রূপোর থালা
শিশির আহাম্মেদ খান
ওরে ফেলে আসা সেই সেদিনের কথা
পড়ছে মনে বেশ,
এত বছর পরেও এসে কাটছে না তার রেশ !
সৌনালী সব স্মৃতির মেলায় খুঁজে পাইনা তল !
রূপোর থালায় সাজিয়ে তারে ,ঝরছে নয়ন জল।
সে সব দিনগুলি যে হইহুল্লোরে মুখর হয়ে থাকত
দুঃখ্য নামের সোনার হরিণ যে কোথায় লুকিয়ে থাকত !
কত দিনের লুকোচুরি কত ঘরের কোনে
শৈশবের ঐ দিনগুলি যে বারংবার হৃদয় নদে ঢেউতুলে ।
You must be logged in to post a comment.