জীবনের উৎসব শিশির আহাম্মেদ খান

জীবনের উৎসব

শিশির আহাম্মেদ খান

পাল্টে ফেলেছ ঠিকানা – নাম্বার
পাল্টে ফেলেছ সব ,
বন্ধু কার চোখে চোখ রেখে
উড়াও ফানুস, কর জীবনের উৎসব।

কাল যে হারায় সময়ের স্রোতে
সকাল আসে পটে,
ছড়ায়ে আলো আপন মনে
কাননে কুসুম ফুটে।

তোমার বেলা নাহিয়া রয়
জোনাক জ্বলা রাতে ,
চাঁদের আলো ছড়িয়ে পড়ে
তোমার বারান্দাতে।

কিসের লোভে আপন ক্ষোভে
আমায় গেছ ভুলে ?
কার কপালের টিপ হয়েছ
কোন সে সুখের মুলে।

আজ বড় একাকী লাগে
জীবন উৎসবে তুমি নেই বলে।

মাত্র ১০ টাকায় ঘরে বসে প্রফেসর ও বিশেষজ্ঞ ডাক্তারদের সিরিয়াল নিন।

আপনি কি অসুস্থ ফিল করছেন?

প্রফেসর ও বিশেষজ্ঞ ডাক্তারগণ থেকে আপনার নিকটস্থ হাসপাতালে / ক্লিনিকে ডাক্তার দেখিয়ে নিন।

সমাহার.নেট ওয়েবে লিস্টেট বিশেষজ্ঞ ডাক্তারগণ থেকে যে কোনো ডাক্তার দেখাতে অ্যাপয়ন্টমেন্ট নিন।

মনে রাখবেন, সমস্যা যত ছোটই হোক, দোকানির পরামর্শে কখনোই ওষুধ কিনে খাবেন না। উল্টোপাল্টা চিকিৎসা না নেওয়াই ভালো।

সিরিয়ালের জন্যে : রিসেলারের সাথে বা সেলার সেন্টারে যোগাযোগ করুন অথবা সরাসরি ঘরে বসে সিরিয়াল নিন

* পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলবে।  ** শর্ত প্রযোজ্য।

 

আরো পড়ুনঃ উদ্যোক্তা হয়ে দেশ গড়ি কর্মসংস্থান তৈরি করি!

আমাদের উদ্দেশ্য:
১. আমাদের দেশের হিউজ একটা জনগোষ্ঠী শিক্ষাজীবন শেষ করে বেকার হয়ে পরে। তখন তাদের মাঝে একটা বড় ধরনের হতাশা কাজ করে, তাদের এই হতাশা দূরীকরণে উদ্যোক্তা সৃষ্টিই আমাদের প্রধান লক্ষ্য।
২. সমগ্র দেশে বেকারদের চাকুরির পিছনে না দৌড়ে যাতে উদ্যোক্তা হওয়ার পিছনে মনোনিবেশ করে সে বিষয়ে উদ্বুদ্ধ করা।
৩. দেশের বেকারত্ব নিরসনে উদ্যোক্তা হওয়ার কোন বিকল্প নেই, সে বিষয়ে কাজ করে যাবো আমরা।
৪. অল্প পুঁজিতে মানুষ যাতে ছোট পরিসরে হলেও কাজ শুরু করে সে বিষয়ে পরিকল্পনা প্রদান করা।
৫. দেশে যে হারে গ্রাজুয়েট বাড়ছে সে হারে চাকুরির বাজার কিন্তু প্রশস্ত হচ্ছে না, তাই আমাদের উদ্যোক্তার হওয়া ছাড়া বিকল্প কোন অপশন নেই।
৬. অনেকেই আছেন স্বাধীনভাবে জীবন যাপন করতে পছন্দ করেন তাদের জন্যে উদ্যোক্তা হওয়াটা জরুরি।
৭. চাকুরির পিছনে ছুটে চলার পরিবর্তে মানুষকে উদ্যোক্তার মধ্যেই স্বয়ংসম্পন্ন করাই আমাদের টার্গেট।

কর্মপরিকল্পনা:
দেশের ৬৪ টি জেলায় আমাদের উদ্যোক্তা টিম থাকবে।
এসব টিম গঠন করা হয়ে সফল উদ্যোক্তাদের নিয়ে।
যারা যে জেলায় উদ্যোক্তা হতে আগ্রহী তাদেরকে আমাদের এই উদ্যোক্তা টিম সহায়তা করবে।

যেভাবে যাত্রা শুরু হবে : 

সমাহার.নেট এর রিসেলার হয়ে ঘরে বসে অবসর সময়ে বিনিয়োগ ছাড়া, দৈনিক শুধু ৩-৪ ঘন্টা সময় দিয়ে পেসিভ ইনকাম শুরু করুন। ৬/৭ মাস নিয়মিত সময় দিলে মাসিক নিশ্চিত ইনকাম করতে পারবেন ৩০ থেকে ৫০ হাজার টাকা।

রিসেলার প্যানেল লিংক :- https://samahar.net/reseller/

পণ্য সামগ্রী ও সেবার প্রাইস লিংক :- https://samahar.net/store/

# এডমিন প্যানেল

ঘরে বসে প্রফেসর ও বিশেষজ্ঞ ডাক্তারদের সিরিয়াল নিন।

আপনি কি অসুস্থ ফিল করছেন?
প্রফেসর ও বিশেষজ্ঞ ডাক্তারগণ থেকে আপনার নিকটস্থ হাসপাতালে / ক্লিনিকে ডাক্তার দেখিয়ে নিন।
ঘরে বসে সিরিয়াল নিন

 

আরো পড়ুনঃ উদ্যোক্তা হয়ে দেশ গড়ি কর্মসংস্থান তৈরি করি!

