মানসিক, মাদকাসক্ত ও ব্রেইন রোগ বিশেষজ্ঞ
রোগের লক্ষণ সমূহ: টেনশন, মাথা ব্যথা, ভয়, মৃত্যু ভয়, অনিদ্রা, হতাশাবোধ, খিচুনি, মাঝে মাঝে অজ্ঞান হওয়া, আত্মহত্যার ইচ্ছা, বেশি কথা বলা, অকারণে হাঁসা/কাঁদা, সন্দেহ করা, পাগলামী করা ইত্যাদি।
#মাথা ব্যথা, মাথায় চিলিকপাড়া, মাথায় চাপ/ ভার, মাথা ঘুরায়/ কাঁপে, মৃত্যুভয়, অস্থিরতা, বুক ধরফর, বুক ব্যথা, শ্বাসকষ্ট, গান ঘামে, মুখ শুকায়, মনে হয় অজ্ঞান হয়ে যাবে, মনে হয় মৃত্যু উপস্থিত, মনোযোগের ও স্মরণশক্তির সমস্যা, দুঃস্বপ্ন দেখে, ঘুম হয় না, মাথায় যন্ত্রণা, মাথায় খারাপ লাগা, বুকে চাপ, মুখে লালা আসে, হাত পা / শরীর কাঁপে।
# এক/ বিভিন্ন চিন্তা কল্পনা বারবার জোরপূর্বক মনে আসা, এক কাজ অনেকবার মনের বিরুদ্ধে করতে হয়, মনে ভীষণ কষ্ট হয়, টেনশন লাগে।
# মাথায় গরম লাগে, মনে অশান্তি, কাজে আনন্দ নাই, বেঁচে থাকতে ইচ্ছা করে না, আত্মহত্যার ইচ্ছা / চেষ্টা, অপরাধবোধ, হতাশাবোধ, আস্থা হারিয়ে ফেলা, আত্মবিশ্বাসের অভাব।
# মেজাজ খিটখিটে / গরম / চড়া, মতের বিরুদ্ধে হলে কাউকে সহ্য করতে পারে না, গালিগালাজ / ভাংচুর করে, ঘুরে বেড়ায় / বেড়াতে চায়, বেশি বেশি কথা বলে, নিজেকে বড় ভাবে, মনে বেশি ফুর্তি, বেশি খরচ/ দান খয়রাত করে, মারধর করে, মাথায় বড় বড় পরিকল্পনা আসে।
# একা একা কথা বলে, উল্টাপাল্টা কথা বলে, উল্টাপাল্টা ব্যবহার/ আচরণ, অকারণে হাঁসা/কাঁদা, চুপচাপ থাকে সমাজে মিশে না, নিজের যত্ন নিজে নেয় না, অহেতুক সন্দেহ করে, গায়েবী কথা শুনে।
# ছোট বেলা থেকে বুদ্ধি কম, অস্বাভাবিক কথাবার্তা/ আচরণ, জেদী, বেশি চঞ্চল, অমনোযোগী, খিচুনী দাঁত লাগে, মুখে ফেনা উঠে পরে নিস্তেজ হয়।
# বহুদিন ধরে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা, শরীরে জ্বালা-পোড়া করে, শরীর শিরশির করে, বহুবিধ শারীরিক সমস্যা, যৌন সমস্যা, বৈবাহিক জীবনে অশান্তি, মনের অমিল ও মাদকাসক্ত ইত্যাদি।
মানসিক, মাদকাসক্ত ও ব্রেইন রোগ বিশেষজ্ঞ
প্রফেসর ডাঃ মোঃ মহসিন আলী শাহ্
এমবিবিএস, এমফিল, এমডি(সাইকিয়াট্রি)
অধ্যাপক মনোরোগ বিভাগ
বিএসএমএমইউ (পিজি হাসপাতাল), ঢাকা।
চেম্বারঃ
মেডিল্যাব ডায়াগনস্টিক কমপ্লেক্স
কাপাসিয়া মডেল মসজিদ সংলগ্ন, বাজার রোড, কাপাসিয়া, গাজীপুর
মোবাইলঃ ০১৭১৬৪২৭৭১৫
You must be logged in to post a comment.