়ে ফোকাস করুন।
“সঠিক পরিকল্পনা, মার্কেট পর্যালোচনা, বিনিয়গ,পরিকল্পনা অনুযায়ী নিয়মিত কাজ”
উপরোক্ত চারটি বিষয় কে বাস্তবে কোনো অনলাইন প্রজেক্ট এ কাজে লাগাতে হলে আপনাকে জানতে হবে কিছু বেসিক জিনিস, আর তাহলো:
১। বিজনেস প্ল্যান করা:-
পণ্য বা সেবা নির্বাচন করুন। আপনি কি পণ্য বা সেবা দিতে চাচ্ছেন, কোন শ্রেণীর লোক মূলত আপনার ক্রেতা হবে, তা নির্দিষ্ট করুন।
কী ওয়ার্ড পর্যালোচনা করুন, কি পরিমান সম্ভাব্য ক্রেতা আছে, কত গুলো প্রতিযোগী কোম্পানি আছে, আপনার অবস্থান, বাজেট, মার্কেটিং পলিসি কি হতে পারে তা নির্ধারণ করুন।
২। বিজনেস প্ল্যান লেখা:-
আপনার পণ্য বা সেবাকে সঠিক ভাবে ক্রেতার নিকট বোধগম্য করার জন্য কন্টেন্ট লিখুন, নিয়মিত কন্টেন্ট যেমন: কি কি পণ্য / সেবা দিচ্ছেন, এর সুবিধা কি কি, কাদের জন্য, এইরকম কন্টেন্ট
আপনার কোম্পানির প্রোফাইল পেজ, কন্টাক্ট পেজ, প্রাইভেসী পেজ, টার্মস এন্ড কন্ডিশন পেজ এবং অন্য কোনো কোম্পানির সাথে এফিলিয়েট থাকলে ডিসক্লেইমার পেজ এন্ড ডিসক্লোজার পেজ তৈরী করুন।
এরপর অনপেজ এস এ ও করে আপনার সবগুলো পেজ কে সঠিক ভাবে আপনার পূর্বে নির্বাচিত কী ওয়ার্ড অনুযায়ী অপ্টিমাইজেশন করে নিন
৩। বিজনেস, ডোমেইন নেম রেজিস্টার:-
ডোমেইন নাম নিবন্ধন করুন, এমন একটি ডোমেইন নাম নির্বাচন করুন, যেন নাম থেকেই আপনার বিজনেস এর ধরণ বুঝা যায়, এতে করে মানুষ সহজে মনে রাখতে পারবে |
৪। ওয়েবসাইট তৈরি এবং ম্যানেজমেন্ট
এরপর এমন একটি ওয়েবসাইট তৈরী করুন যেন আপনার পণ্য বা সেবাকে  খুব সুন্দর ভাবে ক্রেতার নিকট উপস্থাপন করা যায়, আর এটিই হলো আপনার অনলাইন বিজনেস প্লাটফর্ম ।
আপনার ওয়েবসাইট কে অনলাইন করার জন্য ভালো মানের একটি হোস্টিং নির্বাচন করুন
এরপর আপনার ওয়েবসাইট এর নিয়মিত নিরাপত্তা চেক করুন, আপডেট করুন, ব্যাকআপ রাখুন এবং আরো কিভাবে ভালো বিজনেস করা যায় তা পর্যালোচনা করুন।
Meta-tag-for-business-03-1024x576
৫। সামাজিক মাধ্যমে মার্কেটিং:-
অন্যান্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং, নিয়মিত কনটেন্ট মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ও বিভিন্ন প্রকার লিংক বিল্ডাপ এর মাদ্ধমে ভালো ভাবে অফ-পেজ এস এ ও করুন  ফেইসবুক সহ অন্যান্য সামাজিক মাধ্যমগুলো ভালভাবে পরিচালনা ও অন্যান্য কৌশলগুলো ও জানতে হবে
৬। বানিজ্যিক অ্যাকাউন্ট খোলা:-
বিভিন্ন গ্রাহকের সাথে লেনদেন করতে হলে একটা আলাদা অ্যাকাউন্ট খোলা ও মেইনটেইন করতে জানতে হবে।
Meta-tag-for-business-04-1024x576
৭। যোগাযোগ বৃদ্ধি:-
প্রথমেই আপনার অনেক ক্রেতা তৈরি হবে না। শুরুতে পরিচিতদের আপনার বিজনেস সম্পর্কে জানান এবং ধীরে ধীরে বিভিন্ন রকমের মানুষের সঙ্গে যোগাযোগ বাড়লে আপনার আইডিয়া ও ক্রেতা দুটোই বাড়বে।
Meta-tag-for-business-05-1024x576
৮। ব্যবসায়ের আইন কানুন:-
আইন মেনে ব্যবসা করতে হবে। সেক্ষেত্রে সাধারণ আইনের পাশাপাশি সাইবারের  নানা আইন আর নিয়ম নীতি মেনে চলতে হবে।
৯। প্রফেশনাল কোর্স:-
প্রয়োজনে অনলাইন বিজনেস এর উপর একটি প্রফেশনাল কোর্স করে ঘরে বসে আয়ের একটি অনলাইন ব্যবসা শুরু করুন।
একটি কথা মনে রাখবেন, একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়মিত উপার্জন পেতে গেলে প্রতিটা বিষয়কে গুরুত্ব সহকারে নিতে হবে। আন্তরিকভাবে নিয়মিত কাজ এবং পর্যবেক্ষণ এর মাধ্যমে যে কোনো ব্যাবসায় সফল হয় যায়।তাই ,হয়ে উঠুন আপনিই আপনার বস, আজই শুরু করুন অনলাইন বিজনেস ।

For You, With You, For Ever…. 