আমাদের উদ্দেশ্য:
১. আমাদের দেশের হিউজ একটা জনগোষ্ঠী শিক্ষাজীবন শেষ করে বেকার হয়ে পরে। তখন তাদের মাঝে একটা বড় ধরনের হতাশা কাজ করে, তাদের এই হতাশা দূরীকরণে উদ্যোক্তা সৃষ্টিই আমাদের প্রধান লক্ষ্য।
২. সমগ্র দেশে বেকারদের চাকুরির পিছনে না দৌড়ে যাতে উদ্যোক্তা হওয়ার পিছনে মনোনিবেশ করে সে বিষয়ে উদ্বুদ্ধ করা।
৩. দেশের বেকারত্ব নিরসনে উদ্যোক্তা হওয়ার কোন বিকল্প নেই, সে বিষয়ে কাজ করে যাবো আমরা।
৪. অল্প পুঁজিতে মানুষ যাতে ছোট পরিসরে হলেও কাজ শুরু করে সে বিষয়ে পরিকল্পনা প্রদান করা।
৫. দেশে যে হারে গ্রাজুয়েট বাড়ছে সে হারে চাকুরির বাজার কিন্তু প্রশস্ত হচ্ছে না, তাই আমাদের উদ্যোক্তার হওয়া ছাড়া বিকল্প কোন অপশন নেই।
৬. অনেকেই আছেন স্বাধীনভাবে জীবন যাপন করতে পছন্দ করেন তাদের জন্যে উদ্যোক্তা হওয়াটা জরুরি।
৭. চাকুরির পিছনে ছুটে চলার পরিবর্তে মানুষকে উদ্যোক্তার মধ্যেই স্বয়ংসম্পন্ন করাই আমাদের টার্গেট।

কর্মপরিকল্পনা:
দেশের ৬৪ টি জেলায় আমাদের উদ্যোক্তা টিম থাকবে।
এসব টিম গঠন করা হয়ে সফল উদ্যোক্তাদের নিয়ে।
যারা যে জেলায় উদ্যোক্তা হতে আগ্রহী তাদেরকে আমাদের এই উদ্যোক্তা টিম সহায়তা করবে।

যেভাবে যাত্রা শুরু হবে : 

সমাহার.নেট এর রিসেলার হয়ে ঘরে বসে অবসর সময়ে বিনিয়োগ ছাড়া, দৈনিক শুধু ৩-৪ ঘন্টা সময় দিয়ে পেসিভ ইনকাম শুরু করুন। ৬/৭ মাস নিয়মিত সময় দিলে মাসিক নিশ্চিত ইনকাম করতে পারবেন ৩০ থেকে ৫০ হাজার টাকা।

রিসেলার প্যানেল লিংক :- https://samahar.net/reseller/

পণ্য সামগ্রী ও সেবার প্রাইস লিংক :- https://samahar.net/store/

# এডমিন প্যানেল

বিনা পুঁজিতে ব্যবসা শুরু করে সফল ব্যবসায়ি হাফিজ উদ্দিন।

নিজে থেকে কিছু করার তাগিদ থেকেই ব্যবসা শুরু করি আমি। নিজের চাহিদাগুলো পূরণ করতে পারবো। এসব ভাবনা থেকেই ব্যবসার শুরু।

ব্যবসার শুরুর দিকে সবারই কোনো না কোনো গল্প থাকে। বিশেষ করে এ গল্পগুলো হয়ে থাকে মূলধনকে কেন্দ্র করে। হাফিজ উদ্দিনের কাছে জানতে চাই কত টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছিলেন? খানিকটা হেসে হাফিজ উদ্দিন বলেন, ‘এক্ষেত্রে আমার গল্পটা আর ১০ জন থেকে খানিকটা ভিন্ন বোধহয়। কারণ এক টাকাও মূলধন না নিয়ে ব্যবসা শুরু করেছিলাম আমি।’

শুনে খানিকটা অবাকই হতে হয় বটে। কোনো মূলধন ছাড়া ব্যবসা। কীভাবে সম্ভব? হাফিজ উদ্দিন জানান, পরিচিত একজন ব্যবসা করে সে, সুযোটির কথা জানায়। তার কাছে জানতে চান কীভাবে কী করবেন। লোকটি পরামর্শ দেন সমাহার.নেট একাউন্ট করে নেয়ার জন্যে তাহলে সে বিভিন্ন  পণ্য সামগ্রী ও সেবা বিক্রি করে ভালো ইনকাম করতে পারবে।

রাজী হন  হাফিজ উদ্দিন। সমাহার.নেট থেকে পণ্যের লিংক শেয়ার দিয়ে কাস্টমারদের দেখান ও  অর্ডার নেওয়া শুরু করেন। সে সঙ্গে কিছু টাকা অগ্রিমও নেন। সেই টাকা আবার সমাহার.নেট এর সেলার সেন্টারে দিয়ে বাকি টাকা পণ্য বুঝে দেওয়ার সময় দেন। এভাবেই ব্যবসার সূচনা হয়।

 

উদ্যোক্তা হয়ে দেশ গড়ি কর্মসংস্থান তৈরি করি!

