প্রেম সুধা- শিশির আহাম্মেদ খান

প্রেম সুধা
শিশির আহাম্মেদ খান

হতাশা আর দীর্ঘ শ্বাস
তোমার উচ্ছ্বাসে আমার কারাবাস ,
সব কিছুই নীয়তির অবকাশ
তুমি নেই, তাই এ জীবন খেয়ায় সর্বনাশ।

মনের পৃথিবী আজ আধাঁরে ঢাকা
মিথ্যে আশ্বাসে বেঁচে থাকা,
স্বপ্ন গুলো আজ মেঘে ঢাকা !
তুমি নেই তাই, জীবনের সব আয়োজন ফাঁকা।

বেদনার পরশ ভোলা
রূপালি দিন গুলো সব পথ ভোলা ,
বাঁধন ছিড়ে উড়ল ঘুরি নাটাই ছাড়া
এইত বেশ ভালোই আছি তুমি ছাড়া ।

কষ্ট নামের সোনার হরিণ
মন গহীনে করে খেলা ,
প্রেম গাঙ্গের সুধা নিয়ে
দিলে গো এ কেমন জ্বালা ।

লেখার সময় কাল – ২৩\০২\২০১১

 

মায়ের মূল্য – শিশির আহাম্মেদ খান

মায়ের মূল্য
শিশির আহাম্মেদ খান

মা বড় ধন রক্তের বাঁধন
ধরণীর বুকে ;
যতই জঘন্য হও তুমি সকলের মাঝে ,
পুষ্পতুল্য পবিত্র তবু তুমি মায়ের কাছে।

সন্তান যতই আগ্নেগিরি গড়োক মায়ের বুকে !
তবুও কেন সন্তানের মঙ্গল হোক
এই কামনা জপে নিজ মনে ।

জানিনা সষ্টার এ কেমন খেলা
মা যেন এক দয়ার সাগরে
ভেসে চলা ভালবাসার ভেলা ।

যতই রচিত হোক না ভালবাসার স্মৃতি কথা
তবু বলিব, বিধাতার পরে দুনিয়ার উপরে
মায়ের ভালবাসার কাছে সব কিছুই বৃথা ।

দোলক বোলক আসমান বেদীয়া
খোদার আরশে উঠেছে ছেদীয়া,
তবু সন্তানের প্রতি ভালবাসা হয় নাক ম্লান।

তার পদতলে নারী জাতির সম্মান !
এত আমার কথা নয়,
বলেছেন আল্লাহ মহান।

যতই আসুক বাধা বিজয়ের পথে
মায়ের প্রার্থনা আছে তোমার সাথে ,
মার মতন এত আপন জন
নেই আর এ দুনিয়াতে ।

২৬\৩\২০১১

রিসেলার একাউন্ট একদম ফ্রি!

রিসেলার একাউন্ট একদম ফ্রি!

সমাহার ডট নেট ডিজিটাল ও ট্রেডিশনাল পদ্ধতির সমন্বয়ে ব্যবসা পরিচালনা করে আসছে ২০১৫ সাল থেকে। সবার জন্যে যেমন রয়েছে কাজ করার সুযোগ তেমনি রয়েছে কাজের স্বাধীনতাও।

প্রতিমাসে পণ্য সামগ্রী ও সেবা সমূহের বিক্রির বিপরীতে রয়েছে বিভিন্ন পরিমান কমিশন ও সুবিধাঃ

ফ্রিজের সংখ্যা —————— কমিশন
১-৪৯ ——————————— ৮%
৫০ – ৯৯ —————————– ৯%
১০০- ৪৯৯ ————————– ১০%
৫০০০ – ৯৯৯ ———————— ১১%
১০০০+ ——————————– ১২%

ডোমেইন + হোস্টিং ————— কমিশন
১-৪৯ ———————————— ১০%
৫০ – ৯৯ ——————————– ১১%
১০০+ ———————————– ১২%

