অফিসে যাওয়ার আগে লু নামের এক মহিলা তাঁর দুই বছরের সন্তানের হাতে দিয়েছিলেন আইফোন। খেলার ছলেই আইফোনের লক সিস্টেমে বার বার হাত দেয় শিশুটি। ফলে ২ কোটি ৫০ লক্ষ মিনিট পর্যন্ত লক হয়ে যায় ফোনটি।

বাড়ি ফিরে এ অবস্থা দেখে লু তো অবাক। সঙ্গে সঙ্গে আইফোন কাস্টমার কেয়ারে ফোন দিলেন।

আইফোনের কাস্টমার কেয়ার থেকে জানানো হলো, লক হয়ে যাওয়া আইফোন স্বাভাবিক হতে সময় লাগবে ৪৭ বছর! অপেক্ষা করুন! নাহলে ফোনের সব ডেটা ফরম্যাট করে নতুন করে ব্যবহার করুন।

শেষ পর্যন্ত ফোনটি ফরম্যাট করে ব্যবহার শুরু করেছেন লু।

DMP NEWS