টেলিকম সেক্টরের মত ব্রডব্যান্ড সেক্টরেও Reliance Jio (JioFiber)-র আগমনে অন্যান্য কোম্পানিগুলির ওষ্ঠাগত প্রাণ। গ্রাহক ধরে রাখতে তাই প্রতিটি কোম্পানি চেষ্টা করছে নিত্যনতুন অফার আনতে। সম্প্রতি Tata Sky ব্রডব্যান্ডও তাদের গ্রাহকদের জন্য চমৎকার অফার নিয়ে হাজির হল। এই অফারে কোম্পানিটি প্ল্যানের সাথে বিনামূল্যে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই রাউটার (dual-band Wi-Fi router) দেবে। পাশাপাশি যারা নতুন কানেকশন নেবেন তাদের জন্য বিনামূল্যে ইনস্টলেশনের সুবিধাও থাকবে।

টেলিকম সেক্টরের মত ব্রডব্যান্ড সেক্টরেও Reliance Jio (JioFiber)-র আগমনে অন্যান্য কোম্পানিগুলির ওষ্ঠাগত প্রাণ। গ্রাহক ধরে রাখতে তাই প্রতিটি কোম্পানি চেষ্টা করছে নিত্যনতুন অফার আনতে। সম্প্রতি Tata Sky ব্রডব্যান্ডও তাদের গ্রাহকদের জন্য চমৎকার অফার নিয়ে হাজির হল। এই অফারে কোম্পানিটি প্ল্যানের সাথে বিনামূল্যে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই রাউটার (dual-band Wi-Fi router) দেবে। পাশাপাশি যারা নতুন কানেকশন নেবেন তাদের জন্য বিনামূল্যে ইনস্টলেশনের সুবিধাও থাকবে।

টাটা স্কাই ব্রডব্যান্ড প্ল্যান

টাটা স্কাইয়ের এই মুহূর্তে পাঁচটি ব্রডব্যান্ড প্ল্যান বাজারে উপলব্ধ, যেখানে ৫০ এমবিপিএস থেকে ৩০০ এমবিপিএস স্পিড পাওয়া যায়। এই প্ল্যানগুলি তে আনলিমিটেড ডেটা (৩.৩ টিবি) উপভোগ করেন ইউজাররা। পাশাপাশি কোম্পানির দাবি অনুযায়ী, তাদের ফাইবার নেটওয়ার্ক ৯৯.৯% আপটাইম অফার করে।

Tata Sky Broadband এর ৫০ এমবিপিএস স্পিডের প্ল্যানটি একমাসের জন্য রিচার্জ করা সম্ভব নয়। অন্ততপক্ষে তিনমাসের জন্য এই প্ল্যানের সাবস্ক্রিপশন নিতে হবে। এরজন্য খরচ হবে ২০৯৭ টাকা। আবার ১০০ এমবিপিএস স্পিডের প্ল্যানটির মাসিক চার্জ ৯৫০ টাকা।

এদিকে মাসিক ১,০৫০ টাকার প্ল্যানটি বেছে নিলে পাওয়া যাবে ১৫০ এমবিপিএস ইন্টারনেট স্পিড। অন্যদিকে ২০০ এমবিপিএস স্পিডের প্ল্যানটির জন্য প্রতিমাসে খরচ হবে ১,১৫০ টাকা। আবার ১,৬০০ টাকার প্ল্যানটি চয়ন করলে, ৩০০ এমবিপিএস স্পিডে ইন্টারনেট পাওয়া যাবে।

এই প্ল্যানগুলির কোনো একটি বেছে নিলে বিনামূল্যে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই রাউটার পাওয়া যাবে। পাশাপাশি কোম্পানি ল্যান্ডলাইন কানেকশনও বিনামূল্যে অফার করছে।