সমাহার ডট নেট-এর  পণ্য সামগ্রী ও সেবা পেতে রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন।

  • অ্যাপ, সফটওয়্যার, ওয়েবসাইট, ডিজিটাল মার্কেটিং ও ডোমেইন হোস্টিং রেজিস্টেশন করা হয়।
  • নিত্য প্রয়োজনীয় সামগ্রী, ফ্যাশন, পারফিউম, মেডিসিন, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ, টিভি, ক্যামেরা, মোটরবাইক, আসবাবপত্র, এপার্টমেন্ট, বাণিজ্যিক এবং আবাসিক প্রপাটির পাশাপাশি জমি ও প্লট সুলভ মূল্যে বিক্রি করা হয়। ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ ভোক্তাদের জন্য নিবেদিত বিভিন্ন রকমের সার্ভিসগুলো দেয়া হয়।
  • আমাদের রিসেলার হয়ে অবসর সময়ে বিনিয়োগ ছাড়া, দৈনিক শুধু ৩-৪ ঘন্টা সময় দিয়ে নিশ্চিত পেসিভ ইনকাম করুন। ৬/৭ মাস নিয়মিত সময় দিলে অবশ্যই মাসিক ৩০ থেকে ৫০ হাজার টাকা ইনকামের নিশ্চয়তা রয়েছে।
  • আকর্ষণীয় কমিশনে ডিলার, এজেন্ট ও সেলার সেন্টার দেয়া হচ্ছে…

এছাড়াও আপনি আপনার ব্যবসার জন্য ট্রেডিশনাল মার্কেটিং অথাৎ সরাসরি আপনার ব্যবসার প্রচার করাতে চাইলে। সমাহার ডট নেট এর সাথে যোগাযোগ করতে পারেন। যেখান থেকে আপনি আপনার ব্যবসার জন্য খুবই কম খরচে ডিজিটাল মার্কেটিং অথবা ট্রেডিশনাল মার্কেটিং করাতে পারবেন। এছাড়া ও সমস্ত প্রকার ডিজিটাল অথবা ট্রেডিশনাল সুবিধা নিতে পারবেন।

আপনি যদি আপনার ব্যবসাকে কি ভাবে অনলাইনে নিয়ে যাবেন বা ব্যবসাকে বড় করবেন অথাৎ ব্যবসার প্রসার ঘটাবেন তা জানতে চান তবে , সময় নষ্ট না করে এখুনি  রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন।  তার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। সম্পূর্ণ ফ্রীতে আপনি পরামর্শ পাবেন।

⌂ প্রধান কার্যালয়ঃ সিকদার প্লাজা (১ম ও ২য় তলা), লতাপাতা বাজার, কাপাসিয়া, গাজীপুর – ১৭৩০

মোবাইলঃ ০১৭১১১১৩৮৫২ , ই-মেইলঃ support@samahar.net

আশা করি এই পোস্টটি আপনাকে দরকারী কিছু তথ্য দিয়েছি। পরবর্তী পোস্ট পাওয়ার জন্য সাথেই থাকুন…

এক ওয়েবসাইটে মিলবে দেশের সকল নীতিমালা

এক ওয়েবসাইটই দেশের সকল নীতিমালা পেতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ পরীক্ষামূলকভাবে policy.gov.bd শীর্ষক ওয়েবসাইট চালু করেছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাইটটিতে দেশের সব মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংস্থার সকল নীতিমালা একসঙ্গে পাওয়া যাবে। বিজিডি ই-গভ সার্টের দেশীয় ডেভেলপারদের মাধ্যমে কোন প্রকার খরচ ছাড়াই সাইটটি তৈরি করা হয়েছে এবং ন্যাশনাল ডাটা সেন্টারে এটি হোস্ট করা আছে।

আগামী মাসে ওয়েবসাইটটি উদ্বোধন করার কথা থাকলেও ইতোমধ্যে সাইট এর শতভাগ কাজ সম্পন্ন হয়েছে এবং এর বেটা ভার্সনটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

 

For You, With You, For Ever…. 

সমাহার ডট নেট-এর  পণ্য সামগ্রী ও সেবা পেতে রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন।

  • অ্যাপ, সফটওয়্যার, ওয়েবসাইট, ডিজিটাল মার্কেটিং ও ডোমেইন হোস্টিং রেজিস্টেশন করা হয়।
  • নিত্য প্রয়োজনীয় সামগ্রী, ফ্যাশন, পারফিউম, মেডিসিন, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ, টিভি, ক্যামেরা, মোটরবাইক, আসবাবপত্র, এপার্টমেন্ট, বাণিজ্যিক এবং আবাসিক প্রপাটির পাশাপাশি জমি ও প্লট সুলভ মূল্যে বিক্রি করা হয়। ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ ভোক্তাদের জন্য নিবেদিত বিভিন্ন রকমের সার্ভিসগুলো দেয়া হয়।
  • আমাদের রিসেলার হয়ে অবসর সময়ে বিনিয়োগ ছাড়া, দৈনিক শুধু ৩-৪ ঘন্টা সময় দিয়ে নিশ্চিত পেসিভ ইনকাম করুন। ৬/৭ মাস নিয়মিত সময় দিলে অবশ্যই মাসিক ৩০ থেকে ৫০ হাজার টাকা ইনকামের নিশ্চয়তা রয়েছে।
  • আকর্ষণীয় কমিশনে ডিলার, এজেন্ট ও সেলার সেন্টার দেয়া হচ্ছে…

এছাড়াও আপনি আপনার ব্যবসার জন্য ট্রেডিশনাল মার্কেটিং অথাৎ সরাসরি আপনার ব্যবসার প্রচার করাতে চাইলে। সমাহার ডট নেট এর সাথে যোগাযোগ করতে পারেন। যেখান থেকে আপনি আপনার ব্যবসার জন্য খুবই কম খরচে ডিজিটাল মার্কেটিং অথবা ট্রেডিশনাল মার্কেটিং করাতে পারবেন। এছাড়া ও সমস্ত প্রকার ডিজিটাল অথবা ট্রেডিশনাল সুবিধা নিতে পারবেন।

আপনি যদি আপনার ব্যবসাকে কি ভাবে অনলাইনে নিয়ে যাবেন বা ব্যবসাকে বড় করবেন অথাৎ ব্যবসার প্রসার ঘটাবেন তা জানতে চান তবে , সময় নষ্ট না করে এখুনি  রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন।  তার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। সম্পূর্ণ ফ্রীতে আপনি পরামর্শ পাবেন।