ওয়েবসাইট, সফটওয়্যার ও অ্যাপ — কমিশন
১-১৯ ———————————————– ১০%
২০ – ৪৯ ——————————————- ১১%
৫০+ ————————————————- ১২%

আরো বিস্তারিত জানতে রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন।

অজপাড়া গাঁয়- শিশির আহাম্মেদ খান

অজপাড়া গাঁয়
শিশির আহাম্মেদ খান

নিরবতার বাঁধ ভেঙ্গে ঐ দিগন্ত হাসায়
বিকেলের ঝলমলে রোদ ছড়িয়ে পড়ে
রূপ ঠাকুরের গাঁয় !
আকাশ দাঁড়িয়ে দেখ ঐ পাহাড় সীমায় ।

মেঘের আড়ালে যখন সূর্য লুকায়,
উদিত হয় ধনু পূব আকাশ সীমায় !
রাখাল গরু নিয়ে ঘরে ফিরে যায় ,
ক্লান্ত শান্ত কৃষকেরা কাজের সমাপ্তি ঘটায়।

কৃষাণ বধুয়া বসে একে একে গল্প শোনায়
আর নিজেদের ব্যস্ত রাখে উকুন আনায়,
বৃদ্ধা দাদী বসে দাওয়ায়,
ভাঙ্গা মুখে সে পান চিবায়।

কিশোর- কিশোরীরা মেতে ওঠে মজার খেলায়
নৌকার পাল উঠায়ে গান ধরে মাঝি ভাঙ্গা গলায় ,
সেই গান যেন অচেনা আবেগ ছড়ায় !
সূর্য টা তখনি সাগরে লুকায়।

গোধূলির আকাশ পানে দ্বীপ ছড়ায়,
শান্তির দেবতা নেমে আসে এই অজপাড়া গাঁয়।

লিখার সময় কাল =16 / 07/ 2007 # ১ লা শ্রাবণ ১৪১৪

টুনটুনি-শিশির আহাম্মেদ খান

টুনটুনি
শিশির আহাম্মেদ খান

ছোট্ট পাখি টুনটুনি
ডাকছি আমি একটু কথা শুনিছ ।
চুপটি করে পাতার ফাকে
লুকিয়ে কেন থাকিস ?

আমার চোখের আড়াল হয়ে
মিষ্টি সুরে তুই কি আমায় ডাকিস?

কেন রে তুই, পাতার ফাঁকে ,
উকি মেরে আমায় তবে দেখিস ?

ছোট্ট পাখি দেখছি তোকে
সবুজ পাতার উল্টো পিঠে,
কেমনে বাসা বুনিস ?

কাজের ফাঁকে আমার কথা ও
একটু করে ভাবিস,
টুনটুনিয়ে মাঝে মাঝে
আমায় করিস কুর্নিশ।

আমি যে এক ইচ্ছে রাজা
সেই কথা একটু মানিছ ।

{4/8/2016,22/4/2020}

ব্যবসায়িদের জন্য জামানত বিহীন সহজ লভ্য ক্ষুদ্র ও মাঝারি ঋণ।

ব্যবসায়িদের জন্য জামানত বিহীন সহজ লভ্য ক্ষুদ্র ও মাঝারি ঋণ।

ক্ষুদ্র ও মাঝারি ঋণ প্রয়োজন হলে যোগাযোগ করুন সমাহার ডট নেটের রিসেলার ও সেলার সেন্টারে।

সমাহার ডট নেট নিয়ে এলো ১০০% পর্যন্ত ক্যাশব্যাক অফার।

সমাহার ডট নেট নিয়ে এলো ১০০% পর্যন্ত ক্যাশব্যাক অফার।

সমাহার ডট নেট এর সকল পণ্য সামগ্রী ও সেবায় এখন পাচ্ছেন ১০০% পর্যন্ত ক্যাশব্যাক। অফারটি চলবে ২৬ মার্চ, ২০২১ ইং পর্যন্ত।
আজই আপনার পণ্য সামগ্রী ও সেবা সমূহ অর্ডারের জন্যে রিসেলার, সেলার সেন্টারে যোগাযোগ করুন। রিসেলার বা সেলার সেন্টারের ঠিকানা জানতে কল করুনঃ 01711113852