আমাদের উদ্দেশ্য:
১. আমাদের দেশের হিউজ একটা জনগোষ্ঠী শিক্ষাজীবন শেষ করে বেকার হয়ে পরে। তখন তাদের মাঝে একটা বড় ধরনের হতাশা কাজ করে, তাদের এই হতাশা দূরীকরণে উদ্যোক্তা সৃষ্টিই আমাদের প্রধান লক্ষ্য।
২. সমগ্র দেশে বেকারদের চাকুরির পিছনে না দৌড়ে যাতে উদ্যোক্তা হওয়ার পিছনে মনোনিবেশ করে সে বিষয়ে উদ্বুদ্ধ করা।
৩. দেশের বেকারত্ব নিরসনে উদ্যোক্তা হওয়ার কোন বিকল্প নেই, সে বিষয়ে কাজ করে যাবো আমরা।
৪. অল্প পুঁজিতে মানুষ যাতে ছোট পরিসরে হলেও কাজ শুরু করে সে বিষয়ে পরিকল্পনা প্রদান করা।
৫. দেশে যে হারে গ্রাজুয়েট বাড়ছে সে হারে চাকুরির বাজার কিন্তু প্রশস্ত হচ্ছে না, তাই আমাদের উদ্যোক্তার হওয়া ছাড়া বিকল্প কোন অপশন নেই।
৬. অনেকেই আছেন স্বাধীনভাবে জীবন যাপন করতে পছন্দ করেন তাদের জন্যে উদ্যোক্তা হওয়াটা জরুরি।
৭. চাকুরির পিছনে ছুটে চলার পরিবর্তে মানুষকে উদ্যোক্তার মধ্যেই স্বয়ংসম্পন্ন করাই আমাদের টার্গেট।

কর্মপরিকল্পনা:
দেশের ৬৪ টি জেলায় আমাদের উদ্যোক্তা টিম থাকবে।
এসব টিম গঠন করা হয়ে সফল উদ্যোক্তাদের নিয়ে।
যারা যে জেলায় উদ্যোক্তা হতে আগ্রহী তাদেরকে আমাদের এই উদ্যোক্তা টিম সহায়তা করবে।

যেভাবে যাত্রা শুরু হবে : 

সমাহার.নেট এর রিসেলার হয়ে ঘরে বসে অবসর সময়ে বিনিয়োগ ছাড়া, দৈনিক শুধু ৩-৪ ঘন্টা সময় দিয়ে পেসিভ ইনকাম শুরু করুন। ৬/৭ মাস নিয়মিত সময় দিলে মাসিক নিশ্চিত ইনকাম করতে পারবেন ৩০ থেকে ৫০ হাজার টাকা।

রিসেলার প্যানেল লিংক :- https://samahar.net/reseller/

পণ্য সামগ্রী ও সেবার প্রাইস লিংক :- https://samahar.net/store/

# এডমিন প্যানেল।

যুক্তরাজ্যে চালু হলো ‘ফেসবুক নিউজ’

দ্বিতীয় দেশ হিসেবে যুক্তরাজ্যে চালু হলো ফেসবুকের নতুন ফিচার ‘ফেসবুক নিউজ’। এর আগে সর্বপ্রথম ‘ফেসবুক নিউজ’ চালু করা হয় যুক্তরাষ্ট্রে।

এ জন্য দেশটির প্রধান সব গণমাধ্যম; যেমন—চ্যানেল ফোর, স্কাই নিউজ, দ্য গার্ডিয়ানের মতো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে ফেসবুক। ফলে সংবাদ প্রকাশের জন্য এসব সংবাদ সংস্থাকে অর্থ দেবে বিশ্বের সবচেয়ে বড় যোগাযোগ মাধ্যমটি।

তবে এতে প্রকাশিত সংবাদগুলো এমন হবে, যা এর আগে কোনো প্ল্যাটফর্মে প্রকাশিত হয়নি। ফেসবুক আশা করছে, এই সেবার সঙ্গে আরো অনেক সংবাদমাধ্যমই যুক্ত হবে।

‘ফেসবুক নিউজ’ ট্যাবটি শুধু মোবাইল অ্যাপেই পাওয়া যাবে, কোনো ওয়েব ব্রাউজারে নয়। এই সেবাটি ব্যবহারকারীর পছন্দমতো কাস্টমাইজও করা যাবে। সূত্রঃ বিবিসি

উদ্যোক্তা হয়ে দেশ গড়ি কর্মসংস্থান তৈরি করি!

আমাদের উদ্দেশ্য:
১. আমাদের দেশের হিউজ একটা জনগোষ্ঠী শিক্ষাজীবন শেষ করে বেকার হয়ে পরে। তখন তাদের মাঝে একটা বড় ধরনের হতাশা কাজ করে, তাদের এই হতাশা দূরীকরণে উদ্যোক্তা সৃষ্টিই আমাদের প্রধান লক্ষ্য।
২. সমগ্র দেশে বেকারদের চাকুরির পিছনে না দৌড়ে যাতে উদ্যোক্তা হওয়ার পিছনে মনোনিবেশ করে সে বিষয়ে উদ্বুদ্ধ করা।
৩. দেশের বেকারত্ব নিরসনে উদ্যোক্তা হওয়ার কোন বিকল্প নেই, সে বিষয়ে কাজ করে যাবো আমরা।
৪. অল্প পুঁজিতে মানুষ যাতে ছোট পরিসরে হলেও কাজ শুরু করে সে বিষয়ে পরিকল্পনা প্রদান করা।
৫. দেশে যে হারে গ্রাজুয়েট বাড়ছে সে হারে চাকুরির বাজার কিন্তু প্রশস্ত হচ্ছে না, তাই আমাদের উদ্যোক্তার হওয়া ছাড়া বিকল্প কোন অপশন নেই।
৬. অনেকেই আছেন স্বাধীনভাবে জীবন যাপন করতে পছন্দ করেন তাদের জন্যে উদ্যোক্তা হওয়াটা জরুরি।
৭. চাকুরির পিছনে ছুটে চলার পরিবর্তে মানুষকে উদ্যোক্তার মধ্যেই স্বয়ংসম্পন্ন করাই আমাদের টার্গেট।

