সফল হওয়ার চেষ্টা করার চেয়ে দক্ষ হওয়ার চেষ্টা করা ভালো।তাহলে সাফল্য জীবনে এমনি এমনিই চলে আসবে..

0

জীবনে দক্ষ হওয়াটা  খুব বেশিই জরুরি বর্তমান সময়ে। ব্রেইনটাকে দক্ষ না বানালে যে কোনো জায়গায় গিয়ে ঠেকতে হয় প্রতি নিয়তই আমাদের। নিজের ভালো কাজটি প্রকাশে বেগ পেতে হয় অনেক বেশি,কিন্তু দেখা যায়, জবের ক্ষেএে দক্ষতাটাই বেশি দেখে সব কম্পানি,কে কতোটা এক্সপার্ট ঐ কাজে,তাকেই হায়ার করা হয়,কাজেই দক্ষতা অর্জন করাটা খুবই জরুরি আমাদের জন্য, এটার জন্য নিয়মিত  স্টাডি করে যেতে হবে। নির্দিষ্ট কোন বিষয়ে। যেকোনো টপিক এর ওপরে সার্চ করে পড়তে হবে তার খুটিনাটি বিষয়গুলো রপ্ত করতে হবে৷। 

অনলাইনে সকল কিছুর সমাধান রয়েছে,শুধু সার্চ করলেই সেই সব টপিক নিয়ে শতশত পোস্ট সামনে চলে আসে এতে করে সুবিধা হয় স্টাডি করতে। নতুন কিছু জানা নিয়ে যাদের আগ্রহ বেশি থাকে তারা অনায়াসে এগিয়ে যায়।।ব্রেইন আপনাকে ততোক্ষণই সাপোর্ট দিবে যতোক্ষণ আপনি ব্রেইনের জন্য ইফোর্ট দিতে পারবেন। আপনি একই স্থানে বারবার লক্ষ্যে ফেল করবেন ব্যর্থ হবে। ব্যর্থতার কোন কারন খোঁজও পাবেন না।হতাশ হবেন, গোলক ধাঁধায় পরবেন। জাম্পিং করবেন আজ এটা কাল ঐটা আপনার মূল কাজ কোনাট সেটা আর খোজেঁ পাবেন না। ব্যর্থতা হবে আপনার জীবন সঙ্গী। যদি সফল হতে চান তাহলে নির্দিষ্ট একটা বিষয় এ নিজেকে দক্ষ করে গড়ে তোলুন। আলবার্ট আইনস্টাই বলেছেন, ”সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো। সাফল্য এমনিই আসবে”

আপনি কি করতে চান? কেন করতে চান? কি ভাবে করতে চান? কত দিনের মাঝে করতে চান?? শেষ কোথায় হবে আপনার অবস্থান??  এভাবে নিজেকে প্রশ্ন করুন খাতায় লিখুন এবং সমাধান পষ্ট ভাবে লিখুন, সাথে নিয়মিত কাজ করে যান ,একজন দক্ষ মানুষ হিসেবে তৈরি করে তুলোন।দেখবে সফলতা  আপনার জন্য অপেক্ষায় আছে।

  অন্যথায়, কিছুই করতে পারবে না।।দক্ষতার মূল্য টাকা দিয়েও মাপা যায় না। মনে রাখবেন হাজার টা দক্ষতা থাকলেও আপনি ব্যর্থ হবেন, যদি না আপনার ‍একটি বিষয়ে দক্ষতায় স্বয়ংসম্পূর্ণ না হয়ে  থাকেন।

মানুনূর রশিদ

নিউজ সমাহার

NewsSamahar 

newssamahar@gmail.com

Choose your Reaction!
Leave a Comment
Cart
Your cart is currently empty.