সমাহার ডট নেট নিয়ে এলো ১০০% পর্যন্ত ক্যাশব্যাক অফার।

সমাহার ডট নেট নিয়ে এলো ১০০% পর্যন্ত ক্যাশব্যাক অফার।

সমাহার ডট নেট এর সকল পণ্য সামগ্রী ও সেবায় এখন পাচ্ছেন ১০০% পর্যন্ত ক্যাশব্যাক। অফারটি চলবে ২৬ মার্চ, ২০২১ ইং পর্যন্ত।
আজই আপনার পণ্য সামগ্রী ও সেবা সমূহ অর্ডারের জন্যে রিসেলার, সেলার সেন্টারে যোগাযোগ করুন। রিসেলার বা সেলার সেন্টারের ঠিকানা জানতে কল করুনঃ 01711113852

বাংলাদেশের সকল রিসেলার এবং সেলার সেন্টারে পাওয়া যাবে।

অফারের শর্তসমূহ:

  • এই অফারটি সকল ল্যাপটপ, ডেস্কটপ, অল ইন ওয়ান পিসি এবং কম্পিউটার এক্সেসরিজের ক্ষেত্রে প্রযোজ্য।
  • ক্যাশব্যাক অফারটি নগদ মূল্য ও কিস্তি সুবিধা উভয় ক্ষেত্রে প্রযোজ্য।
  • অফারটি সকল সেলার সেন্টারে ও অনুমোদিত ডিলার পয়েন্ট থেকে উপভোগ করা যাবে।
  • সুনির্দিষ্ট ক্যাশব্যাকের পরিমাণ গ্রাহকের ক্রয়কৃত পণ্যের মূল্যের উপর সিস্টেমের মাধ্যমে নির্ধারিত হারে প্রযোজ্য হবে।
  • নগদ মূল্যে পণ্য কেনার সময় গ্রাহকগণ নির্ধারিত ক্যাশব্যাকের টাকা সরাসরি সমাহার ডট নেটের তার নিজের একাউন্টে পেয়ে যাবেন।
  • কিস্তি সুবিধায় পণ্য কেনার সময় গ্রাহককে বাধ্যতামূলকভাবে অন্তত ৫০% ডাউন পেমেন্ট প্রদান করতে হবে। ক্যাশব্যাকের পরিমাণ কিস্তির টাকার সাথে ১০% হারে সমন্বয় করা হবে। ক্যাশব্যাক অফারটি পেতে ডাউন পেমেন্ট অবশ্যই ক্যাশ পরিশোধ করতে হবে।
  • ল্যাপটপের গ্রাহকগণ এই অফারে সর্বনিম্ন ১,৮৮৪ টাকা থেকে সর্বোচ্চ ১,৬৮,৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার উপভোগ করতে পারবেন।
  • অনুরূপভাবে সকল ডেস্কটপ, অল ইন ওয়ান ও এক্সেসরিজের ক্ষেত্রে গ্রাহকগণ তাদের ক্রয়কৃত পণ্যে সর্বোচ্চ ১০০% পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
  • একজন গ্রাহক এই ক্যাম্পেইনে যতবার ইচ্ছা অফার উপভোগ করতে পারবেন।
  • পণ্য কেনার নিবন্ধনে কোনো তথ্য বিশেষত মোবাইল নাম্বার ভুল প্রদান করা হলে সেক্ষেত্রে গ্রাহকের ক্যাশব্যাক বাতিল বলে গণ্য করা হবে।
  • বিকাশ, কার্ড, রকেট, নেক্সাসপে অথবা অন্য কোনো মাধ্যমে টাকা পরিশোধ করলে অফারটি প্রযোজ্য হবে না।
  • ক্রেডিট কার্ডে EMI সুবিধায় পণ্য কিনলে ক্যাশব্যাক অফারটি প্রযোজ্য হবে না।
  • জোনাকি মিডিয়া গ্রুপের কর্মকর্তার রেফারেন্সে অথবা পে-রোল এর বিপরীতে কেনা পণ্যের ক্ষেত্রে ক্যাশব্যাক অফারটি প্রযোজ্য নয়।
  • স্পেশাল ক্যাটাগরিতে বিশেষ কোনো অফারের বিপরীতে কেনা পণ্যের ক্ষেত্রে অফারটি প্রযোজ্য নয়।
  • এই ক্যাম্পেইনের সর্বস্বত্ব সমাহার ডট নেট কর্তৃক সংরক্ষিত।