কর্মপরিকল্পনা:
দেশের ৬৪ টি জেলায় আমাদের উদ্যোক্তা টিম থাকবে।
এসব টিম গঠন করা হয়ে সফল উদ্যোক্তাদের নিয়ে।
যারা যে জেলায় উদ্যোক্তা হতে আগ্রহী তাদেরকে আমাদের এই উদ্যোক্তা টিম সহায়তা করবে।

যেভাবে যাত্রা শুরু হবে : 

সমাহার.নেট এর রিসেলার হয়ে ঘরে বসে অবসর সময়ে বিনিয়োগ ছাড়া, দৈনিক শুধু ৩-৪ ঘন্টা সময় দিয়ে পেসিভ ইনকাম শুরু করুন। ৬/৭ মাস নিয়মিত সময় দিলে মাসিক নিশ্চিত ইনকাম করতে পারবেন ৩০ থেকে ৫০ হাজার টাকা।

রিসেলার প্যানেল লিংক :- https://samahar.net/reseller/

পণ্য সামগ্রী ও সেবার প্রাইস লিংক :- https://samahar.net/store/

# এডমিন প্যানেল

যে সকল লোক কখনোই ব্যবসা করতে পারবে না।

আজকাল ব্যবসা করার জন্য শুরুতেই খুব বেশি পুঁজির দরকার হয় না। ফলে এখন ব্যবসা শুরু করতে না পারার কারণ হিসেবে ‘পুঁজির অভাব’ কথাটি আর হালে পানি পাচ্ছে না।
বিনামূল্যের টুলস, স্মার্টফোন অ্যাপস ব্যবহার করেই এখন বিশাল বিশাল ই-কমার্স সাইট তৈরি করা যায়। আর ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে বিনিয়োগ সমস্যারও সমাধান সম্ভব। তাহলে ইচ্ছা থাকা সত্ত্বেও লোকের ব্যবসা শুরু করতে না পারার কারণ কী?
১. শুধু স্বপ্ন দেখাতেই আনন্দ পান, বাস্তবায়নে নয়
এই ধরনের লোকরা নিজেদেরকে প্রায়ই ‘আইডিয়া পিপল’ বা ‘ধারণা লোক’ হিসেবে আখ্যায়িত করেন। এরা শুধু তাদের স্বপ্ন নিয়ে গালগল্প করেই আনন্দ পান কিন্তু তা বাস্তবায়নের জন্য যে কঠোর পরিশ্রম দরকার তা করতে আগ্রহী নন।
২. প্রয়োজনীয় দক্ষতা অর্জনে অনিচ্ছুক বা অক্ষম
আমাদের মাঝে ব্যবসায়িক দক্ষতা অর্জন সম্পর্কিত বেশ কিছু অযৌক্তিক ধারণা প্রচলিত আছে। যেমন রকেট সায়েন্স সম্পর্কিত দক্ষতা শুধু শ্রেণিকক্ষ বা ল্যাব থেকেই অর্জন সম্ভব।
ইন্টারনেট প্রযুক্তির এই রমরমা সময়ে এ ধরনের অযৌক্তিক ধারণা বাতুলতারই নামান্তর। এখন ইন্টারনেট থেকে নিজে নিজেই যেকোনো বিষয়ের জ্ঞান ও দক্ষতা প্রায় বিনামূল্যেই অর্জন সম্ভব।
৩. ব্যর্থ বা বিব্রত হওয়ার অযৌক্তিক ভয়
প্রতিটি মানুষের মাঝেই অজানা বিষয়ের ভয় কাজ করে। বেঁচে থাকার জন্য এই ভয় দরকারিও বটে। কিন্তু ব্যবসায় সফল হতে গেলে এই অজানা ভয়কে অতিক্রম করতে হবে এবং ঝুঁকি গ্রহণ ও ব্যর্থতার মধ্য দিয়েই শিখতে হবে। অনেকে আবার ভয়ে পুরোপুরি হাল ছেড়ে দিয়ে বসে থাকেন এবং যেকোনো মূল্যে ঝুঁকি এড়াতে চান। ফলে তাদের আর ব্যবসা করা হয়ে ওঠে না।
৪. সাফল্য মোকাবিলার অযৌক্তিক ভয়
আমার প্রায়ই দেখি যে কিছু লোক আছেন, যারা সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছেও হাল ছেড়ে দেন। এটা সত্যি যে, কোনো ব্যবসায় অনেক তাড়াতাড়ি সাফল্য আসলে সেই ব্যবসার মৃত্যুও ঘটতে পারে। তবে সত্যিকার উদ্যোক্তারা ব্যর্থতা থেকে যেমন শিক্ষা গ্রহণ করেন তেমনি দ্রুত অর্জিত সাফল্য থেকেও শিক্ষা গ্রহণ করে সামনে এগিয়ে যান।
৫. বাস্তববাদী না হয়ে বরং সবকিছুতেই নিখুঁত হতে চান
এমন অনেকে আছেন যারা হয়তো গত ২০ বছর ধরেই কোনো একটি প্রযুক্তিপণ্য নিয়ে শুধু গবেষণাই করে যাচ্ছেন। কিন্তু বাজারজাত করতে পারছেন না। কারণ সেটিকে নিখুঁত করে তোলার জন্য তারা শুধু আরো গবেষণাই করে যেতে চান।
বর্তমান দুনিয়ার দ্রুত পরিবর্তনশীল বাজার ব্যবস্থায় নিখুঁত হওয়ার এই চেষ্টা ভাসমান এবং বাস্তবতার বোধশূন্য। বাস্তববাদীরা কোনো পণ্য মোটামুটিভাবে ভোগযোগ্য হলেই তা বাজারজাত করেন। এরপর তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে সাফল্যের পথে এগিয়ে যান।
৬. ফোকাস ঠিক রাখা এবং বিক্ষিপ্ততা মোকাবিলায় অক্ষম
কোনো ব্যবসায় উদ্যোগে সাফল্যের মূল চাবিকাঠি ফোকাস ঠিক রাখা। একই উদ্যোগের মাধ্যমে অসংখ্য বাজারে অসংখ্য জিনিস বিক্রির চেষ্টা করা করলে তাতে কোনো কিছুতেই সাফল্য আসে না। এতে বরং কাস্টমাররা হতাশ হন। ফোকাস ঠিক রাখার মানে হলো, অগ্রাধিকারের বিষয়গুলোতে অনড় থাকা, জরুরি থেকে গুরুত্বপূর্ণকে আলাদা করা, সংগঠিত করা ও প্রতিনিধিত্ব করা।
৭. অজুহাত তৈরি করে দায়-দায়িত্ব এড়ানো
ব্যর্থতাগুলোকে মেনে নেওয়ার যৌক্তিক ভিত্তি সৃষ্টির জন্যই সাধারণত অজুহাত তৈরি করা হয়। এর মধ্যদিয়ে আসলে নিজের দায় এড়ানোর চেষ্টা করা হয়। সত্যিকার উদ্যোক্তারা কখনো অজুহাত খাড়া করে নিজেদের ব্যর্থতার দায়-দায়িত্ব এড়িয়ে যান না। তারা বরং বাস্তব কোনো বাধা-বিপত্তিকে মেনে নিয়ে বিকল্প পথে পুনরায় চেষ্টা করেন। বা সৃজনশীলতার মাধ্যমে সমস্যার মোকাবিলার চেষ্টা করেন।
৮. নিজে শুরু করা, নেতৃত্ব দেওয়া বা সিদ্ধান্ত গ্রহণে অক্ষম
এরা হলেন শিল্প বিপ্লবের ফল। কী করতে হবে তা বলার জন্য এরা অন্যদের ওপর নির্ভর করেন। এরপর ভুল করে নিজেদেরকে পরিস্থিতির শিকার বলে ভান করে আনন্দ পান। কিন্তু সত্যিকার উদ্যোক্তারা কী করতে হবে না করতে হবে তা নিজেরাই নির্ধারণ করেন, ইতিবাচক মনোভাব ধরে রাখেন, নিজেই অন্যদের জন্য অনুসরণীয় আদর্শ হয়ে ওঠেন এবং অনুসরণীয় নেতৃত্বদানের মাধ্যমে সামনে এগিয়ে যান।
অন্য কেউ আপনার জন্য সিদ্ধান্ত নেবে এবং ঝুঁকি ও ব্যর্থতার দায়-দায়িত্ব গ্রহণ করবে এমন ভেবে যদি বসে থাকেন তাহলে কোনোদিনই আর আপনি ব্যবসা শুরু করতে পারবেন না। সুতরাং সফল উদ্যোক্তা হওয়ার সহজ উপায়টি হলো সঠিক মনোভাব এবং পূর্ণ দায়িত্ববোধ লালন করা।
সূত্র : ইন্টার থেকে নেয়া