⌂ প্রধান কার্যালয়ঃ সিকদার প্লাজা (১ম ও ২য় তলা), লতাপাতা বাজার, কাপাসিয়া, গাজীপুর – ১৭৩০

মোবাইলঃ ০১৭১১১১৩৮৫২ , ই-মেইলঃ support@samahar.net

আশা করি এই পোস্টটি আপনাকে দরকারী কিছু তথ্য দিয়েছি। পরবর্তী পোস্ট পাওয়ার জন্য সাথেই থাকুন…

৪৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার প্রথম ফোন

চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো ভারতের বাজারে আজ উন্মোচন করেছে রেনো সিরিজের নতুন স্মার্টফোন। ‘রেনো থ্রি প্রো’ মডেলের এই ফোনটিতে ৬টি ক্যামেরা রয়েছে।

ফোনটির বিশেষত্ব হচ্ছে, এটি বিশ্বের প্রথম ফোন যেটিতে ৪৪ মেগাপিক্সেল ডুয়াল সেলফি ক্যামেরা রয়েছে। এতদিন উচ্চ মেগাপিক্সেলের ক্যামেরা ফোনের পেছনে দেখা গেলেও, এই প্রথম কোনো ফোনের সামনে উচ্চ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।

‘রেনো থ্রি প্রো’ ফোনে সেলফি তোলার জন্য ডুয়াল ক্যামেরার মধ্যে মূল ক্যামেরাটি ৪৪ মেগাপিক্সেলের, অন্য ক্যামেরাটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর।

ফোনটির পেছনে রয়েছে চারটি ক্যামেরা। পেছনের মূল ক্যামেরাটি ৬৪ মেগাপিক্সেলের। এর সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেলের টেলি-ফটো ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের মনো সেন্সর। থাকছে ৫ গুণ হাইব্রিড জ্যুম এবং ২০ গুণ ডিজিটাল জ্যুম সুবিধা।

অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের ভিত্তিতে তৈরি কালারওএস ৭ সফটওয়্যারে চলবে রেনো থ্রি প্রো। প্রসেসর হিসেবে এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের নতুন হেলিও পি৯৫ অক্টা কোর প্রসেসর। ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লের এই ফোনটির পাঞ্চহোল ডিসপ্লে ডিজাইনের।

দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিতে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৪২৫০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। ভুক ৩.০ ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি ও ৩০ ওয়াটের চার্জার থাকায় ৫০ শতাংশ চার্জ হতে সময় নেবে মাত্র ২০ মিনিট এবং ১০০ শতাংশ চার্জ হতে সময় নেবে ৫৬ মিনিট।

৮ জিবি র‌্যামের এই ফোনটি ১২৮ জিবি স্টোরেজ এবং ২৫৬ জিবি স্টোরেজ- এই দুটি ভার্সনে নিয়ে আসা হয়েছে। ১২৮ জিবি স্টোরেজে অপো রেনো থ্রি প্রো-এর দাম ধরা হয়েছে ২৯,৯৯০ রুপি। ২৫৬ জিবি স্টোরেজে ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৩২,৯৯০ রুপি।

 

For You, With You, For Ever…. 

সমাহার ডট নেট-এর  পণ্য সামগ্রী ও সেবা পেতে রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন।

  • অ্যাপ, সফটওয়্যার, ওয়েবসাইট, ডিজিটাল মার্কেটিং ও ডোমেইন হোস্টিং রেজিস্টেশন করা হয়।
  • নিত্য প্রয়োজনীয় সামগ্রী, ফ্যাশন, পারফিউম, মেডিসিন, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ, টিভি, ক্যামেরা, মোটরবাইক, আসবাবপত্র, এপার্টমেন্ট, বাণিজ্যিক এবং আবাসিক প্রপাটির পাশাপাশি জমি ও প্লট সুলভ মূল্যে বিক্রি করা হয়। ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ ভোক্তাদের জন্য নিবেদিত বিভিন্ন রকমের সার্ভিসগুলো দেয়া হয়।
  • আমাদের রিসেলার হয়ে অবসর সময়ে বিনিয়োগ ছাড়া, দৈনিক শুধু ৩-৪ ঘন্টা সময় দিয়ে নিশ্চিত পেসিভ ইনকাম করুন। ৬/৭ মাস নিয়মিত সময় দিলে অবশ্যই মাসিক ৩০ থেকে ৫০ হাজার টাকা ইনকামের নিশ্চয়তা রয়েছে।
  • আকর্ষণীয় কমিশনে ডিলার, এজেন্ট ও সেলার সেন্টার দেয়া হচ্ছে…

এছাড়াও আপনি আপনার ব্যবসার জন্য ট্রেডিশনাল মার্কেটিং অথাৎ সরাসরি আপনার ব্যবসার প্রচার করাতে চাইলে। সমাহার ডট নেট এর সাথে যোগাযোগ করতে পারেন। যেখান থেকে আপনি আপনার ব্যবসার জন্য খুবই কম খরচে ডিজিটাল মার্কেটিং অথবা ট্রেডিশনাল মার্কেটিং করাতে পারবেন। এছাড়া ও সমস্ত প্রকার ডিজিটাল অথবা ট্রেডিশনাল সুবিধা নিতে পারবেন।

আপনি যদি আপনার ব্যবসাকে কি ভাবে অনলাইনে নিয়ে যাবেন বা ব্যবসাকে বড় করবেন অথাৎ ব্যবসার প্রসার ঘটাবেন তা জানতে চান তবে , সময় নষ্ট না করে এখুনি  রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন।  তার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। সম্পূর্ণ ফ্রীতে আপনি পরামর্শ পাবেন।

⌂ প্রধান কার্যালয়ঃ সিকদার প্লাজা (১ম ও ২য় তলা), লতাপাতা বাজার, কাপাসিয়া, গাজীপুর – ১৭৩০

মোবাইলঃ ০১৭১১১১৩৮৫২ , ই-মেইলঃ support@samahar.net

আশা করি এই পোস্টটি আপনাকে দরকারী কিছু তথ্য দিয়েছি। পরবর্তী পোস্ট পাওয়ার জন্য সাথেই থাকুন…