অফার সংক্রান্ত যেকোনো তথ্য জানতে কল করুন আমাদের হেল্পলাইন নম্বর ০১৭১১১১৩৮৫২ -এ প্রতিদিন সকাল ৮টা – রাত ১০টা পর্যন্ত।

মার্সেল টিভিতে অদল বদল অফার

নিজস্ব প্রতিবেদকঃ
দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল ঘোষণা করেছে ‘টিভি অদল বদল অফার’। এর আওতায় গ্রাহকরা পুরাতন যে কোনো ব্র্র্যান্ডের সচল কিম্বা অচল সিআরটি, এলসিডি বা এলইডি টিভি বদলে কিনতে পারবেন মার্সেলের নতুন এলইডি, স্মার্ট এলইডি ও স্মার্ট ভয়েস কন্ট্রোল টিভি। সেইসঙ্গে থাকছে মার্সেল টিভি কিনে রেজিস্ট্রেশনের মাধ্যমে আকর্ষণীয় অঙ্কের ক্যাশব্যাক পাওয়ার সুযোগ।

টিভি ‘অদল বদল অফার’ এর আওতায় ক্রেতারা পুরোনো টিভি বদলে মার্সেলের নতুন টিভি ক্রয়ের ক্ষেত্রে সর্বনিম্ন ২ থেকে ৯ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন। এই সুবিধাটি ফেব্রুয়ারির ১০ তারিখ থেকে সারাদেশে কার্যকর হয়েছে।

এদিকে মার্সেলের ‘সেরা দামে সেরা টিভি’ ক্যাম্পেইন সিজন-২ এর আওতায় টিভি কিনে রেজিস্ট্রেশন করলে ক্রেতারা মডেলভেদে ২ হাজার ৯১০ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। এই সুবিধা থাকছে ফেব্রুয়ারির ২৯ তারিখ পর্যন্ত।

মার্সেল টিভির প্রোডাক্ট ম্যানেজার তানভীর মাহমুদ শুভ জানান, গ্রাহকরা পুরনো টিভি জমা দিয়ে মার্সেলের ২৪ হাজার ৯৯০ টাকা দামের বাংলা ভয়েস সার্চ অপশনযুক্ত ৮১৩ মিলিমিটার বা ৩২ ইঞ্চি স্মার্ট টিভি ২১ হাজার ৫’শ টাকায় কিনতে পারবেন। এছাড়া একই প্রযুক্তির ২৯ হাজার ৯’শ টাকা মূল্যের মার্সেলের ৯৯১ মিলিমিটার বা ৩৯ ইঞ্চি স্মার্ট টিভি ২৫ হাজার ৯’শ টাকায়, ৪৩ হাজার ৯’শ টাকা দামের ১.০৯ মিটার বা ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি ৩৮ হাজার ৯’শ টাকায় এবং ৯৯ হাজার ৯’শ টাকা দামের ১.৩৯ মি. বা ৫৫ ইঞ্চি বাংলা ভয়েস সার্চ অথবা ফোর-কে রেজ্যুলেশনের স্মার্ট টিভি ৯০ হাজার ৯’শ টাকায় কেনার সুযোগ রয়েছে।

বাংলা ভয়েস সার্চ টিভির পাশাপাশি ক্রেতারা পুরাতন টিভি বদলে মার্সেলের ‘এন্ড্রয়েড ৭’ অপারেটিং সিস্টেম সমৃদ্ধ ১৯ হাজার ৫’শ টাকা দামের ৩২ ইঞ্চি স্মার্ট টিভি ১৬ হাজার ৯’শ টাকায়; ২৭ হাজার ৯’শ টাকা দামের ৩৯ ইঞ্চি স্মার্ট টিভি ২৪ হাজার ৪’শ টাকায়; ৩১ হাজার ৯’শ টাকা মূল্যের ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি ২৮ হাজার ৪’শ টাকায় এবং ৯৯ হাজার ৯’শ টাকা দামের ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি কিনতে পারবেন ৯০ হাজার ৯’শ টাকায়।

টিভি অদল বদল অফারে ক্রেতারা পুরাতন টিভি বদলে মার্সেলের যে কোনো মডেলের এলইডি টিভি কেনার সুযোগ পাচ্ছেন। এক্ষেত্রে মার্সেলের ৫০৮ মিমি বা ২০ ইঞ্চি এলইডি টিভি ১০ হাজার ৯’শ টাকার পরিবর্তে ৮ হাজার ৯’শ টাকায়; ৬১০ মিমি বা ২৪ ইঞ্চি এলইডি ১১ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ৯ হাজার ৯’শ টাকায়; ৩২ ইঞ্চি এলইডি ১৫ হাজার ৮’শ টাকার পরিবর্তে ১৩ হাজার ৬’শ টাকায়; ৩৯ ইঞ্চি এলইডি ২৩ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ২০ হাজার ৪৯০ টাকায় এবং ৪৩ ইঞ্চি এলইডি টিভি ২৭ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ২৩ হাজার ৯৯০ টাকায় কেনা যাবে।

