মার্ভেল কমিকসের ওপর নির্ভর করে তৈরি এই সিনেমাটিকে নিয়ে যুব প্রজন্মের মধ্যে উত্তেজনা তুঙ্গে। তারই প্রাক্কালে এখন সবচেয়ে ট্রেন্ডিং ফটো ফিল্টার হয়ে উঠেছে কার্টুন বা কমিকস ফিল্টার। এই ফিল্টারগুলির মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার ছবিতে কার্টুন বা কমিকসের বিশেষ স্কেচ এফেক্টটি ব্যবহার করতে পারবেন এবং আপনার ছবিটিকে মার্ভেল কমিকসের লুক দিতে পারবেন। আজ আমরা এখানে এমনই কিছু মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটের ব্যাপারে কথা বলব যেগুলো ব্যবহার করে আপনারা ফটোশপ ছাড়াই সহজে কার্টুন ফিল্টার ব্যবহার করতে পারবেন আপনার ছবিতে।
১. BEFUNKY : এই অ্যাপটির মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার ছবিতে কার্টুন ইফেক্ট ব্যবহার করতে পারবেন। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি আপনারা বিনামূল্যে পেয়ে যাবেন। এই অ্যাপটিতে কাজ করতে হলে প্রথমে আপনাকে আপনার ছবিটি অ্যাপে আপলোড করতে হবে অথবা একটি ছবি তুলতে হবে। তারপর আপনাদের আপনার পছন্দমত ফিল্টারটি বেছে নিতে হবে। ফিল্টার লিস্টে আপনারা অনেক রকম ফিল্টার পেয়ে যাবেন যেমন পেন্সিল, কার্টুন, কালার্ড কার্টুন ইত্যাদি। যেকোনো একটা ফিল্টার চুজ করে কিছুক্ষণ অপেক্ষা করলেই আপনারা আপনাদের পছন্দমত এফেক্ট দেওয়া ছবি পেয়ে যাবেন।
২. CARTOONIZE : এটি একটি ওয়েবসাইট যার মাধ্যমে আপনারা আপনার ছবিতে কার্টুন এফেক্ট ব্যবহার করতে পারবেন।
এটি ব্যবহার করে কার্টুন এফেক্ট দিতে কিছু স্টেপস আপনাকে ফলো করতে হবে।
স্টেপ ১- প্রথমে আপনাকে আপনার মোবাইল ব্রাউজারে ডেস্কটপ মোড সিলেক্ট করতে হবে তারপর cartoonize.net ওয়েবসাইটটি ওপেন করতে হবে।
স্টেপ ২. এখানে আপনাদের আপলোড ফ্রম ডিস্ক অপশনটি সিলেক্ট করে তারপর আপলোড বাটনে ক্লিক করতে হবে।
স্টেপ ৩- এরপর আপনাকে আপনার ছবি ওয়েবসাইটে আপলোড করতে হবে। এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।
স্টেপ ৪- এখানে আপনাকে উপরে বাঁদিকে কমলা রংয়ের পেনসিল আঁকা বাটনটিতে ক্লিক করতে হবে। তারপর আপনি বিভিন্ন কার্টুন ফিল্টার বিকল্প পাবেন। সেখান থেকে পছন্দের ফিল্টারটি আপনাকে সিলেক্ট করতে হবে তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তাহলে আপনার ছবিতে কার্টুন এফেক্ট চলে আসবে।
৩. B612 : এই অ্যাপটি আপনারা হয়ত সকলেই ব্যবহার করে থাকবেন। এই অ্যাপটিতেও একটি বিশেষ ফিল্টার রয়েছে যার নাম Marvel ফিল্টার। এই ফিল্টারটি ব্যবহার করেও আপনারা আপনার ছবিতে কার্টুন এফেক্ট দিতে পারবেন।
For You, With You, For Ever….
সমাহার ডট নেট-এর পণ্য সামগ্রী ও সেবা পেতে রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন।
- অ্যাপ, সফটওয়্যার, ওয়েবসাইট, ডিজিটাল মার্কেটিং ও ডোমেইন হোস্টিং রেজিস্টেশন করা হয়।
- নিত্য প্রয়োজনীয় সামগ্রী, ফ্যাশন, পারফিউম, মেডিসিন, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ, টিভি, ক্যামেরা, মোটরবাইক, আসবাবপত্র, এপার্টমেন্ট, বাণিজ্যিক এবং আবাসিক প্রপাটির পাশাপাশি জমি ও প্লট সুলভ মূল্যে বিক্রি করা হয়। ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ ভোক্তাদের জন্য নিবেদিত বিভিন্ন রকমের সার্ভিসগুলো দেয়া হয়।
- আমাদের রিসেলার হয়ে অবসর সময়ে বিনিয়োগ ছাড়া, দৈনিক শুধু ৩-৪ ঘন্টা সময় দিয়ে নিশ্চিত পেসিভ ইনকাম করুন। ৬/৭ মাস নিয়মিত সময় দিলে অবশ্যই মাসিক ৩০ থেকে ৫০ হাজার টাকা ইনকামের নিশ্চয়তা রয়েছে।
- আকর্ষণীয় কমিশনে ডিলার, এজেন্ট ও সেলার সেন্টার দেয়া হচ্ছে…
এছাড়াও আপনি আপনার ব্যবসার জন্য ট্রেডিশনাল মার্কেটিং অথাৎ সরাসরি আপনার ব্যবসার প্রচার করাতে চাইলে। সমাহার ডট নেট এর সাথে যোগাযোগ করতে পারেন। যেখান থেকে আপনি আপনার ব্যবসার জন্য খুবই কম খরচে ডিজিটাল মার্কেটিং অথবা ট্রেডিশনাল মার্কেটিং করাতে পারবেন। এছাড়া ও সমস্ত প্রকার ডিজিটাল অথবা ট্রেডিশনাল সুবিধা নিতে পারবেন।
আপনি যদি আপনার ব্যবসাকে কি ভাবে অনলাইনে নিয়ে যাবেন বা ব্যবসাকে বড় করবেন অথাৎ ব্যবসার প্রসার ঘটাবেন তা জানতে চান তবে , সময় নষ্ট না করে এখুনি রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন। তার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। সম্পূর্ণ ফ্রীতে আপনি পরামর্শ পাবেন।
আশা করি এই পোস্টটি আপনাকে দরকারী কিছু তথ্য দিয়েছে। পরবর্তী পোস্ট পাওয়ার জন্য সাথেই থাকুন
You must be logged in to post a comment.