নতুন তিন মডেলের ফোন আনছে অপো

নতুন তিন মডেলের স্মার্টফোন আনছে অপো। ফোনগুলো হলো-অপো রেনো ৬, অপো রেনো ৬ প্রো এবং অপো রেনো ৬ প্রো প্লাস। এর মধ্যে অপো রেনো ৬ প্রো প্লাস ফ্লাগশিপ ঘরানার। বাকি দুটি মিড রেঞ্জের।

অপো রেনো ৬ প্রো প্লাসে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসে। বাকি দুই মডেলে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি ১২০০ মডেলের চিপসেট।

অপোর পক্ষ থেকে আসন্ন তিনটি মডেলের স্মার্টফোন ২৭ মে লঞ্চ করার কথা বলা হলেও, মডেল নম্বর এবং বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়নি। তবে একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে মডেল তিনটিতে থাকতে পারে পানি প্রতিরোধের ক্ষমতা।

তিনটি ফোনেই বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি ও ক্যামেরা ব্যবহৃত হচ্ছে।

 

For You, With You, For Ever…. 

সমাহার ডট নেট-এর  পণ্য সামগ্রী ও সেবা পেতে রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন।

  • অ্যাপ, সফটওয়্যার, ওয়েবসাইট, ডিজিটাল মার্কেটিং ও ডোমেইন হোস্টিং রেজিস্টেশন করা হয়।
  • নিত্য প্রয়োজনীয় সামগ্রী, ফ্যাশন, পারফিউম, মেডিসিন, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ, টিভি, ক্যামেরা, মোটরবাইক, আসবাবপত্র, এপার্টমেন্ট, বাণিজ্যিক এবং আবাসিক প্রপাটির পাশাপাশি জমি ও প্লট সুলভ মূল্যে বিক্রি করা হয়। ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ ভোক্তাদের জন্য নিবেদিত বিভিন্ন রকমের সার্ভিসগুলো দেয়া হয়।
  • আমাদের রিসেলার হয়ে অবসর সময়ে বিনিয়োগ ছাড়া, দৈনিক শুধু ৩-৪ ঘন্টা সময় দিয়ে নিশ্চিত পেসিভ ইনকাম করুন। ৬/৭ মাস নিয়মিত সময় দিলে অবশ্যই মাসিক ৩০ থেকে ৫০ হাজার টাকা ইনকামের নিশ্চয়তা রয়েছে।
  • আকর্ষণীয় কমিশনে ডিলার, এজেন্ট ও সেলার সেন্টার দেয়া হচ্ছে…

এছাড়াও আপনি আপনার ব্যবসার জন্য ট্রেডিশনাল মার্কেটিং অথাৎ সরাসরি আপনার ব্যবসার প্রচার করাতে চাইলে। সমাহার ডট নেট এর সাথে যোগাযোগ করতে পারেন। যেখান থেকে আপনি আপনার ব্যবসার জন্য খুবই কম খরচে ডিজিটাল মার্কেটিং অথবা ট্রেডিশনাল মার্কেটিং করাতে পারবেন। এছাড়া ও সমস্ত প্রকার ডিজিটাল অথবা ট্রেডিশনাল সুবিধা নিতে পারবেন।

আপনি যদি আপনার ব্যবসাকে কি ভাবে অনলাইনে নিয়ে যাবেন বা ব্যবসাকে বড় করবেন অথাৎ ব্যবসার প্রসার ঘটাবেন তা জানতে চান তবে , সময় নষ্ট না করে এখুনি  রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন।  তার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। সম্পূর্ণ ফ্রীতে আপনি পরামর্শ পাবেন।

⌂ প্রধান কার্যালয়ঃ সিকদার প্লাজা (১ম ও ২য় তলা), লতাপাতা বাজার, কাপাসিয়া, গাজীপুর – ১৭৩০

মোবাইলঃ ০১৭১১১১৩৮৫২ , ই-মেইলঃ support@samahar.net

আশা করি এই পোস্টটি আপনাকে দরকারী কিছু তথ্য দিয়েছি। পরবর্তী পোস্ট পাওয়ার জন্য সাথেই থাকুন…

হাই কনফিগারের ল্যাপটপ নিয়ে এলো এসার নাইট্রো ৫

এসার ল্যাপটপ তার গুণগত মান বজায় রেখে এবার নিয়ে এলো এসার নাইট্রো ৫ ল্যাপটপ। এটি একটি হাই কনফিগারের ল্যাপটপ হতে চলেছে। এই ল্যাপটপটির ফিচার দেওয়া হয়েছে অত্যাধুনিক। এটি একটি গেমিং ল্যাপটপ। এর বিল্ড কোয়ালিটি দেওয়া হয়েছে অসাধারণ। চলুন দেখে নেওয়া যাক কেমন হচ্ছে এই ল্যাপটপটি।

