ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার সমূহের বিস্তারিত

Walton:

অফারের সময়সূচীঃ ০১ জানুয়ারি, ২০২১ থেকে ৩১ জানুয়ারি, ২০২১ পর্যন্ত

  • গ্রাহক নির্দিষ্ট পণ্যে ক্রয় করে ১০% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন
  • ওয়েবসাইটে প্রবেশ করে গ্রাহকের পণ্য অর্ডার করতে হবে।
  • কোন পণ্যের উপর ডিসকাউন্ট পাওয়া যাবে সেই তথ্য সমাহার.নেট এর নির্দিষ্ট সেল সেন্টার ম্যানেজারের কাছে পাওয়া যাবে।
  • ডিসকাউন্ট সম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত মার্চেন্ট কর্তৃক নির্ধারিত হবে।
  • লিমিট: নির্দিষ্ট পণ্যের উপর লিমিট প্রযোজ্য হবে।

অফারের শর্তাবলী

  • যদি মার্চেন্ট কোনো পণ্যের প্রাপ্যতা ও তার ডেলিভারি নিশ্চিত না করতে পারে, সেক্ষেত্রে সমাহার.নেট তার দায়ভার নেবে না। মার্চেন্ট গ্রাহককে কোনো পণ্য সঠিকভাবে ডেলিভারি না করতে পারার দরুন যদি তা পুনরায় পরিশোধ করতে হয়, সেক্ষেত্রে ট্রানজ্যাকশন বাতিল হবে না এবং সমাহার.নেট ঐ নির্দিষ্ট ট্রানজ্যাকশনের গ্রাহকের ডিসকাউন্ট লিমিট পুনর্বহাল করতে বাধ্য নয়।  গ্রাহক ঐ লেনদেনের জন্য ডিসকাউন্ট অফারটি গ্রহণ করেছেন বলে ধরে নেওয়া হবে।
  • ছবিতে দেখানো সকল পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করার দায়ভার শুধুমাত্র ক্যাম্পেইন অংশগ্রহণকারী মার্চেন্ট এর। সমাহার.নেট কেবল গ্রাহকের কাছে বিজ্ঞাপন প্রচার করে থাকে।
  • যদি কোনো গ্রাহক ভুল পণ্য অর্ডার করেন, তাহলে গ্রাহকের দাবি ও বৈধতার ভিত্তিতে ক্যাম্পেইন শেষ হওয়ার পর সমাহার.নেট বিষয়টি যাচাই করবে এবং বৈধতা সাপেক্ষে সমাধান দেওয়ার চেষ্টা করবে।
  • সমাহার.নেট কোন পূর্ব নোটিশ ছাড়াই ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাদি এবং মার্চেন্ট অথবা আউটেলেটের অংশগ্রহণ পরিবর্তন/সংশোধন বা সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
Cart
Your cart is currently empty.