এদিকে ‘সেরা দামে সেরা টিভি’ ক্যাম্পেইনের আওতায় টিভি কিনে রেজিস্ট্রেশন করলে ২৪ ইঞ্চি এলইডি টিভি ৮ হাজার ৯৯০ টাকায়; ৩২ ইঞ্চির এলইডি ১১ হাজার ৯৯০ টাকায়, স্মার্ট ১৫ হাজার ৯৯০ টাকায় ও ১৫ হাজার ৯৯০ টাকায় বাংলা ভয়েস সার্চ স্মার্ট টিভি; ৩৯ ইঞ্চির এলইডি ১৫ হাজার ৯৯০ টাকায় ও স্মার্ট টিভি ২৩ হাজার ৯৯০ টাকায় এবং ৪৩ ইঞ্চির এলইডি ১৯ হাজার ৯৯০ টাকায় ও স্মার্ট টিভি ২৭ হাজার ৯৯০ টাকায় কেনার সুযোগ পেতে পারেন ক্রেতারা।

মার্সেলের হেড অব সেলস ড. সাখাওয়াৎ হোসেন বলেন, দেশেই নিজস্ব কারখানায় সর্বাধুনিক প্রযুক্তিতে আন্তর্জাতিকমানের এলইডি ও স্মার্ট টিভি তৈরি করছে মার্সেল। প্রযুক্তির এই সুফল দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে টেলিভিশন ক্রেতাদের টিভি অদল বদল, সেরা দামে সেরা টিভিসহ নানান সুবিধা দেয়া হয়েছে। এছাড়া টিভিতে ৬ মাসের রিপ্লেসমেন্টসহ টিভির প্যানেলে ৪ বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টির সুবিধা দিচ্ছে মার্সেল। এতসব সুবিধা পাওয়ায় স্থানীয় বাজারে মার্সেল টিভির গ্রাহকপ্রিয়তা বাড়ছে প্রতিনিয়ত।

মার্সেল টিভির চিফ এক্সিকিউটিভ অফিসার প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন বলেন, ক্রেতাদের হাতে সাশ্রয়ী দামে সর্বাধুনিক প্রযুক্তি, পরিবেশবান্ধব ও উন্নতমানের টিভি তুলে দিতে বদ্ধপরিকর। সেলক্ষ্যে টিভি গভেষণা ও উন্নয়ন বিভাগের প্রকৌশলীরা প্রতিনিয়ত টিভির মানোন্নয়নে কাজ করছেন। এরইমধ্যে মার্সেল স্মার্ট টিভিতে যুক্ত করা হয়েছে বাংলা ভয়েস সার্চ অপশন।
জানা গেছে, মার্সেল স্মার্ট ভয়েস সার্চ টিভির গ্রাহকদের ইউটিউব বা ব্রাউজারে বাংলায় পছন্দের কোনো কন্টেন্ট খুঁজতে টিভির রিমোর্ট দিয়ে আর টাইপ করতে হবে না। ‘হ্যালো মার্সেল’ বললেই চালু হয়ে যাবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (অও) ভয়েস রিসিভার। এরপর গ্রাহক পছন্দের বাংলা কন্টেন্টটি মুখে বললেই তা স্বয়ংক্রিয়ভাবে ইউটিউব অথবা ইন্টারনেট ব্রাউজারে চলে আসবে। শুধু বাংলাই নয়; ভয়েস কমান্ডের মাধ্যমে সার্চ করা যাবে ইংরেজি ও হিন্দি কন্টেন্ট।

উল্লেখ্য, গ্রাহক পর্যায়ে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা পৌঁছে দিতে মার্সেলের রয়েছে আইএসও স্ট্যান্ডার্ড সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টম। এর আওতায় সারাদেশে রয়েছে ৭৩ টি সার্ভিস সেন্টার। যেখানে কাজ করছেন আড়াই হাজারেরও বেশি সার্ভিস এক্সপার্টস।

SINGER সহজ কিস্তি!

