করোনার মিছিল
শিশির আহাম্মেদ খান
মরব যখন একলা কেন
মরব সবাই মিলে !
করোনাভাইরাস বয়ে নিব
ঈদের ছুটি পেলে ।
যানবাহন নাই থাকুক
যাব পায়ে হেটে,
কার আগে কে যাবে
কাধে কাধে মিলে !
আহাম্মক এক মাতাল জাতি
করোনার কি দুশ ?
শহরের রোগ গ্রামের পথে
চলছে ছুটে রোজ ।
করোনার ছোঁয়ায় লাশের মিছিল
বাড়ছে রোজ রোজ,
তবু মোদের করোনার লাগি
ডাকছি মিছিল, করছি করোনার ভোজ।