উদ্যোক্তা হয়ে দেশ গড়ি কর্মসংস্থান তৈরি করি!

আমাদের উদ্দেশ্য:
১. আমাদের দেশের হিউজ একটা জনগোষ্ঠী শিক্ষাজীবন শেষ করে বেকার হয়ে পরে। তখন তাদের মাঝে একটা বড় ধরনের হতাশা কাজ করে, তাদের এই হতাশা দূরীকরণে উদ্যোক্তা সৃষ্টিই আমাদের প্রধান লক্ষ্য।
২. সমগ্র দেশে বেকারদের চাকুরির পিছনে না দৌড়ে যাতে উদ্যোক্তা হওয়ার পিছনে মনোনিবেশ করে সে বিষয়ে উদ্বুদ্ধ করা।
৩. দেশের বেকারত্ব নিরসনে উদ্যোক্তা হওয়ার কোন বিকল্প নেই, সে বিষয়ে কাজ করে যাবো আমরা।
৪. অল্প পুঁজিতে মানুষ যাতে ছোট পরিসরে হলেও কাজ শুরু করে সে বিষয়ে পরিকল্পনা প্রদান করা।
৫. দেশে যে হারে গ্রাজুয়েট বাড়ছে সে হারে চাকুরির বাজার কিন্তু প্রশস্ত হচ্ছে না, তাই আমাদের উদ্যোক্তার হওয়া ছাড়া বিকল্প কোন অপশন নেই।
৬. অনেকেই আছেন স্বাধীনভাবে জীবন যাপন করতে পছন্দ করেন তাদের জন্যে উদ্যোক্তা হওয়াটা জরুরি।
৭. চাকুরির পিছনে ছুটে চলার পরিবর্তে মানুষকে উদ্যোক্তার মধ্যেই স্বয়ংসম্পন্ন করাই আমাদের টার্গেট।

