টুনটুনি
শিশির আহাম্মেদ খান
ছোট্ট পাখি টুনটুনি
ডাকছি আমি একটু কথা শুনিছ ।
চুপটি করে পাতার ফাকে
লুকিয়ে কেন থাকিস ?
আমার চোখের আড়াল হয়ে
মিষ্টি সুরে তুই কি আমায় ডাকিস?
কেন রে তুই, পাতার ফাঁকে ,
উকি মেরে আমায় তবে দেখিস ?
ছোট্ট পাখি দেখছি তোকে
সবুজ পাতার উল্টো পিঠে,
কেমনে বাসা বুনিস ?
কাজের ফাঁকে আমার কথা ও
একটু করে ভাবিস,
টুনটুনিয়ে মাঝে মাঝে
আমায় করিস কুর্নিশ।
আমি যে এক ইচ্ছে রাজা
সেই কথা একটু মানিছ ।
{4/8/2016,22/4/2020}
You must be logged in to post a comment.