চলুন এবার আলোচনা করা যাক এই ল্যাপটপটির স্পেসিফিকেশন নিয়েঃ
এসার নাইট্রো ৫ এই ল্যাপটপে দেওয়া হয়েছে ১৫.৬ ইঞ্চি বিশিষ্ট ফুল এইচ ডি এল ই ডি ব্যাকলাইট আই পি এস কমফি ভিউ ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ১৯২০X১০৮০ পিক্সেল। উক্ত ল্যাপটপটির রিফ্রেশ রেট দেওয়া হয়েছে ১৪৪ হার্জ। এর ফলে ল্যাপটপটি খুব ফাস্ট কাজ করবে। এই ল্যাপটপটির ওজন দেওয়া হয়েছে মাত্র ২.৪ কেজি এবং এর আয়তন দেওয়া হয়েছে ৩৬৩.৪X২৫৫X২৩.৯ মিলিমিটার। এই ল্যাপটপটিতে দেওয়া হয়েছে এ এম ডি রাইজেন ৫ হেক্সাকোর ৫৬০০ এইচ প্রসেসর এবং র‍্যাম দেওয়া হয়েছে ১৬ জিবি। এছাড়া এর জি পি ইউ দেওয়া হয়েছে এনভিডিয়া জি ফোরস আর টি এক্স ৩০৬০। এই ল্যাপটপটির হার্ড ডিস্ক দেওয়া হয়েছে ১ টিবি এর হার্ড ডিস্ক এবং এর স্পীড হবে ৭২০০ আর পি এম। উক্ত ল্যাপটপটির ও এস দেওয়া হয়েছে ১০ হোম। এছাড়া এই ল্যাপটপটির দেওয়া হয়েছে ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.১, ২.০ পোর্ট, হেডফোন জ্যাক ৩.৫ মিলিমিটার, ইউ এস বি টাইপ এ পোর্ট ৩.২। এসার নাইট্রো ৫ এ ল্যাপটপে দেওয়া হয়েছে ৪ সেল এর ৫৭.৫ ডব্লিউ এইচ আর ব্যাটারি যার ব্যাকআপ দিবে ১০ ঘন্টা পর্যন্ত। এই ল্যাপটপটিতে আরো দেওয়া হয়েছে ৭২০ পিক্সেল এর ফুল এইচ ডি ওয়েব ক্যামেরা ও ডুয়েল মাইক্রোফোন যেগুলো একটি ভালমানের ল্যাপটপের জন্য আবশ্যক। উক্ত ল্যাপটপটির সাথে দেওয়া হয়েছে ব্যাকলাইট কিবোর্ড যার ফলে অন্ধকারে ভাল সুবিধা পাওয়া যাবে। শুধুমাত্র কালো রঙ এ পাওয়া যাবে এই ল্যাপটপটি। এসার নাইট্রো ৫ ল্যাপটপটির সাথে দেওয়া হয়েছে ১ বছরের ওয়ারেন্টি।

এসার নাইট্রো ৫ এর মূল্যঃ
এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতের মূল্য অনুযায়ী ৯৪,৯৯০ রুপী যার বাংলাদেশী মূল্য হবে ১,০৭,৯৮৫ টাকা মাত্র।

Your Online Business Partner.

ডোমেইন রেজিঃ করুন মাত্র ৪৯ টাকায়…

.com, .net, .org, .me, .media, domains, .computer, .digital, .ltd, .school, .university, .clinic, .tv, xyz, .help সহ আরো প্রায় ১৫০০ নতুন ডোমেইন পাওয়া যাচ্ছে । স্বল্প মূল্যে আপনার পছন্দের ডোমেইনটি রেজিঃ করার এখনই সুবর্ণ সুযোগ। ৳ ৪৯ টাকার অফারটি শুধুমাত্র ১ম বছরের জন্য ও  বাংলাদেশ সরকার অনুমোদিত কোম্পানি , এনজিও , ফাউন্ডেশন, সংস্থা, ব্যবসা প্রতিষ্ঠান এর ক্ষেত্রে প্রযোজ্য।

আমরা যে সকল ওয়েবসাইট ও সফটওয়্যার তৈরি করে থাকিঃ

✪ কোম্পানীর ওয়েবসাইট                                                            ✪ মুদির দোকান ম্যানেজমেন্ট সফটওয়্যার

✪ নিউজ পেপার ওয়েবসাইট                                                        ✪ ট্র্যাভেল এজেন্সি উইথ প্যাকেজ বুকিং সফটওয়্যার

✪  ফ্যাশন হাউসের ওয়েবসাইট                                                    ✪ পয়েন্ট অফ সেল, টিকেট বুকিং সফটওয়্যার

✪  ব্যবসা প্রতিষ্ঠানের ওয়েবসাইট                                                  ✪ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ম্যানেজমেন্ট সফটওয়্যার

✪  ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজ্ম ওয়েবসাইট                                         ✪ ব্লাড ডোনেসন ম্যানেজমেন্ট সফটওয়্যার

✪  বিউটি পার্লার এবং জিমের ওয়েবসাইট                                      ✪ ইনভেন্টরী এন্ড স্টক ম্যানেজমেন্ট সফটওয়্যার

✪  ফাইনেন্সিয়াল এসোসিয়েশন ওয়েবসাইট                                    ✪  গার্মেন্টস ম্যানেজমেন্ট সফটওয়্যার

✪  ইন্টেরিয়র ডিজাইন কোম্পানী ওয়েবসাইট

আরো জানতে ও সেবা পেতে এখুনি রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন।

আকর্ষণীয় কমিশনে রিসেলার ও সেলার সেন্টার দেয়া হচ্ছে…

সমাহার সফট

⌂ প্রধান কার্যালয়ঃ সিকদার প্লাজা (১ম ও ২য় তলা), লতাপাতা বাজার, কাপাসিয়া, গাজীপুর – ১৭৩০

মোবাইলঃ ০১৭১১১১৩৮৫২ , ই-মেইলঃ support@samaharsoft.net

আশা করি এই পোস্টটি আপনাকে দরকারী কিছু তথ্য দিয়েছি। পরবর্তী পোস্ট পাওয়ার জন্য সাথেই থাকুন…

হাই বাজেটে ভায়ো নতুন ল্যাপটপ

ভায়ো ল্যাপটপ সব সময় হাই বাজেটের ল্যাপটপ দিয়ে থাকে আমাদের মাঝে। ল্যাপটপগুলো বেশ মানসম্মত। এই ল্যাপটপটি এবার নতুন একটি ল্যাপটপ নিয়ে আসছে। সেই ল্যাপটপটি হচ্ছে ভায়ো জেড (২০২১)। এটি একটি ফিচারসম্পন্ন ল্যাপটপ হতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক এই ল্যাপটপটির স্পেসিফিকেশন।