কর্মপরিকল্পনা:
দেশের ৬৪ টি জেলায় আমাদের উদ্যোক্তা টিম থাকবে।
এসব টিম গঠন করা হয়ে সফল উদ্যোক্তাদের নিয়ে।
যারা যে জেলায় উদ্যোক্তা হতে আগ্রহী তাদেরকে আমাদের এই উদ্যোক্তা টিম সহায়তা করবে।

যেভাবে যাত্রা শুরু হবে : 

সমাহার.নেট এর রিসেলার হয়ে ঘরে বসে অবসর সময়ে বিনিয়োগ ছাড়া, দৈনিক শুধু ৩-৪ ঘন্টা সময় দিয়ে পেসিভ ইনকাম শুরু করুন। ৬/৭ মাস নিয়মিত সময় দিলে মাসিক নিশ্চিত ইনকাম করতে পারবেন ৩০ থেকে ৫০ হাজার টাকা।

রিসেলার প্যানেল লিংক :- https://samahar.net/reseller/

পণ্য সামগ্রী ও সেবার প্রাইস লিংক :- https://samahar.net/store/

#এডমিন_প্যানেল।

উদ্যোক্তা হতে চান নিজের পকেট শূন্য তাহলে কি করবেন ?

নিজের পকেট শুন্য ? আসলেই কি উদ্যোক্তা হতে অনেক টাকা লাগে ? কত টাকা হলে সফল উদ্যোক্তা হতে পারবেন?

আসলে টাকা থাকলেই উদ্যোক্তা হওয়া যায় না। উদ্যোক্তা হতে হলে দরকার মেধা বুদ্ধি জ্ঞান এবং দক্ষতা। অনেকেই মনে করেন ব্যবসায়ী বলতেই উদ্যোক্তা, এটা সম্পুর্ণ ভুল ধারণা।মনে রাখবেন সকল উদ্যোক্তাই ব্যবসায়ী কিন্তু সকল ব্যবসায়ী উদ্যোক্তা নয়।

ধরি, আপনি এলাকায় একটা মুদিমালের দোকান দিলেন আপনার প্রতিমাসে গড়ে ৫০ হাজার টাকা লাভ  থাকলে ২ বছরে হবে ১২ লক্ষ টাকা । এইভাবে বড় ব্যবসায়ী হওয়া যাবে না । অর্থাৎ বড় ব্যবসায়ী হতে হলে আপনাকে অনেক বেশী পরিমাণের টাকা বিনিয়োগ করতে হবে এবং বড় ব্যবসা করতে হবে ।

কিন্তু যদি আপনার মেধা, শ্রম, বুদ্ধি, অদম্য ইচ্ছাশক্তি ও বাস্তবধর্মী আইডিয়া থাকে তাহলে আপনি উদ্যোক্তা হতে পারবেন অর্থাৎ বড় ব্যবসায়ী হতে পারবেন । কিন্তু কিভাবে ?

ধরলাম আপনার কাছে বেশী মূলধন নাই কিন্তু উদ্যোক্তা বা বড় ব্যবসায়ী হবেন । তাহলে বাস্তবধর্মী আইডিয়া / বুদ্ধি বের করতে হবে  এবং সাথে অদম্য ইচ্ছাশক্তি লাগবে কারণ আপনাকে অনেক বেশী পরিশ্রম করতে হবে এবং প্রথম দিকে ধৈর্য্য ধারণ করে লেগে থাকতে হবে ।

শুরু করা যাক ব্যবসা, প্রথমেই আপনি এলাকার খোলা বাজার থেকে মরিচ, হলুদ, মসলা বা যেখানে এসব বেশি উৎপাদন হয় ও দাম কম সেখান থেকে কিনে আনবেন । এবার মরিচ, হলুদ, মসলা স্থানীয় মেশিনে গুঁড়ো করে ঘরে ২ জন কর্মী রেখে সুন্দর ডিজাইন করা প্যাকেটে প্যাকেটজাত করবেন । তারপর স্থানীয় বাজারে বিভিন্ন দোকানে গিয়ে নিজের পণ্যের গুণাগুণ বর্ণনা করলেই দেখবেন আপনার পণ্যের চাহিদা সৃষ্টি হবে । কারণ আপনি দোকান মালিককে ১০০% আত্মবিশ্বাসের সাথে বলতে পারবেন আপনার পণ্যে কোন ভেজাল নাই এবং আপনি অন্যান্য কোম্পানীর পণ্যের চাইতেও কম দিয়ে দোকানে বিক্রয় করতে পারবেন । কারণ অন্যান্য কোম্পানীর মত আপনার বিজ্ঞাপন খরচ নাই ।

মনে রাখবেন, কোন কোম্পানির পণ্যের উৎপাদন খরচের চাইতেও কয়েকগুণ বেশী খরচ হয় প্রচারণায় । আপনার পণ্যের গুণাগুণ ও দাম কম থাকবে বিঁধায় ধীরে ধীরে আপনার পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে । এভাবে স্থানীয় বাজারের পর আশে পাশের বাজার ,  তারপর নিজের উপজেলা এরপর জেলা পর্যায়ে আপনার পণ্য বাজারজাত করতে পারবেন । এভাবেই ২ বছরের মধ্যে আপনি সারা বাংলাদেশে ব্যবসা প্রসার করতে পারবেন ও প্রচুর জনবল নিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন এবং নিজেকে সফল একজন ব্যবসায়ী হিসেবে দেখতে পারবেন ।