স্বপ্ন হবে সত্যি এবার

আপনার ছোট ছোট স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য সিঙ্গার পাশে রয়েছে সর্বক্ষণ। সিঙ্গার আপনার পরিবারের প্রয়োজন ও বাজেটের কথা চিন্তা করে আপনার সামর্থ্য অনুযায়ী সহজ মাসিক কিস্তি প্রদানের সুবিধা দিয়ে থাকে। আপনার এবং আপনার পরিবারের জন্য প্রয়োজনীয় হোম অ্যাপ্লায়েন্স কিস্তিতে কিভাবে নিতে পারেন তা বিস্তারিত জানতে নিকটস্থ সিঙ্গার মেগা অথবা সিঙ্গার প্লাস শোরুমে যোগাযোগ করুন।

সন্তুষ্টির হাসি এক শতকেরও বেশি সময় ধরে

আমাদের মানসম্পন্ন পণ্যগুলি আপনাদের কাছে পৌঁছে দিতে বহু দশক আগে থেকেই সহজ কিস্তি সুবিধা চালু রয়েছে। আমাদের দেশের মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে সাহায্য করেছে সহজ কিস্তি সুবিধা। বেষ্ট কোয়ালিটি ও দামের মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটাতে আমরা দায়বদ্ধ।

কিস্তি সুবিধায় পণ্য কেনার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

  • এনআইডি কার্ডের ফটোকপি
  • ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
  • সর্বশেষ মাসের ইউটিলিটি বিলের (বিদ্যুৎ, পানি অথবা গ্যাস) কপি
  • সঠিক ভাবে পূরণ করা সিঙ্গারের দেওয়া চুক্তিপত্র
  • চুক্তিপত্রে ২ জন গ্যারান্টরকে স্বাক্ষর করতে হবে
  • কমপক্ষে ৩০% ডাউনপেমেন্ট হিসেবে প্রদান করতে হবে
  • ডাউনপেমেন্টের পরিমাণ যত বেশি হবে, মাসিক কিস্তির পরিমান সেই অনুপাতে কমে আসবে
  • ৬ মাসের মধ্যে সকল কিস্তি পরিশোধ করলে ০% ইন্টারেস্ট সুবিধা উপভোগ করতে পারবেন

বি. দ্রঃ শুধুমাত্র সিঙ্গার মেগা বা সিঙ্গার প্লাস শোরুমে সহজ কিস্তি সুবিধায় পণ্য কিনতে পারবেন।

ওয়ালটন ল্যাপটপ ইন্সট্যান্ট ক্যাশব্যাক অফার

নতুন বছরের আনন্দে সুপারব্র্যান্ড ওয়ালটন নিয়ে এলো ১০০% পর্যন্ত ক্যাশব্যাক অফার। এই অফারে ওয়ালটনের সকল ল্যাপটপ, ডেস্কটপ, অল ইন ওয়ান পিসি এবং কম্পিউটার এক্সেসরিজে পাচ্ছেন ১০০% পর্যন্ত ক্যাশব্যাক (শর্ত প্রযোজ্য)।
অফারটি চলবে ১ জানুয়ারি, ২০২১ থেকে ৩১ মার্চ, ২০২১ পর্যন্ত বাংলাদেশের সকল ওয়ালটন প্লাজা এবং ডিলার পয়েন্টে।

অফারের শর্তসমূহ:

