মায়ের মূল্য
শিশির আহাম্মেদ খান
মা বড় ধন রক্তের বাঁধন
ধরণীর বুকে ;
যতই জঘন্য হও তুমি সকলের মাঝে ,
পুষ্পতুল্য পবিত্র তবু তুমি মায়ের কাছে।
সন্তান যতই আগ্নেগিরি গড়োক মায়ের বুকে !
তবুও কেন সন্তানের মঙ্গল হোক
এই কামনা জপে নিজ মনে ।
জানিনা সষ্টার এ কেমন খেলা
মা যেন এক দয়ার সাগরে
ভেসে চলা ভালবাসার ভেলা ।
যতই রচিত হোক না ভালবাসার স্মৃতি কথা
তবু বলিব, বিধাতার পরে দুনিয়ার উপরে
মায়ের ভালবাসার কাছে সব কিছুই বৃথা ।
দোলক বোলক আসমান বেদীয়া
খোদার আরশে উঠেছে ছেদীয়া,
তবু সন্তানের প্রতি ভালবাসা হয় নাক ম্লান।
তার পদতলে নারী জাতির সম্মান !
এত আমার কথা নয়,
বলেছেন আল্লাহ মহান।
যতই আসুক বাধা বিজয়ের পথে
মায়ের প্রার্থনা আছে তোমার সাথে ,
মার মতন এত আপন জন
নেই আর এ দুনিয়াতে ।
২৬\৩\২০১১
You must be logged in to post a comment.