চলুন এবার আলোচনা করা যাক এই ল্যাপটপটির স্পেসিফিকেশন নিয়েঃ

ভায়ো জেড (২০২১) ল্যাপটপটিতে দেওয়া হয়েছে ১৪ ইঞ্চি বিশিষ্ট ফুল এইচ ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ৩৮৪০X২১৬০ পিক্সেল। এই ল্যাপটপটির ওজন হবে মাত্র ১.০৬ কেজি এবং এর আয়তন হবে ৩২০.০X২২০.৮X১২.২ মিলিমিটার। এই ল্যাপটপটির সাথে দেওয়া হবে কোয়াড কোর আই ৭ ১১ জেনারেশন প্রসেসর যার সাথে দেওয়া হবে ৩২ জিবি র‍্যাম ও ২ টিবি এর এস এস ডি। উক্ত ল্যাপটপটির গ্রাফিক্স দেওয়া হয়েছে ইন্টেল আইরিস এক্স ই গ্রাফিক্স। ক্লক স্পীড দেওয়া হয়েছে এখানে ৩.৩ গিগাহার্জ। এই ল্যাপটপটির সাথে দেওয়া হয়েছে ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.১, ২.০ পোর্ট, হেডফোন জ্যাক ৩.৫ মিলিমিটার, ইউ এস বি টাইপ এ পোর্ট ৩.২ এর সুবিধা। এই ল্যাপটপটিতে আরো দেওয়া হয়েছে ২.০ মেগাপিক্সেল এর হ্যালো ওয়েব ক্যামেরা, ব্যাকলাইট কীবোর্ড সহ যাবতীয় সুবিধা। ভায়ো জেড (২০২১) ল্যাপটপটির সাথে দেওয়া হয়েছে ৫৩ ডব্লিউ এইচ আর এর ব্যাটারি যার ব্যাকআপ দিবে অতুলনীয়। উক্ত ব্যাটারিতে ১০ ঘন্টার ও বেশি সময় ব্যাকআপ দিবে। গেমিং সহ সবরকম সুযোগ সুবিধা পাওয়া যাবে এই ল্যাপটপ থেকে। ল্যাপটপটি আমার কাছে খুব ভাল লেগেছে।

ভায়ো জেড (২০২১) ল্যাপটপ এর মূল্যঃ

এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের মূল্য অনুযায়ী ৪,০৯,১২০ টাকা।

ইংরেজিতে অনার্স পড়ার ভবিষ্যৎ কি?

ইংরেজিতে অনার্স পড়াকালীন কিংবা পড়তে ইচ্ছুক শিক্ষার্থীর কোটি টাকার প্রশ্ন হলে, ইংরেজিতে অনার্স পড়ার ভবিষ্যৎ কি? বাংলাদেশে অনার্স পড়ার জন্য বিষয়ের কমতি নেই। সাইন্স, কমার্স, আর্টস আর তার মধ্যে আবার আলাদা আলাদা সাবজেক্ট সহ আরও কত কি।

যার যে বিষয় পছন্দ সে ওই বিষয় নিয়ে অনার্স করে। বেশিরভাগ আর্টসের ছাত্র-ছাত্রী ইংরেজি নিয়ে অনার্স করতে পছন্দ করে। এত বিষয় থাকতে কেন ইংরেজি নিয়ে অনার্স করা? ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা এবং এখনকার যুগে ইংরেজি পুরো পৃথিবীর সঙ্গে যোগাযোগ করার ভাষা হয়ে দাঁড়িয়েছে।

ইংরেজি ছাড়া এখন কোন কর্ম ক্ষেত্রে উন্নতি করা সম্ভব নয়। ইংরেজিতে অনার্স করলে বিভিন্ন বিষয় সম্পর্কে জানা যায়। যা ভবিষ্যতে ছাত্র-ছাত্রীদের অনেক সাহায্য করতে পারে। তাই, ইংরেজি নিয়ে অনার্স পড়া।

ইংরেজি অনার্স পড়তে চাইলে আপনাকে ইংরেজি ভাষা ও সাহিত্যে আগ্রহী থাকতে হবে। আপনি যদি ইংরেজি ভাষার প্রতি আগ্রহ না থাকে তাহলে, ইংরেজিতে অনার্স করা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। যাইহোক আজকের এই লেখায় আমরা জানবো, ইংরেজিতে অনার্স পড়ার ভবিষ্যৎ কি?

ইংরেজি অনার্স করার সময় কি পড়ানো হয়? 

ইংরেজিতে অনার্স পড়ার ভবিষ্যৎ কি জানার আগে জানতে হবে, ইংরেজি অনার্স করার সময় কি বিষয়ে পড়াশোনা করতে হয়। ইংরেজি বিভাগে সর্বপ্রথম ভাষা এবং সাহিত্যের উপর গুরুত্ব দেওয়া হয়। এই কারণেই ভূমিকাতে বলেছিলাম ইংরেজি ভাষা ও সাহিত্যে আগ্রহী থাকতে হবে। তবে, ভাষা-সাহিত্য সহ আরো অনেক বিষয় পড়ানো হয় ইংরেজি বিভাগে।

ইংরেজি অনার্সে যেসব বিষয় পড়ানো হয়:

  • Poetry, story, novels, plays, and linguistics 
  • Theory
  • Principles and methods of teaching literature
  • English language (writing, reading, and speaking)
  • Bangla literature
  • History
  • Philosophy
  • Anthropology
  • Cultural studies
  • Sexual Politics
  • Media and film

অনার্সে পড়ার পাশাপাশি ইংরেজি কি কি স্কিল (skill) অর্জন করতে হবে? 

ইংরেজিতে অনার্স পড়ার ভবিষ্যৎ কি, এটা অনেকটা নির্ভর করে ইংরেজিতে অনার্স করার পাশাপাশি কি কি স্কিল অর্জন করেছেন। বর্তমান যুগে, চাকরি করার সময় প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আরো অনেক অ্যাডিশনাল স্কিল এর প্রয়োজন হয়।

ইংরেজিতে অনার্স পড়ার পাশাপাশি আরো অনেক স্কিল অর্জন করা উচিত। কারণ, ভবিষ্যতে ভালো ক্যারিয়ার গড়ার জন্য অ্যাডিশনাল স্কিলস অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। অ্যাডিশনাল স্কিল যা আপনি অনার্স এর পাশাপাশি অর্জন করতে পারবেন।

১. Public speaking and presentation skills

কর্মক্ষেত্রে এখন প্রায় সবসময়ই পাবলিক স্পিকিং এবং প্রেজেন্টেশনের প্রয়োজন হয়। পাবলিক স্পিকিং করার মানে হলো, মানুষের সামনে নির্ভয় কথা বলার যোগ্যতা এবং প্রেজেন্টেশন হলো মানুষের সামনে নিজের মত করে বিভিন্ন বিষয় বুঝিয়ে বলা। বর্তমান যুগে, এই পাবলিক স্পিকিং এবং প্রেজেন্টেশন স্কিল ছাড়া চাকরি পাওয়া সম্ভব হয় না।

