মোটরসাইকেল কেনার আগে যে কথাটি সবার আগে চিন্তা করতে হয় তাহলো জ্বালানি সাশ্রয়ী কি না! জ্বালানি সাশ্রয়ী মোটরসাইকেল কেনার প্রতি মোটরসাইকেল প্রেমীদের বরাবরই একটু বেশি ঝোক রয়েছে। দুর্দান্ত গতি, রেট্রো স্টাইল, টর্ক, গিয়ার ছাড়াও একটি মোটরসাইকেল কেনার সময় জ্বালানি খরচের কথা চিন্তা করাটাই স্বাভাবিক। এক্ষেত্রে যারা মোটর বাইক কিনবেন তাদের জন্য দুইটি সেরা অপশন হতে পারে। এগুলো ৯০ কি.মি. মাইলেজ দিতে পারে।
একাধিক রঙে এই মডেলটি পাওয়া যায়।
হিরো এইচএফ ১০০
বাজাজের সিটি ১০০-এর মতোই আর একটি বাইক হল হিরো মটোকরপোরেশনের এইচএফ১০০। সংস্থার তরফে দাবি করা হয়েছে, এটি প্রতি লিটারে ৭০ কি.মি. পর্যন্ত যায়।
এই মডেলটিতে আই৩সেন্সর-এর সুবিধা দিয়েছে হিরো। এই সেন্সর পেট্রোলের খরচ কমায়। এছাড়া এটিতে রয়েছে ইনস্ট্যান্ট পিক-আপের সুবিধা। একাধিক রঙে এই মডেলটি পাওয়া যায়।