  • এই অফারটি ওয়ালটনের সকল ল্যাপটপ, ডেস্কটপ, অল ইন ওয়ান পিসি এবং কম্পিউটার এক্সেসরিজের ক্ষেত্রে প্রযোজ্য।
  • ক্যাশব্যাক অফারটি নগদ মূল্য ও কিস্তি সুবিধা উভয় ক্ষেত্রে প্রযোজ্য।
  • অফারটি ওয়ালটনের সকল প্লাজা ও অনুমোদিত ডিলার পয়েন্ট থেকে উপভোগ করা যাবে।
  • সুনির্দিষ্ট ক্যাশব্যাকের পরিমাণ গ্রাহকের ক্রয়কৃত পণ্যের মূল্যের উপর সিস্টেমের মাধ্যমে নির্ধারিত হারে প্রযোজ্য হবে।
  • নগদ মূল্যে পণ্য কেনার সময় গ্রাহকগণ নির্ধারিত ক্যাশব্যাকের টাকা সরাসরি পেয়ে যাবেন।
  • কিস্তি সুবিধায় পণ্য কেনার সময় গ্রাহককে বাধ্যতামূলকভাবে অন্তত ৩০% ডাউন পেমেন্ট প্রদান করতে হবে। ক্যাশব্যাকের পরিমাণ কিস্তির টাকার সাথে সমন্বয় করা হবে। ক্যাশব্যাক অফারটি পেতে ডাউন পেমেন্ট অবশ্যই ক্যাশ পরিশোধ করতে হবে।
  • ল্যাপটপের গ্রাহকগণ এই অফারে সর্বনিম্ন ১,৮৮৪ টাকা থেকে সর্বোচ্চ ১,৬৮,৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার উপভোগ করতে পারবেন।
  • অনুরূপভাবে সকল ডেস্কটপ, অল ইন ওয়ান ও এক্সেসরিজের ক্ষেত্রে গ্রাহকগণ তাদের ক্রয়কৃত পণ্যে সর্বোচ্চ ১০০% পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
  • একজন গ্রাহক এই ক্যাম্পেইনে যতবার ইচ্ছা অফার উপভোগ করতে পারবেন।
  • পণ্য কেনার নিবন্ধনে কোনো তথ্য বিশেষত মোবাইল নাম্বার ভুল প্রদান করা হলে সেক্ষেত্রে গ্রাহকের ক্যাশব্যাক বাতিল বলে গণ্য করা হবে।
  • বিকাশ, কার্ড, রকেট, নেক্সাসপে অথবা অন্য কোনো মাধ্যমে টাকা পরিশোধ করলে অফারটি প্রযোজ্য হবে না।
  • ক্রেডিট কার্ডে EMI সুবিধায় পণ্য কিনলে ক্যাশব্যাক অফারটি প্রযোজ্য হবে না।
  • অনলাইনে ই-প্লাজা থেকে কেনার ক্ষেত্রে এই অফারটি প্রযোজ্য নয়।
  • ওয়ালটন গ্রুপের কর্মকর্তার রেফারেন্সে অথবা পে-রোল এর বিপরীতে কেনা পণ্যের ক্ষেত্রে ক্যাশব্যাক অফারটি প্রযোজ্য নয়।
  • স্পেশাল ক্যাটাগরিতে বিশেষ কোনো অফারের বিপরীতে কেনা পণ্যের ক্ষেত্রে অফারটি প্রযোজ্য নয়।
  • এই ক্যাম্পেইনের সর্বস্বত্ব ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক সংরক্ষিত।

অফার সংক্রান্ত যেকোনো তথ্য জানতে কল করুন আমাদের হেল্পলাইন নম্বর ১৬২৬৭ -এ প্রতিদিন সকাল ৭টা – রাত ১১টা পর্যন্ত।

বিনামূল্যে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই রাউটার অফার করছে Tata Sky ব্রডব্যান্ড

টেলিকম সেক্টরের মত ব্রডব্যান্ড সেক্টরেও Reliance Jio (JioFiber)-র আগমনে অন্যান্য কোম্পানিগুলির ওষ্ঠাগত প্রাণ। গ্রাহক ধরে রাখতে তাই প্রতিটি কোম্পানি চেষ্টা করছে নিত্যনতুন অফার আনতে। সম্প্রতি Tata Sky ব্রডব্যান্ডও তাদের গ্রাহকদের জন্য চমৎকার অফার নিয়ে হাজির হল। এই অফারে কোম্পানিটি প্ল্যানের সাথে বিনামূল্যে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই রাউটার (dual-band Wi-Fi router) দেবে। পাশাপাশি যারা নতুন কানেকশন নেবেন তাদের জন্য বিনামূল্যে ইনস্টলেশনের সুবিধাও থাকবে।

টেলিকম সেক্টরের মত ব্রডব্যান্ড সেক্টরেও Reliance Jio (JioFiber)-র আগমনে অন্যান্য কোম্পানিগুলির ওষ্ঠাগত প্রাণ। গ্রাহক ধরে রাখতে তাই প্রতিটি কোম্পানি চেষ্টা করছে নিত্যনতুন অফার আনতে। সম্প্রতি Tata Sky ব্রডব্যান্ডও তাদের গ্রাহকদের জন্য চমৎকার অফার নিয়ে হাজির হল। এই অফারে কোম্পানিটি প্ল্যানের সাথে বিনামূল্যে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই রাউটার (dual-band Wi-Fi router) দেবে। পাশাপাশি যারা নতুন কানেকশন নেবেন তাদের জন্য বিনামূল্যে ইনস্টলেশনের সুবিধাও থাকবে।

টাটা স্কাই ব্রডব্যান্ড প্ল্যান

টাটা স্কাইয়ের এই মুহূর্তে পাঁচটি ব্রডব্যান্ড প্ল্যান বাজারে উপলব্ধ, যেখানে ৫০ এমবিপিএস থেকে ৩০০ এমবিপিএস স্পিড পাওয়া যায়। এই প্ল্যানগুলি তে আনলিমিটেড ডেটা (৩.৩ টিবি) উপভোগ করেন ইউজাররা। পাশাপাশি কোম্পানির দাবি অনুযায়ী, তাদের ফাইবার নেটওয়ার্ক ৯৯.৯% আপটাইম অফার করে।