পাবলিক স্পিকিং এবং প্রেজেন্টেশন স্কিলস শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজেই শিখে নেওয়া যায়। এখনকার ইন্টারনেটের যুগে সব কিছু শেখায় সহজ। প্রতিদিন মাত্র ১ ঘন্টা ইন্টারনেট দেখে পাবলিক স্পিকিং এবং প্রেজেন্টেশন স্কিল চর্চা করা সম্ভব।

২. Translation

Translation অর্থাৎ অনুবাদ। বাংলা থেকে ইংরেজি অনুবাদ এবং ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে শেখা অনেক অনেক প্রয়োজনীয় একটি স্কিল। ইংরেজি বিষয়ে দক্ষতা চাইলে আপনাকে ট্রান্সলেশন করা শিখতে হবে।

এখন আপনি ভাবতে পারেন যে এখন তো, Google translate ব্যবহার করে খুব সহজে অনুবাদ করা যায় তাহলে, কেন কষ্ট করে অনুবাদ করা শিখতে হবে? অনেক সময় Google translate ঠিকমতো অনুবাদ করতে পারেনা। তখন আপনি যদি অনুবাদ করতে না পারেন, আপনার কাজ করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। তাই, ট্রানসলেশন স্কিলস থাকা ভালো।

৩. IELTS (International English Language Testing System)

অনার্সে পড়াশোনার পাশাপাশি এই কোর্সটি করা উচিত।‌ আপনি ইংরেজি ভাষায় কত বেশি দক্ষ তা এই কোর্সের মাধ্যমে জানতে পারবেন। IELTS এ‌ আপনাকে সর্বনিম্ন ৬ স্কোর করতে হবে পাস করার জন্য। IELTS মূলত চারটি বিষয়ে গুরুত্ব দেয়,

  • Listening
  • Writing
  • Reading
  • Speaking

IELTS এ ৭ থেকে ৯ স্কোর করতে পারলে আপনি ইংরেজিতে এক্সপার্ট হিসেবে বিবেচিত হবেন। ভবিষ্যতে যদি কেউ বিদেশে স্কলারশিপ বা সেটেল হতে চায় তাহলে, এই IELTS স্কোর অনেক সাহায্য করতে পারে।

৪. Computer Skills

শিক্ষার পাশাপাশি এখন কম্পিউটার স্কিল ও প্রয়োজন হয়। বর্তমান যুগ টেকনোলজির যুগ এবং এই যুগে পড়াশোনা করার জন্য কম্পিউটারের অনেক প্রয়োজন হয়, তাই এই যুগে Basic Computer Skills থাকা অনেক প্রয়োজনীয়।

যেসব স্কিল আপনাকে শিখতে হবে,

  • Microsoft Word
  • Microsoft Excel
  • Microsoft PowerPoint
  • PDF formation
  • Basic Graphic Design
  • Basic Video editing
  • Fast typing

অতএব, অনার্সে পড়াশোনার পাশাপাশি এসব স্কিল আপনাকে শিখতে হবে ভবিষ্যতে ভালো ক্যারিয়ার করার জন্য।

ইংরেজিতে অনার্স পড়ার ভবিষ্যৎ কি

কোন কোন সেক্টরে জব পাওয়া যাবে?

ইংরেজিতে অনার্স পড়া শুরু করার পর অনেকেই প্রশ্ন থাকে, ইংরেজিতে অনার্স পড়ার ভবিষ্যৎ কি? এখন সব চাকরির ক্ষেত্রে ইংরেজি প্রয়োজন হয় কিন্তু, ইংরেজি অনার্স করে অল্প কিছু সেক্টরে কাজ করা সম্ভব।

যেসব সেক্টরে ইংরেজি অনার্স পড়ে জব পাওয়া সম্ভব তা হলো:

১. বিসিএস

বাংলাদেশের সবচেয়ে বড় সরকারী চাকরি হলো বিসিএস। ইংরেজি পড়ে আপনি ১৪ সাধারণ, ১টা প্রফেশনাল, ১টি টেকনিক্যাল ক্যাডার আবেদন করার সুযোগ পাবেন। আপনার যদি প্রথম শ্রেনীর সরকারী কর্মকর্তা হওয়ার স্বপ্ন থাকে তাহলে, প্রথম বর্ষ থেকে বিসিএস প্রস্তুতি নেওয়া শুরু করে দিন।

২. বেসরকারি চাকরি

ইংরেজিতে অনার্স করার পর চাকরির আরেকটি সেক্টর হলে বেসরকারি চাকরি। কর্পোরেট থেকে শুরু করে ব্যাংকিং সকল সেক্টরে ইংরেজি বিভাগ থেকে অনার্স করার পর চাকরি করা সম্ভব।

৩. শিক্ষকতা

ইংরেজিতে অনার্স করার পর টিচিং প্রফেশন হিসেবে নেওয়া যেতে পারে। স্কুল বা কলেজের টিচার হিসেবে আপনি আপনার চাকরি জীবন শুরু করতে পারেন। ইংরেজি পড়ানোর জন্য প্রায় সব স্কুল বা কলেজে এমন টিচার খুঁজে হয়, যারা ইংরেজিতে অনার্স করেছে। কারণ, তাদের ইংরেজি ভাষার ওপর দক্ষতা থাকে।

এছাড়া, প্রাইভেট টিউশনি কিংবা কোচিং সেন্টারে ইংরেজি পড়ানোর মাধ্যমেও আপনি আয়-রোজগার করতে পারবেন। ‌

৩. কনটেন্ট রাইটিং

কনটেন্ট রাইটিং করার জন্য, ইংরেজি অনার্স করা ছাত্র-ছাত্রীদের খোঁজা হয়। বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটে কনটেন্ট রাইটার এর প্রয়োজন হয় এবং তারা এমন ব্যক্তি খুঁজে যারা ইংরেজিতে এক্সপার্ট। ইংরেজিতে অনার্স করার পাশাপাশি আপনার যদি রাইটিং স্কিল ভালো থাকে তাহলে আপনি খুব সহজে কনটেন্ট রাইটিং চাকরি করতে পারবেন।

