একজন নারী -শিশির আহামেদ খান

0

একজন নারী
শিশির আহামেদ খান

এক জন নারী
একটা জাতির ঠিকানা ,
আদর সোহাগ স্নেহ-মমতা
তার আঁচলেই আছে জমা ।

তার মাঝেই খুঁজে পাই
বোনের অকৃত্রিম ভালবাসা
কখনও আবার নববধু সেজে
স্বপ্নদেখে এক রঙি্গন ভোরের ।

কত না প্র্রেম মনেতে জমা
সে কথা কেউ কি আর জানে?
ওরে তার পেটেতে জম্ম সবার,
লালন নারীর কোলে !

তবু কেন আজ ?
নারীরা হচে্ছ শিকার র্নিযাতনের?
এসমাজ তবে আজ,
সভ্যতার দোহাই দিয়ে
মোরা বাঁচব কেমনে ?

তারিখ:-24/09/20

Choose your Reaction!
Leave a Comment
Cart
Your cart is currently empty.