Tata Sky Broadband এর ৫০ এমবিপিএস স্পিডের প্ল্যানটি একমাসের জন্য রিচার্জ করা সম্ভব নয়। অন্ততপক্ষে তিনমাসের জন্য এই প্ল্যানের সাবস্ক্রিপশন নিতে হবে। এরজন্য খরচ হবে ২০৯৭ টাকা। আবার ১০০ এমবিপিএস স্পিডের প্ল্যানটির মাসিক চার্জ ৯৫০ টাকা।

এদিকে মাসিক ১,০৫০ টাকার প্ল্যানটি বেছে নিলে পাওয়া যাবে ১৫০ এমবিপিএস ইন্টারনেট স্পিড। অন্যদিকে ২০০ এমবিপিএস স্পিডের প্ল্যানটির জন্য প্রতিমাসে খরচ হবে ১,১৫০ টাকা। আবার ১,৬০০ টাকার প্ল্যানটি চয়ন করলে, ৩০০ এমবিপিএস স্পিডে ইন্টারনেট পাওয়া যাবে।

এই প্ল্যানগুলির কোনো একটি বেছে নিলে বিনামূল্যে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই রাউটার পাওয়া যাবে। পাশাপাশি কোম্পানি ল্যান্ডলাইন কানেকশনও বিনামূল্যে অফার করছে।

যে কোন শারীরিক সমস্যায় বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারবেন মাত্র দশ টাকায়!

সমাহার.নেট ওয়েবে লিস্টেট বিশেষজ্ঞ ডাক্তারগণ থেকে যে কোনো ডাক্তার দেখাতে অ্যাপয়ন্টমেন্ট নিন।

মনে রাখবেন, সমস্যা যত ছোটই হোক, দোকানির পরামর্শে কখনোই ওষুধ কিনে খাবেন না। উল্টোপাল্টা চিকিৎসা না নেওয়াই ভালো।

সিরিয়ালের জন্যে : রিসেলারের সাথে বা সেলার সেন্টারে যোগাযোগ করুন।

* পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলবে।  ** শর্ত প্রযোজ্য।

আলেশা মার্টে ৩০% ডিসকাউন্ট অফার

দেশের অন্যতম বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট (aleshamart.com), তাদের কাস্টমারদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ অফার। মোটরসাইকেল, ইলেকট্রনিকস পণ্য, হোম এপ্লায়েন্স, স্মার্টফোন এবং গ্যাজেট এক্সেসোরিজে থাকছে ৩০% ছাড়। অফারটি চলবে ২১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত।

আলেশা মার্ট- বাংলাদেশের স্বনামধন্য এবং অন্যতম বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান আলেশা হোল্ডিংসের একটি অঙ্গসংস্থা। বাংলাদেশের এক দল দূরদর্শী এবং দক্ষ বিজনেস লিডারদের হাত ধরে ২০১৮ সালে আলেশা হোল্ডিংস যাত্রা শুরু করে।

তারই ধারাবাহিকতায় তারা নিয়ে এসেছে আলেশা মার্ট নামের নতুন প্রজন্মের এক ই-কমার্স সাইট, যা ভোক্তাদের চাহিদা পূরণ করতে দারুণ কিছু উদ্ভাবনী এবং কাস্টমাইজড সেবা নিয়ে এসেছে। বর্তমানে দেশের ক্রমবর্ধমান ই-কমার্স ইন্ডাস্ট্রিতে ক্রেতাদের সহজ এবং ঝামেলাবিহীন অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা দিতে কাজ করে যাচ্ছে আলেশা মার্ট। সেই সাথে দ্রুততর সময়ে পণ্য ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছানো নিশ্চিত করার লক্ষ্যে বিপুল পরিমাণ মানসম্মত পণ্যসম্ভার নিয়ে আলেশা মার্ট সেবা দিয়ে যাচ্ছে।

আলেশা মার্ট-এর কিছু উল্লেখযোগ্য সেবা সমূহ দ্রুত ডেলিভারির নিশ্চয়তা, মানসম্মত পণ্যের সমাহার, মেডিসিন ডেলিভারি সেবা, নিয়মিত ডিসকাউন্ট অফার, আকর্ষণীয় মেম্বারশিপ প্যাকেজ, ক্যাশ টাকা ডেলিভারি সুবিধা, বাকিতে গ্রোসারি পণ্য কেনার সুবিধা, ফ্রিল্যান্সারদের কাজের সুযোগ, ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য রপ্তানি করার সুযোগ।