কি ভাবছেন ? যে আইডিয়া দিলাম সেটা শুরু করে সফল হয়ে যাবেন ?  হতে পারেন অথবা আমাদের সাথে যাত্রা শুরু করতে পারেন। জেনে নিন আমাদের উদ্দেশ্য।

আমাদের উদ্দেশ্য:
১. আমাদের দেশের হিউজ একটা জনগোষ্ঠী শিক্ষাজীবন শেষ করে বেকার হয়ে পরে। তখন তাদের মাঝে একটা বড় ধরনের হতাশা কাজ করে, তাদের এই হতাশা দূরীকরণে উদ্যোক্তা সৃষ্টিই আমাদের প্রধান লক্ষ্য।
২. সমগ্র দেশে বেকারদের চাকুরির পিছনে না দৌড়ে যাতে উদ্যোক্তা হওয়ার পিছনে মনোনিবেশ করে সে বিষয়ে উদ্বুদ্ধ করা।
৩. দেশের বেকারত্ব নিরসনে উদ্যোক্তা হওয়ার কোন বিকল্প নেই, সে বিষয়ে কাজ করে যাবো আমরা।
৪. অল্প পুঁজিতে মানুষ যাতে ছোট পরিসরে হলেও কাজ শুরু করে সে বিষয়ে পরিকল্পনা প্রদান করা।
৫. দেশে যে হারে গ্রাজুয়েট বাড়ছে সে হারে চাকুরির বাজার কিন্তু প্রশস্ত হচ্ছে না, তাই আমাদের উদ্যোক্তার হওয়া ছাড়া বিকল্প কোন অপশন নেই।
৬. অনেকেই আছেন স্বাধীনভাবে জীবন যাপন করতে পছন্দ করেন তাদের জন্যে উদ্যোক্তা হওয়াটা জরুরি।
৭. চাকুরির পিছনে ছুটে চলার পরিবর্তে মানুষকে উদ্যোক্তার মধ্যেই স্বয়ংসম্পন্ন করাই আমাদের টার্গেট।

কর্মপরিকল্পনা:
দেশের ৬৪ টি জেলায় আমাদের উদ্যোক্তা টিম থাকবে।
এসব টিম গঠন করা হয়ে সফল উদ্যোক্তাদের নিয়ে।
যারা যে জেলায় উদ্যোক্তা হতে আগ্রহী তাদেরকে আমাদের এই উদ্যোক্তা টিম সহায়তা করবে।

যেভাবে যাত্রা শুরু হবে : 

সমাহার.নেট এর রিসেলার হয়ে ঘরে বসে অবসর সময়ে বিনিয়োগ ছাড়া, দৈনিক শুধু ৩-৪ ঘন্টা সময় দিয়ে পেসিভ ইনকাম শুরু করুন। ৬/৭ মাস নিয়মিত সময় দিলে মাসিক নিশ্চিত ইনকাম করতে পারবেন ৩০ থেকে ৫০ হাজার টাকা।

রিসেলার প্যানেল লিংক :- https://samahar.net/reseller/

পণ্য সামগ্রী ও সেবার প্রাইস লিংক :- https://samahar.net/store/

#এডমিন_প্যানেল।

উদ্যোক্তা হয়ে দেশ গড়ি কর্মসংস্থান তৈরি করি!

উদ্যোক্তা হয়ে দেশ গড়ি কর্মসংস্থান তৈরি করি!

আমাদের উদ্দেশ্য:
১. আমাদের দেশের হিউজ একটা জনগোষ্ঠী শিক্ষাজীবন শেষ করে বেকার হয়ে পরে। তখন তাদের মাঝে একটা বড় ধরনের হতাশা কাজ করে, তাদের এই হতাশা দূরীকরণে উদ্যোক্তা সৃষ্টিই আমাদের প্রধান লক্ষ্য।
২. সমগ্র দেশে বেকারদের চাকুরির পিছনে না দৌড়ে যাতে উদ্যোক্তা হওয়ার পিছনে মনোনিবেশ করে সে বিষয়ে উদ্বুদ্ধ করা।
৩. দেশের বেকারত্ব নিরসনে উদ্যোক্তা হওয়ার কোন বিকল্প নেই, সে বিষয়ে কাজ করে যাবো আমরা।
৪. অল্প পুঁজিতে মানুষ যাতে ছোট পরিসরে হলেও কাজ শুরু করে সে বিষয়ে পরিকল্পনা প্রদান করা।
৫. দেশে যে হারে গ্রাজুয়েট বাড়ছে সে হারে চাকুরির বাজার কিন্তু প্রশস্ত হচ্ছে না, তাই আমাদের উদ্যোক্তার হওয়া ছাড়া বিকল্প কোন অপশন নেই।
৬. অনেকেই আছেন স্বাধীনভাবে জীবন যাপন করতে পছন্দ করেন তাদের জন্যে উদ্যোক্তা হওয়াটা জরুরি।
৭. চাকুরির পিছনে ছুটে চলার পরিবর্তে মানুষকে উদ্যোক্তার মধ্যেই স্বয়ংসম্পন্ন করাই আমাদের টার্গেট।

কর্মপরিকল্পনা:
দেশের ৬৪ টি জেলায় আমাদের উদ্যোক্তা টিম থাকবে।
এসব টিম গঠন করা হয়ে সফল উদ্যোক্তাদের নিয়ে।
যারা যে জেলায় উদ্যোক্তা হতে আগ্রহী তাদেরকে আমাদের এই উদ্যোক্তা টিম সহায়তা করবে।

যেভাবে যাত্রা শুরু হবে : 

