ইশারায় আবেদন

শিশির আহাম্মেদ খান

তুমি কি আমার কবিতা হবে ?
ভালোবাসার কিছু ছন্দমালা !
আবেগ রাঙা কোন ভোর হবে
কোন এক শরৎ দিনের শিউলি তলা।

স্বপ্ন পরী:না গো না আমি শুধু আমার আমি !

তুমি কি আমার তুমি হবে ?
কল্পলোকের স্বপ্ন দেখা !
তুমি কি আমার আকাশে ভাসবে,
হয়ে শুভ্র মেঘের ভেলা ?
না থাকব বসে তোমায় ছাড়া,
আমি একা একা !

স্বপ্ন পরী:না গো না আমি শুধু আমার আমি !

তুমি কি রৌদ হবে হলদে রংঙ্গের দুপুর ,
রিনিকি ঝিনিকি শব্দে বাঝুক তোমার পায়ের নুপুর ।
বাজুক বাঁশি কদম তলে ,মন হারানোর সূর
তুমি আমি মিলব দুজন ,আনব ডেকে ভালবাসার রৌদ্দুর ।

স্বপ্ন পরী :না গো না আমি শুধু আমার আমি !

তুমি কি আমার বিকেল হবে মেঘলা দিনের
বারান্দায় হাঁটাহাটি করে কাটাব সময়
চায়ের কাপে চুমুকে চুমুকে ,
কত ইচ্ছের হাতছানি সেথায়
থাকবে দু জনার সমুখে ।

স্বপ্ন পরী :না গো না আমি শুধু আমার আমি !

তুমি কি আমার পৌষের রাতে উষ্ণ কাঁথা হবে ?
হাজারো ভালবাসার মিষ্টি আলিঙ্গন ,
তোমার উচ্ছাসে সাজাব আমার এই ভুবন!
তুমি আমি ,আমি তুমি মিলে মিশে
হয়ে ঝাব আপন জন।

স্বপ্ন পরী :না গো না আমি শুধু আমার আমি !

তাই আমি উদাস হয়ে ভাবি
তুমি দূর আকাশের চাঁদ
আর আমি এই ধরার কবি।