কল্পনার রং তুলি
শিশির আহাম্মেদ খান
কল্পনায় অনেক কিছু
বাস্তবে তা মিথ্যা,
কল্পনায় যা ঘটে
বাস্তবে তা কিতসা।

বাস্তব অনেক কঠিন
বুঝা বড় দ্বায়,
কল্পনা শুধু কল্পনায়
বাস্তবতা আর নয় ।
কল্পনার কলম খানি
একটু না বাকাঁ!
কল্পনার রং তুলি
অচিন পুরের ছবি আঁকা।
কল্পনা ফুরিয়ে গেলে
বাস্তব যায় দেখা ।
You must be logged in to post a comment.