সমাহার.নেট এর রিসেলার হয়ে ঘরে বসে অবসর সময়ে বিনিয়োগ ছাড়া, দৈনিক শুধু ৩-৪ ঘন্টা সময় দিয়ে পেসিভ ইনকাম শুরু করুন। ৬/৭ মাস নিয়মিত সময় দিলে মাসিক নিশ্চিত ইনকাম করতে পারবেন ৩০ থেকে ৫০ হাজার টাকা।

রিসেলার প্যানেল লিংক :- https://samahar.net/reseller/

পণ্য সামগ্রী ও সেবার প্রাইস লিংক :- https://samahar.net/store/

#এডমিন_প্যানেল।

ঘরে বসে অবসর সময়ে বিনিয়োগ ছাড়া, দৈনিক শুধু ৩-৪ ঘন্টা সময় দিয়ে পেসিভ ইনকাম শুরু করুন।

সু-খবর!!!

সমাহার.নেট এর রিসেলার হয়ে ঘরে বসে অবসর সময়ে বিনিয়োগ ছাড়া, দৈনিক শুধু ৩-৪ ঘন্টা সময় দিয়ে পেসিভ ইনকাম শুরু করুন। ৬/৭ মাস নিয়মিত সময় দিলে মাসিক নিশ্চিত ইনকাম করতে পারবেন ৩০ থেকে ৫০ হাজার টাকা।

রিসেলার প্যানেল লিংক :- https://samahar.net/reseller/

পণ্য ও সেবার প্রাইস লিংক :- https://samahar.net/store/

যে কোন শারীরিক সমস্যায় বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারবেন মাত্র দশ টাকায়!

সমাহার.নেট ওয়েবে লিস্টেট বিশেষজ্ঞ ডাক্তারগণ থেকে যে কোনো ডাক্তার দেখাতে অ্যাপয়ন্টমেন্ট নিন।

মনে রাখবেন, সমস্যা যত ছোটই হোক, দোকানির পরামর্শে কখনোই ওষুধ কিনে খাবেন না। উল্টোপাল্টা চিকিৎসা না নেওয়াই ভালো।

সিরিয়ালের জন্যে : রিসেলারের সাথে বা সেলার সেন্টারে যোগাযোগ করুন।

* পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলবে।  ** শর্ত প্রযোজ্য।

বিজনেস করতে টাকা লাগেনা, লাগে অন্য কিছু – এম এস হাবিবুর রহমান।

বিজনেস করতে টাকা লাগেনা!  এইটুকু শোনে হয়তো কেউ কেউ গালি দিচ্ছেন অথবা কেউ কেউ আবাল ভাবছেন।

সত্যি সত্যিই বিজনেস করতে হলে টাকা লাগে না, লাগে মাত্র সুযোগ বা বিজনেস করে সফল(উপরে উঠতে) হতে একটি মাত্র সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে স্টেপ বাই স্টেপ উপরে উঠবেন মানে সফল হবেন।

বিস্তারিত জানতে সেমিনারে অংশগ্রহণ করুনঃ….

মাত্র ৭৫০ টাকায় রুম হিটার!

শুধুমাত্র আজকের দিনের জন্য !!! অফার !!! 750 টাকায় রুম হিটার
তীব্র শৈত্য প্রবাহে যখন জীবন এখন একদম ঘর বন্দি,হাত পা জমে বরফ হয়ে যাচ্ছে?
নো টেনশন # মিনি হিটার হতে পারে আপনার পরম বন্ধু

?বৈশিষ্ট্য সমূহ ?
১ # যেকোনো স্থানে নিয়ে ভ্রমন করা যায়
২ # মাত্র 130W বলে বিদ্যুৎ খরচ ১০০ টাকার ও কম সারা মাস ব্যবহার করে
৩ # অটোমেটিক পাওয়ার অফ হবে রুম টেম্পারেচার বেশি হলে
৪ # 12/14 সাইজ এর রুম খুব সহজেই গরম করে ফেলে
৫ # 220V সরাসরি বিদ্যুৎ চালিত
৬ # ৩০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি
৭# ( মডেল 2021 )তাই বুঝতেই পারছেন কত আধুনিক টেকনলজি ব্যবহার করা হয়েছে
৮# ইউরোপীয়ান দের প্রথম পছন্দএর মিনি হিটার তাই ইউরোপিয়ান কোয়ালিটি এই হিটার পাচ্ছেন এখন আমাদের কাছে
৯ # ছোট বাচ্চা অথবা বয়স্কদের জন্য শতভাগ কার্যকারি মিনি হিটার
১০ # পড়ার টেবিল,বারান্দা,অফিস,দোকান, ড্রয়িং রুম , নামাজ এর স্থান যেকোনো জায়গায় ব্যবহার উপোযগি
১১ # CE RoHS সার্টিফাই <50db noise
১২ # পোষì প্রাণীর জন্যও দারুন উপযোগী
১৩# দাম ২৫০০ টাকা
?পণ্য ক্রয় করার জন্য প্রোডাক্ট এর ছবি „পরিমান এবং ঠিকানা দিয়ে মেসেজ করুন ইনবক্স এ অথবা কল করুন 01760395008
? ঢাকার ভিতর ডেলিভারী চার্জ টাকা 70 টাকা .হোম ডেলিভারী হবে,,পন্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন
? ঢাকার বাইরে হোম ডেলিভারি নেয়ার জন্য ফুলপেমেন্ট করতে হবে
#roomheater #miniheater #comforter #warmer #electric #heat #bedsheet #winter #ac #heater

Cart
Your cart is currently empty.