বাংলাদেশের সকল রিসেলার এবং সেলার সেন্টারে পাওয়া যাবে।

অফারের শর্তসমূহ:

  • এই অফারটি সকল ল্যাপটপ, ডেস্কটপ, অল ইন ওয়ান পিসি এবং কম্পিউটার এক্সেসরিজের ক্ষেত্রে প্রযোজ্য।
  • ক্যাশব্যাক অফারটি নগদ মূল্য ও কিস্তি সুবিধা উভয় ক্ষেত্রে প্রযোজ্য।
  • অফারটি সকল সেলার সেন্টারে ও অনুমোদিত ডিলার পয়েন্ট থেকে উপভোগ করা যাবে।
  • সুনির্দিষ্ট ক্যাশব্যাকের পরিমাণ গ্রাহকের ক্রয়কৃত পণ্যের মূল্যের উপর সিস্টেমের মাধ্যমে নির্ধারিত হারে প্রযোজ্য হবে।
  • নগদ মূল্যে পণ্য কেনার সময় গ্রাহকগণ নির্ধারিত ক্যাশব্যাকের টাকা সরাসরি সমাহার ডট নেটের তার নিজের একাউন্টে পেয়ে যাবেন।
  • কিস্তি সুবিধায় পণ্য কেনার সময় গ্রাহককে বাধ্যতামূলকভাবে অন্তত ৫০% ডাউন পেমেন্ট প্রদান করতে হবে। ক্যাশব্যাকের পরিমাণ কিস্তির টাকার সাথে ১০% হারে সমন্বয় করা হবে। ক্যাশব্যাক অফারটি পেতে ডাউন পেমেন্ট অবশ্যই ক্যাশ পরিশোধ করতে হবে।
  • ল্যাপটপের গ্রাহকগণ এই অফারে সর্বনিম্ন ১,৮৮৪ টাকা থেকে সর্বোচ্চ ১,৬৮,৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার উপভোগ করতে পারবেন।
  • অনুরূপভাবে সকল ডেস্কটপ, অল ইন ওয়ান ও এক্সেসরিজের ক্ষেত্রে গ্রাহকগণ তাদের ক্রয়কৃত পণ্যে সর্বোচ্চ ১০০% পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
  • একজন গ্রাহক এই ক্যাম্পেইনে যতবার ইচ্ছা অফার উপভোগ করতে পারবেন।
  • পণ্য কেনার নিবন্ধনে কোনো তথ্য বিশেষত মোবাইল নাম্বার ভুল প্রদান করা হলে সেক্ষেত্রে গ্রাহকের ক্যাশব্যাক বাতিল বলে গণ্য করা হবে।
  • বিকাশ, কার্ড, রকেট, নেক্সাসপে অথবা অন্য কোনো মাধ্যমে টাকা পরিশোধ করলে অফারটি প্রযোজ্য হবে না।
  • ক্রেডিট কার্ডে EMI সুবিধায় পণ্য কিনলে ক্যাশব্যাক অফারটি প্রযোজ্য হবে না।
  • জোনাকি মিডিয়া গ্রুপের কর্মকর্তার রেফারেন্সে অথবা পে-রোল এর বিপরীতে কেনা পণ্যের ক্ষেত্রে ক্যাশব্যাক অফারটি প্রযোজ্য নয়।
  • স্পেশাল ক্যাটাগরিতে বিশেষ কোনো অফারের বিপরীতে কেনা পণ্যের ক্ষেত্রে অফারটি প্রযোজ্য নয়।
  • এই ক্যাম্পেইনের সর্বস্বত্ব সমাহার ডট নেট কর্তৃক সংরক্ষিত।

