নিজের বিজনেস সম্পর্কে কাস্টমারদের জানানোর জন্যে ওয়েবসাইট তৈরি করুন।

0

নিজের বিজনেস সম্পর্কে কাস্টমারদের জানানোর জন্যে ওয়েবসাইট তৈরি করুন।আপনি যদি আপনার ব্র্যান্ডের প্রসার চান প্রথমত ওয়েবসাইট তৈরি করুন, যেখানে আপনার বিজনেস তথ্য পাওয়া যাবে।

এক্ষেত্রে প্রয়োজনীয় কৌশল-আপনার বিজনেস পরিচিতির জন্যে ওয়েবসাইট তৈরি করুন।এমনভাবে ওয়েবসাইট তৈরি করুন যাতে আপনার ওয়েবসাইট প্রফেশনাল লুক থাকে।

১.ভিজিটরদের জন্যে ব্যবহারউপযোগী ওয়েবসাইট তৈরি করুন।

২.নিয়মিত সঠিক তথ্য দিয়ে ওয়েবসাইট আপডেট রাখুন।

৩.কোম্পানির কাজের ম্যান অনুযায়ী ডিজাইন সুন্দর করুন।

৪.এমন ভাবে কন্টেন্ট তৈরি করুন যাতে ক্লায়েন্ট আপনার পণ্যের ব্যাপারে আকর্ষণবোধ করে।

৫.প্রতিটি পেজে “কল টু অ্যাকশান” বাটন যুক্ত ভিজিটরকে কিনতে বা কেনার ব্যাপারে যোগাযোগ করতে উৎসাহবোধ করে।

৬.ওয়েবসাইটের ভিজিটরদের ট্র্যাকিং করার টুল গুগল আনালাইটিকস ব্যবহার করুন।

৭.ওয়েবসাইট এমন টেকনোলজি ব্যবহার করুন যাতে ভিজিটর এবং সার্চইঞ্জিন উভয়ের জন্যে ব্যবহারযোগ্য হয়।

৮. একটি অ্যাক্টিভ কমিউনিটি তৈরি করুন।ফেসবুক,টুইটার,লিঙ্কডিন সহ বাবি সোশ্যাল মিডিয়াতে একটি অ্যাক্টিভ কমিউনিটি থাকা ভালো।

৯.সোশ্যাল মিডিয়াতে সক্রিয়ভাবে নিয়মিত অংশগ্রহণের জন্যে ম্যানেজমেন্ট টুলস ব্যবহার করুন।

১০.আপনার টার্গেটকৃত ক্রেতাদের সাথে সোশ্যালমিডিয়াতে বিভিন্ন আলোচনাতে অংশগ্রহণ করুন।

১১.কাউকে মেইল করার সময় আপনার সোশ্যাল মিডিয়া পেজ কিংবা গ্রুপের লিঙ্ক গুলো সিগনেচার হিসাবে ব্যবহার করুন।

১২.আপনার ওয়েবসাইটের সাথে ব্লগ পেজ যুক্ত রাখুন।

এই কাজ গুলো করার আপনাকে অবশ্যই ওয়েবসাইট তৈরি করতে হবে।আপনার বিজনেসকে ব্র্যান্ড হিসাবে গড়তে আজ থেকেই শুরু হোক আপনার প্রথম ধাপ।

Choose your Reaction!
Leave a Comment
Cart
Your cart is currently empty.