এ যুগের শিশু -শিশির আহাম্মেদ খান

0

এ যুগের শিশু
শিশির আহাম্মেদ খান

আমরা সবাই এ যুগের শিশু
মুক্তি যুদ্ধ দেখি নাই,
কেমন করে যুদ্ধ হল
তাও দেখি নাই !

তবুও আমরা এ যুগের সৈনিক
এসো সোনার বাংলা সাজাই,
মানুষ কে ভালবেসে
ক্ষুধা – দারিদ্রতাকে পরাজিত করতেই চাই।

এসো আমরা দেশ গড়ার যুদ্ধে যাই
ত্রিশ লক্ষ শহীদের খুনে রাঙ্গানো যে মাটি
এস এর মাঝে শান্তির বাসর সাজাই,
এসো আবার যুদ্ধে যাই ।

Choose your Reaction!
Leave a Comment
Cart
Your cart is currently empty.