আজ খুব কমন একটি মেকাপ পণ্য ফেয়ার এন্ড লাভলী নিয়ে কথা বলব। আজ আমাদের রিভিউটি হবে সেই ফেয়ার এন্ড লাভলী বিবি ক্রিম রিভিউ নিয়ে। আমি কয়েক দিন আগেই এটা কিনেছি আমার বাসার কাছের একটি দোকান থেকে। তাই লিখছি কারণ, জেনে রাখুন ফেয়ার এন্ড লাভলী বিবি ক্রিম এটি আপনার জন্য দরকার কিনা।ছোটবেলা থেকে আমাদের মা, খালাদের ফেয়ার এন্ড লাভলী ব্যবহার করে আসতে দেখছি।
ফেয়ার এন্ড লাভলী বিবি ক্রিমের দাম :
১৮ গ্রামের দাম 180 TAKA।
ফেয়ার এন্ড লাভলী বিবি ক্রিম এর ভাল দিক
সব জায়গায় সহজে পাওয়া যায়।
দাম কম।
ফেয়ার এন্ড লাভলী বিবি ক্রিমটি ভ্রমন বান্ধব
সবার হাতের নাগালে আছে।
ত্বকে সাদাটে ভাব নিয়ে আসে।
ফেয়ার এন্ড লাভলী বিবি ক্রিম এর খারাপ দিক
একটি মাত্র শেডে আছে, রাবার লাইক ফিল হয়।
সহজে ত্বকে মিশে যায় না।
ত্বক ন্যাচারাল লাগে না।
ড্রাই পার্ট গুলি আরও ড্রাই করে ফেলে।
গরমে বেশিক্ষন ত্বকে ভাল ভাবে থাকে না।
ফেয়ার এন্ড লাভলী বিবি ক্রিম এর রেটিং।
সেলফ লাইফ -২৪ মাস উৎপাদনের তারিখ হত।
আমার অভিজ্ঞতা ঃ
প্রথম যখন আমি ফেয়ার এন্ড লাভলী বিবি ক্রিম টি দেখেছিলাম তখন কিনতে চাইনি। কিন্তু এটা খুব কম মূল্য দেখে মনে হল কিনেই ফেলি-যদি ভাল নাও হয় তবুও খুব বেশী ক্ষতি হবে না। কিন্তু, অন্য বিবি ক্রিম এর দাম ফেয়ার এন্ড লাভলী বিবি ক্রিমের দাম এর চেয়ে বেশী। কেনার পর বাসায় এসে প্রথমেই আমি এই ক্রিমের রিভিউ খুজলাম অন লাইনে। আমার মনে হল সহজেই আমি এর রিভিউ খুঁজে পাব। কিন্তু তেমন পেলাম না।
আরও পড়তে পারেন >>
গার্ণীয়ার বিবি ক্রিম না পন্ডস বিবি ক্রিম -কোনটি বেছে নেবেন আপনি?
ফেয়ার এন্ড লাভলী বিবি ক্রিম এর প্যাকেজিংঃ
ফেয়ার এন্ড লাভলী বিবি ক্রিম একটি ছোট টিউবে এসেছে এবং টিউবটি মেটালিক ফিনিশ দেয়া লুক। এটি ভাল মানের প্লাস্টিক দিয়ে তৈরি।
এতে একটি ঘুরানো ক্যাপ আছে যা টিউবের সাথে খুব ভালভাবে আটকে থাকে এবং এটি সাদা রঙের। প্যাকেজিং এ তেমন ফ্যান্সি কিছুই নেই।কিন্তু যে দামে আপনি পণ্যটি পাচ্ছেন সেই তুলনায় প্যাকেজিং ভাল ও ভ্রমন বান্ধব। এবং. ৯ গ্রামের একটি ছোট প্যাকেট পাওয়া যায় যা মেয়েরা সব জায়গায় নিয়ে যেতে পারে। ফেয়ার এন্ড লাভলী বিবি ক্রিমটা তাদের জন্যও ভাল যারা আগে ছোটটি ট্রাই করে দেখতে চান বড়টি কেনার আগে।
কি কি আছে এই ফেয়ার এন্ড লাভলী বিবি ক্রিম এ তা এক নজরে দেখে নিন -নীচের এই লিস্ট থেকে –
শেড
ফেয়ার এন্ড লাভলী বিবি ক্রিম একটি মাত্র শেডে পাওয়া যাবে। তাই ফর্সা বা শ্যামলা রঙের মেয়েদের জন্য এই শেডটি বেশ ভাল। তবে আমি ঠিক বুজতে পারছি না এটা ওয়ার্ম টোণ এ জন্য ঠিক কিনা। তাই আমি বলব যাদের গায়ের রঙ হলদেটে টোণ তাদের জন্য এই শেড টি ঠিক মানানসই নয়।
ফেয়ার এন্ড লাভলী বিবি ক্রিম এর টেক্সচার ঃ
এই ফেয়ার এন্ড লাভলী বিবি ক্রিমটির সবচেয়ে খারাপ হত এর টেক্সচার । এটি রাবারের মতো। এটা আমার ত্বকের শুকনো যায়গাগুলি আরও শুকনা করে। আর অয়েলী পার্টগুলিতে আরও প্যাঁচ তৈরি করে।। এটা খুব সহুজে ত্বকে মিশিয়ে ফেলা যায় না। বেশ কিচ্ছুক্ষন ব্লেন্ড করতে হয়। আমার ত্বকে কেমন যেন একটা সাদাটে ভাব নিয়ে আসে-যা আমি খুব পছন্দ করি না।
বিবি ক্রিম এর ব্যবহার :৫ টি দারুন উপায়
ফেয়ার এন্ড লাভলী বিবি ক্রিম এর ঘ্রান :
এটাতে ফেয়ার এন্ড লাভলীর ক্রিমটির খুব সাধান ঘ্রানটি রয়েছে। এটার ঘ্রান ভাল; কিন্তু অনেকেরই এটার ঘ্রানে মাথা ব্যথা করে। এটা লাগানোর পর ত্বকে বেশ কিছুক্ষন ঘ্রান থাকে।
আমি আবার কিনব কিনা – না আমার ত্বকের জন্য এটি সঠিক ক্রিম নয়। তাই ফেয়ার এন্ড লাভলী বিবি ক্রিম টি আবার কিনব না।
ফেয়ার এন্ড লাভলী পাউডার ক্রিম কি জানতে হলে পরের পর্বে আসছি??