আপনার গুগল অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। চমকাবেন না। এমনই নিয়ম নিয়ে এসেছে গুগল। এর মধ্যে যেমন রয়েছে গুগল ফটোজে বিনামূল্যে ছবি রাখার সুবিধা বন্ধ হয়ে যাওয়া, তেমনই জিমেল অ্যাকাউন্টও বিশেষ কারণে বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে টেক জায়েন্ট গুগল।

জানা গিয়েছে এমন অনেক জিমেল অ্যাকাউন্ট রয়েছে যা দু বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করা হয় না। সেইসব অ্যাকাউন্টকে বাতিল ঘোষণা করবে গুগল বলে খবর। গুগল জানিয়েছে ২০২১ সালের ১লা জুন থেকে এই অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে।

শুধু ইনঅ্যাক্টিভ গুগল অ্যাকাউন্টই নয়, যে সব অ্যাকাউন্টে নির্ধারিত স্টোরেজের বেশি ডেটা রয়েছে, সেই অ্যাকাউন্টগুলিকেও ইনঅ্যাক্টিভ ঘোষণা করা হবে। যদিও গুগল জানিয়েছে এই অ্যাকাউন্টগুলি হঠাত বন্ধ করে দেওয়া হবে না। এজন্য অ্যাকাউন্ট হোল্ডারকে আগে থেকে সতর্ক করা হবে।

তথ্য অনুযায়ী যে সব অ্যাকাউন্ট হোল্ডাররা জিমেল, গুগল ড্রাইভ, ডকুমেন্টস, শিটস, স্লাইডস, ড্রইংস, ফর্মস, জ্যামবোর্ড ফাইলস ২ বছরের ওপর পড়ে রয়েছে, সেগুলিকে ডিলিট করে দেওয়া হবে। ২০২১ সালের পয়লা জুনের পর থেকে এই সব ফাইলস আর পাওয়া যাবে না।

এরকম ভাবেই যদি নির্ধারিত স্টোরেজের বেশি পরিমাণ ডেটা কোনও অ্যাকাউন্ট হোল্ডার ব্যবহার করেন, তবে সেটিও ডিলিট করে দেবে গুগল বলে জানানো হয়েছে।

একটি ব্লগে গুগল জানিয়েছে এই ধরণের পদক্ষেপ নেওয়ার আগে অ্যাকাউন্ট হোল্ডারদের একাধিক বার সতর্ক করা হবে। এই ফাইলসগুলি প্রয়োজনীয় হলে তা অন্যত্র সরিয়ে দেওয়ার অপশনও দেওয়া হতে পারে। অ্যাকাইন্ট ইনঅ্যাক্টিভ হওয়া থেকে বাঁচাতে জিমেলে সক্রিয় হওয়ার পরামর্শ দিচ্ছে গুগল।

তাই অ্যাকাউন্ট হোল্ডারদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। ডিলিট হওয়ার আগে, প্রয়োজনীয় নথি ও ডেটা সরিয়ে ফেলার ব্যবস্থা করলেই সমস্যা থাকবে না। এতে সুবিধা হবে ব্যবহারকারীদেরই। অ্যাকাউন্ট হালকা হবে। কাজও দ্রুত হবে। নিয়মিত সক্রিয় রাখলে অ্যাকাউন্ট ডিলিট হবে না।