আপনিও মোবাইল রিচার্জ এর ব্যবসা শুরু করতে পারেন।

বাংলাদেশে চলমান সময়ে স্বল্প বিনিয়োগে অধিক লাভজনক আত্মকর্মসংস্থানমূলক ব্যবসার নাম প্রিপেডি মোবাইল বিল রিচার্জের ব্যবসা। এই ব্যবসা দেশের অন্যান্য স্বল্প আয়ের ব্যবসা থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। একদিকে এই ব্যবসায় ঝুঁকি যেমন কম অন্যদিকে লাভও বেশি।একই ব্যালেন্স থেকে রিচার্জ করা যাবে সকল অপারেটরে, আলাদা আলাদা ব্যালেন্স নেয়ার কোন জামেলা নেই।

☀️ টেলিকমের সেরা! ঝুমা মোবাইল রিচার্জ স্টোর

☀️ একটি মাত্র একাউন্ট থেকে, জিপি, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক ও ইস্কিটো মোট ছয়টি সিমে লোড দেওয়া যায়।

☀️বেকারত্ব দূর করে ফ্লেক্সিলোড বিজনেস করে, দৈনিক ইনকাম করেন
২০০ থেকে ৩০০ টাকা। মাসে ৬,০০০ থেকে ৯,০০০ হাজার টাকা।

☀️ ডিজিএম একাউন্ট নিয়ে আপনি বিজনেস করতে পারেন। এর সুবিধা হলো আপনি নিজ ইচ্ছা মতো ডিলার এবং রিটেলার নিয়োগ দিতে পারবেন, এতে যা ইনকাম হবে সব আপনার, এই একাউন্ট নিতে আপনার খরচ পরবে ৫,০০০ টাকা, প্রতি হাজারে কমিশন ৩০ টাকা।

☀️ ডিলার একাউন্ট নিয়ে আপনি বিজনেস করতে পারেন, এর সুবিধা হলো এই একাউন্ট দিয়ে আপনার ইচ্ছা মতো রিটেলার একাউন্ট নিয়োগ দিতে পারবেন, এতে যা ইনকাম হবে সব আপনার। এই একাউন্ট নিতে আপনার খরচ পরবে ১২৫০ টাকা হাজারে কমিশন পাবেন
২৯ টাকা।

☀️ রিটেলার একাউন্ট নিয়ে আপনি বিজনেস করতে পারেন, এর সুবিধা হলো এই একাউন্ট দিয়ে আপনি শুধু ফ্লেক্সিলোড ব্যবসা করতে পারবেন। এই একাউন্ট নিতে আপনার খরচ পরবে ৫০০ টাকা। হাজারে কমিশন পাবেন ২৮ টাকা

☀️ এই সুবিধা সবার জন্য
ড্রাইভ প্যাক বিক্রি করে ইনকাম করতে পারবেন,
➡️ রবি/এয়ারটেল ৭৪৭ টাকার প্যাক ২০০ থেকে ৩০০ টাকা কমিশন পাবেন।
➡️ ৫৪৮ টাকার প্যাক ১০০ থেকে ১৭০ টাকা কমিশন পাবেন।
➡️ ১৯৯ টাকার মিনিট প্যাক ৩০ থেকে ৭০ টাকা কমিশন পাবেন।

☀️ মাসিক কোনো টার্গেট নেই, আপনার ইচ্ছা মতো ব্যলেন্স নিতে পারবেন এবং আপনার ইচ্ছা মতো খরচ করতে পারবেন।

☀️ সার্ভিস নিতে আপনার যা যা লাগবে।
1️⃣ এন আইডির ফটোকপি।
2️⃣ মোবাইল নাম্বার।
3️⃣ জিমেল/ ই-মেইল একাউন্ট।
4️⃣ আর একাউন্ট ফি।

☀️ সার্ভিস নেওয়া জন্য বা আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন :-
☎️01711113852

যে কোন শারীরিক সমস্যায় ডাক্তার দেখাতে পারবেন মাত্র দশ টাকায়!

