অজপাড়া গাঁয়
শিশির আহাম্মেদ খান
নিরবতার বাঁধ ভেঙ্গে ঐ দিগন্ত হাসায়
বিকেলের ঝলমলে রোদ ছড়িয়ে পড়ে
রূপ ঠাকুরের গাঁয় !
আকাশ দাঁড়িয়ে দেখ ঐ পাহাড় সীমায় ।
মেঘের আড়ালে যখন সূর্য লুকায়,
উদিত হয় ধনু পূব আকাশ সীমায় !
রাখাল গরু নিয়ে ঘরে ফিরে যায় ,
ক্লান্ত শান্ত কৃষকেরা কাজের সমাপ্তি ঘটায়।
কৃষাণ বধুয়া বসে একে একে গল্প শোনায়
আর নিজেদের ব্যস্ত রাখে উকুন আনায়,
বৃদ্ধা দাদী বসে দাওয়ায়,
ভাঙ্গা মুখে সে পান চিবায়।
কিশোর- কিশোরীরা মেতে ওঠে মজার খেলায়
নৌকার পাল উঠায়ে গান ধরে মাঝি ভাঙ্গা গলায় ,
সেই গান যেন অচেনা আবেগ ছড়ায় !
সূর্য টা তখনি সাগরে লুকায়।
গোধূলির আকাশ পানে দ্বীপ ছড়ায়,
শান্তির দেবতা নেমে আসে এই অজপাড়া গাঁয়।
লিখার সময় কাল =16 / 07/ 2007 # ১ লা শ্রাবণ ১৪১৪
You must be logged in to post a comment.