অফার সংক্রান্ত যেকোনো তথ্য জানতে কল করুন আমাদের হেল্পলাইন নম্বর ০১৭১১১১৩৮৫২ -এ প্রতিদিন সকাল ৮টা – রাত ১০টা পর্যন্ত।

সাফা-মারওয়া জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও সমাহার ডট নেট-এর মাঝে ব্যবসায়িক সমঝোতা চুক্তি সম্পন্ন।

সাফা-মারওয়া জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও সমাহার ডট নেট একসাথে মিলে এই খাতের উন্নয়নে জনসাধারণ, রিসেলার ও সেলার সেন্টারের পরিচালকদের জন্য বিভিন্ন ধরনের ওয়ার্কশপ ও সেমিনার করার ব্যাপারে একমত হন। এছাড়াও তারা সমাহার ডট নেটে যে সকল নারী রিসেলার রয়েছেন তাদের বিশেষ ডিসকাউন্ট দেয়ার পাশাপাশি, ফ্রি ক্যাম্পেইনে চিকিৎসা সেবা দেওয়ার আশ্বাস দেন।

যদি তুমি -শিশির আহম্মেদ খান

যদি তুমি
শিশির আহম্মেদ খান

যদি তুমি বল চাঁদ এনে দিতে
আকাশ হতে পেরে
দিঘির জলে তার
ছায়া দেখাব
তোমায় শান্তনা দেব  বলে।

যদি তুমি অভিমান কর
কারণে অকারণে
মিষ্টি প্রেমের গল্প শোনাব
তোমার মান ভাঙ্গাব বলে।

যদি তুমি উড়তে চাও
শুভ্র মেঘের ডানায়
স্বপ্নলোকের হাতছানি দিয়ে
উড়াব তোমায় ভাবনার আকাশ সিমায়।

যদি তুমি ভিজতে বল
শ্রাবন মেঘের দিনে
পদ্ম হয়ে ফুটব তবে
দিঘির জলের তরে।

যদি তুমি দ্বীপ হও
আমার আঁধার ঘরে
আমি তোমার সঙ্গি হব
সারা জনম ধরে

ভাল থেক সুলতানা -শিশির আহাম্মেদ খান

ভাল থেক সুলতানা
শিশির আহাম্মেদ খান

ভালো থেক সুলতানা
সূখে থেক চিরদিন
স্বপ্ন বুনা চাদর ঝরিয়ে
থেক তুমি ভাবনাহীন।

কত কথা মনে আজ
স্মৃতি হয়ে আছে,
কত দিন কত পথ
তুমি ছিলে পাশে।

চোখে চোখে হাতছানি
ভালবাসায় মুখর প্রতি ক্ষণে,
আজ কেন সুলতানা
কাদঁ তুমি একাকী খুব গোপনে !

হলদে রংঙ্গের গাঁ -শিশির আহাম্মেদ খান

হলদে রংঙ্গের গাঁ
শিশির আহাম্মেদ খান

আজকে চল যাই ছুটে
নীল আকাশে সাদা মেঘের পিছু
অচেনা কোন গায়ের পথে
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামুক পিছু ।

হলদে রংঙ্গের রোদ গুলো যখন
হলদে গাঁয়ে আসে !
হলুদ রাঙ্গা সোনালু ফুলে
সবাই মিষ্টি হাসি হাসে।

কাঁঠাল গাছের ডালের ফাঁকে
ইষ্টিকুটুম মিষ্টি সুরে ডাকে ,
শাপলা -শালুক ফুটছে দেখ
জামরি বিলের বাঁকে ।

গাঁয়ের মাথায় সিধুর মেখে
আকাশ যেথায় নামে
সেখান থেকে বাদুড় গুলো
উড়ছে দেখ সবে !

এত কিছু বলার পরে
থাকল সবী বাকি ,
এত সুন্দর গাঁয়ের স্মৃতি
কেমনে ভুলে থাকি !

Cart
Your cart is currently empty.