? জ্বী। ঠিকই শুনেছেন। সমাহার ডট নেট ওয়েবে যে কোন শারীরিক সমস্যায় ডাক্তার দেখাতে পারবেন মাত্র দশ টাকা কনসালটেশন ফি দিয়ে (সকাল ৮ টা থেকে রাত ১২ টা পর্যন্ত)।

—————————–

? কনসালটেশন ফি দশ টাকা হলেও সকল ডাক্তার অভিজ্ঞ, নূন্যতম এমবিবিএস ডিগ্রীধারী এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলে নিবন্ধিত।

—————————–

? একজন ডাক্তার তার সাথে আলোচনা সাপেক্ষে নির্ধারিত কনসালটেশন ফীর পুরোটাই পাবেন। আপনি দশ টাকা দিলেও সমাহার কল্যাণ ফাউন্ডেশন মানবসেবায় বাকী টাকা প্রদান করবে।

ওয়েবসাইট, সফটওয়্যার বা অ্যাপ বানিয়ে নিন স্বল্প খরচে

ওয়েবসাইট, সফটওয়্যার বা অ্যাপ বানিয়ে নিন স্বল্প খরচে

এবার নিজের জন্য ওয়েবসাইট, সফটওয়্যার বা অ্যাপ বানিয়ে নিন স্বল্প খরচে।

ই- কমার্স ব্যবসা বর্তমান পৃথিবীতে ব্যবসা বাণিজ্যের এক অন্যতম জনপ্রিয় মাধ্যম। বর্তমানে এই ব্যবসার সুবিধা ও নানান নতুন ব্যবহারের কারনে এই ব্যবসার উন্নতি চোখে পড়বার মতন। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের উদ্যোক্তাদের ও ব্যবসায়ীদের মাঝেও এই ব্যবসার জনপ্রিয়তা বেড়েছে কয়েকগুন।
ফেসবুকে পেজ দিয়ে যারা ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন, আপনাদের এই ব্যবসাকে যদি আরো সফল করে তুলতে চান এবং বড় কোন প্ল্যাণ থাকে তাহলে অবশ্যি ই-কমার্স ওয়েবসাইট আপনার জন্য জরুরী।

Samaharsoft আপনার জন্য খুব অল্প খরচে সেই স্বপ্নকে পূরণ করার প্রতিশ্রুতি দিচ্ছে। আপনার মনের মত ওয়েবসাইট এর জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন।

অফার জানতে হলে সরাসরি কল করুনঃ 01711113852
একমাত্র আগ্রহী ব্যক্তিগণ যাদের ওয়েবসাইট প্রয়োজন তারাই কল করুন।

মনে রাখবেন, আপনার রিকুয়ারমেন্টস শুনে, ডোমেইন/হোস্টিং বিবেচনা করে মূল্য নির্ধারণ হবে। অন্যদের মত লোভনীয় অফার নেই আমাদের। তাই বিস্তারিত জানতে কল করুন।

এক নজরে দেখে নিন আমরা কি কি সাইট আপনাকে উপহার দিতে পারিঃ
ই-কমার্স ওয়েবসাইট
কোম্পানী ওয়েবসাইট
শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট
ব্যাক্তিগত ওয়েবসাইট
ব্লগ ওয়েবসাইট
ট্রেইনিং প্রতিষ্ঠান/কোচিং সেন্টার ওয়েবসাইট
নিউজপেপার ওয়েবসাইট
ট্যুর/ভিসা ফার্ম/রিসোর্ট ওয়েবসাইট
হোটেল ও পর্যটন ওয়েবসাইট
ইভেন্ট ম্যানেজমেন্ট ওয়েবসাইট
ফার্নিচার কোম্পানী ওয়েবসাইট
রিয়েল ইস্টেট কোম্পানী ওয়েবসাইট
ইঞ্জিনিয়ারিং/ কন্সট্রাকশন কোম্পানী ওয়েবসাইট
বায়িং হাউজ/গার্মেন্টস ওয়েবসাইট
ইন্টেরিয়র ডিজাইন কোম্পানী ওয়েবসাইট
মার্কেটিং ফার্ম ওয়েবসাইট
ল-ফার্ম ওয়েবসাইট
হাসপাতাল/ ক্লিনিক ওয়েবসাইট
ফাইনেন্সিয়াল এসোসিয়েশন ওয়েবসাইট

আমাদের আছে ২৪/৭ সাপোর্ট। সাইট আপনার কাছে হ্যান্ড ওভার করার সময় পাবেন ডকুমেন্টেশন সহ কিভাবে কাজ করবেন তার ভিডিও টিউটোরিয়াল। অন্য কোথাও থেকে সার্ভিস নেওয়ার আগে একটু যাচাই করে নিবেন।
মোবাইলঃ 01711113852
ই-মেইলঃ nirapodms@gmail.com
মেসেঞ্জারঃ m.me/mshabiburrahman

Cart
Your cart is currently empty.