৪. দোভাষী চাকরি

বিভিন্ন সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান, গার্মেন্টস, টেক্সটাইল ও কন্সট্রাকশন কোম্পানি, দূতাবাস, ফাইভ স্টার হোটেল, এনজিও, আন্তর্জাতিক সংস্থা, ভ্রমন গাইড ইত্যাদি জায়গাতে দোভাষী হিসাবে চাকরির সুযোগ থাকে।

এই ধরণের চাকরির বেতন: ৪০,০০০ থেকে ৮০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

৫. মার্কেটিং এবং এডভার্টাইজিং

এখন মার্কেটিং এবং এডভার্টাইজিং সবই ইংরেজিতে করা হয়। কারণ, মানুষ বাংলা ভাষা থেকে ইংরেজি ভাষাকে সহজ বলে মনে করে। আপনি যদি ইংরেজিতে এক্সপার্ট হন তাহলে, আপনি মার্কেটিং এন্ড এডভার্টাইজিং খুব ভালো করে করতে পারবেন। মার্কেটিং ও এডভারটাইজিং করার জন্য আপনার পাবলিক স্পিকিং এন্ড প্রেজেন্টেশন স্কিল ভালো থাকতে হবে।

৬. পাবলিক রিলেশন ম্যানেজমেন্ট

বর্তমানে পাবলিক রিলেশন ম্যানেজমেন্ট জবের অনেক ডিমান্ড। আর এই জব করার জন্য ইংরেজিতে যে ব্যক্তি দক্ষ সেই ব্যক্তিকে নেওয়া হয়। পাবলিক রিলেশন ম্যানেজমেন্ট করার জন্য আপনাকে ইংরেজিতে পারদর্শী হতে হবে। আপনার কথা মানুষকে বুঝিয়ে বলতে হবে। সে কারণে আপনার ইংরেজি স্পিকিং ভালো হতে হবে।

৭. সোশ্যাল মিডিয়া মার্কেটিং

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অনেক মানুষই এখন সোশ্যাল মিডিয়ায় ব্যবসা করে থাকে এবং এই ব্যবসা ম্যানেজ করার জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজার প্রয়োজন হয়।

যারা ইংরেজিতে দক্ষ তাদেরকে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ দেওয়া হয়। কারণ, সোশ্যাল মিডিয়ায় প্রোডাক্ট ইনফর্মেশন এবং অন্যান্য বিষয় ইংরেজিতে দেওয়া হয়। সুতরাং, আপনি যদি ইংরেজিতে দক্ষ হন তাহলে, এই কাজটি করতে পারেন।

৮. ইভেন্ট ম্যানেজমেন্ট

ইভেন্ট ম্যানেজমেন্ট করার জন্য সচরাচর এমন ব্যক্তি খোঁজা হয় যারা খুব ভালো ইংরেজি বলতে পারে। ইভেন্ট ম্যানেজার জন্য অনেক সময় ক্লায়েন্টদের বুঝাতে হয় বিভিন্ন জিনিসের ব্যাপারে এবং সেই জন্য ইংরেজির প্রয়োজন পড়ে।

যারা ইংরেজিতে দক্ষ তাদেরকে এই কাজে নিয়োগ করা হয়। ইভেন্ট ম্যানেজমেন্ট করার জন্য আপনার অ্যাডিশনাল স্কিল হিসেবে প্রেজেন্টেশন স্কিলস থাকতে হবে এবং পাবলিক স্পিকিং স্কিল থাকতে হবে।

চাকরি ছাড়া আর কি কি উপায়ে টাকা ইনকাম করা যাবে? 

ধরুন আপনি ইংরেজিতে অনার্স করলেন। কিন্তু, আপনি চাকরি পাচ্ছেন না, বা করতে চান না। তাহলে, আপনি কি করবেন? চাকরি ছাড়া আরো অনেক উপায় ইংরেজি অনার্স করার পর টাকা ইনকাম করা সম্ভব। আপনি ঘরে বসে খুব সহজে টাকা উপার্জন করতে পারবেন।

ইংরেজিতে অনার্স পড়ার ভবিষ্যৎ কি? এই প্রশ্নের সবচেয়ে সুন্দর উত্তর হলো, আপনি আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং করার মাধ্যমে ঘরে বসে টাকা উপার্জন করতে পারবেন।

চাকরি ছাড়া যেসব কাজ করে টাকা ইনকাম করা সম্ভব ইংরেজি অনার্স করে, 

  • Freelancing (Freelancer app, Fiverr app, Upward app, etc.)
  • English home tutor
  • Online English Course 
  • Blog Writing
  • Video editing
  • Part-time content writer
  • Book Writing (Author)
  • Language Translation
  • Online Consultation
  • YouTube Content Maker
  • Social Media Marketing

অতএব, চাকরি না করতে চাইলে আপনি খুব সহজে এই কাজ গুলো করতে পারবেন এবং এই কাজগুলো করতে বেশি শ্রম বা সময়ের প্রয়োজন হয় না।

ইংরেজিতে অনার্স করার যোগ্যতা?

সাইন্স, আর্টস কিংবা কমার্স যেকোন বিষয়ে SSC ও HSC বা সমমানের পরীক্ষায় পাশ করে অনার্সে ভর্তি হওয়া যায়। তবে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিছু বাধ্যবাধকতা এবং ভর্তি পরীক্ষা থাকে।

পরিশেষে

সুতরাং, অনার্স করার জন্য ইংরেজি খুব ভালো একটি বিষয় এবং কাজের অনেক সুযোগ রয়েছে। বর্তমানে পুরো পৃথিবীতে ইংরেজি ছাড়া যোগাযোগ করা অসম্ভব তাই ইংরেজি বিষয়ে পড়াশোনা করা এবং জানা অনেক জরুরী। আশাকরি ইংরেজিতে অনার্স পড়ার ভবিষ্যৎ কি? এই নিয়ে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন।

Cart
Your cart is currently empty.