বিদেশে বসে দেশে বিজনেস করুন।
১। বিদেশে বসে দেশে বিজনেস করুনঃ এই আহ্বান করার উদ্দেশ্য কি?
২। বিদেশে বসে দেশে বিজনেস করা কি আসলে সম্ভব?
৩। কিভাবে বিদেশে বসে দেশে বিজনেস করবো?
আমি দেখলাম যারা ভাগ্যর পরিবর্তন বলি বা পরিবারের অর্থনৈতিক উন্নয়ন করার জন্যে জীবন বাজি রেখে বিদেশে পাড়ি জমান তারা দেশে এসে বেশির ভাগ আবার বেকারই হয়ে পরেন। তবে কেউ কেউ দেশে এসে ছোটখাটো বিজনেস শুরু করেন ৬ মাস কিংবা ১ বছর বিজনেস করে লস দিয়ে আবার বিদেশে পাড়ি জমান। আবার কেউ কেউ পারিবারিক অর্থনৈতিক বিশাল উন্নয়ন করে থাকেন। আরো খেয়াল করলাম বিদেশে থেকে বাড়িতে টাকা পাঠায় এক কাজ করার জন্যে কিন্তু বাড়ির লোক সেই কাজ না করে টাকা অন্য কাজে খরচ করে থাকে।
এখন বলি উদ্দেশ্যের কথা, আপনারা চাইলে বিদেশে বসে দেশে বিজনেস করতে পারেন অথবা দেশে বিজনেস পজিশন ঘুচিয়ে দেশে আসতে পারেন। অথবা বিদেশে অবসর সময়ে দেশের মানুষের সাথে কথা বলে, যোগাযোগ রেখে যে সময় দেন সেই সময়কে কাজে লাগিয়ে বিজনেস করতে পারেন।
২। বিদেশে বসে দেশে বিজনেস করা কি আসলে সম্ভব?
অবশ্যই সম্ভব। যেমন আমি বাংলাদেশে থেকে ২০ + দেশে বিজনেস করেছি। এছাড়া ফেসবুক, গুগল, অ্যামাজন, আলিবাবা সহ বহু কোম্পানি করছে। চাইলে আপনিও করতে পারেন।
৩। কিভাবে বিদেশে বসে দেশে বিজনেস করবো?
বিদেশে বসে দেশে বিজনেস করতে পারেন ২ (দুই) ভাবে। ১. বিনিয়োগ ছাড়া। ২. বিনিয়োগ করে।
তবে যে ভাবেই করেন না কেনো কি ধরণের পণ্য বা সেবা নিয়ে শুরু করবেন সেই সিদ্ধান্ত একান্তই আপনার।
যদি বিনিয়োগ ছাড়া বিজনেস করতে ইচ্ছুক থাকেন তবে আমদের কোম্পানি যে সকল পণ্য সামগ্রী বিক্রি করে থাকে ও সেবা সমূহ দিয়ে থাকে তার অর্ডার নিবেন। আমরা পণ্য সামগ্রী সময় মতো পৌঁছে দিবো ও সেবা সমূহ দিবো।
বিনিয়োগ করতে ইচ্ছুক হলে কল করুনঃ ০১৭১১১১৩৮৫২
আমাদের সেবা সমূহ ও পণ্য সামগ্রীঃ
# অ্যাপ, সফটওয়্যার, ওয়েবসাইট তৈরি করা ও ডোমেইন, হোস্টিং রেজিষ্ট্রেশন করা।
#নিত্য প্রয়োজনীয় সামগ্রী, ফ্যাশন, পারফিউম, মেডিসিন, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ, টিভি, ক্যামেরা, মোটরবাইক, আসবাবপত্র, এপার্টমেন্ট, বাণিজ্যিক এবং আবাসিক প্রপাটির পাশাপাশি জমি ও প্লট সুলভ মূল্যে বিক্রি করা হয়। ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ ভোক্তাদের জন্য নিবেদিত বিভিন্ন রকমের সার্ভিসগুলো দেয়া হয়।
#আমাদের রিসেলার হয়ে অবসর সময়ে বিনিয়োগ ছাড়া, দৈনিক শুধু ৩-৪ ঘন্টা সময় দিয়ে নিশ্চিত পেসিভ ইনকাম করুন।
#আকর্ষণীয় কমিশনে ডিলার, এজেন্ট ও সেলার সেন্টার দেয়া হচ্ছে…
এম এস হাবিবুর রহমান
লেখক ও উদ্দ্যোক্তা
মোবাইলঃ ০১৭১১১১৩৮৫২
You must be logged in to post a comment.