সমাহার ডট নেট নিয়ে এলো ১০০% পর্যন্ত ক্যাশব্যাক অফার।
সমাহার ডট নেট এর সকল পণ্য সামগ্রী ও সেবায় এখন পাচ্ছেন ১০০% পর্যন্ত ক্যাশব্যাক। অফারটি চলবে ২৬ মার্চ, ২০২১ ইং পর্যন্ত।
আজই আপনার পণ্য সামগ্রী ও সেবা সমূহ অর্ডারের জন্যে রিসেলার, সেলার সেন্টারে যোগাযোগ করুন। রিসেলার বা সেলার সেন্টারের ঠিকানা জানতে কল করুনঃ 01711113852
বাংলাদেশের সকল রিসেলার এবং সেলার সেন্টারে পাওয়া যাবে।
অফারের শর্তসমূহ:
- এই অফারটি সকল ল্যাপটপ, ডেস্কটপ, অল ইন ওয়ান পিসি এবং কম্পিউটার এক্সেসরিজের ক্ষেত্রে প্রযোজ্য।
- ক্যাশব্যাক অফারটি নগদ মূল্য ও কিস্তি সুবিধা উভয় ক্ষেত্রে প্রযোজ্য।
- অফারটি সকল সেলার সেন্টারে ও অনুমোদিত ডিলার পয়েন্ট থেকে উপভোগ করা যাবে।
- সুনির্দিষ্ট ক্যাশব্যাকের পরিমাণ গ্রাহকের ক্রয়কৃত পণ্যের মূল্যের উপর সিস্টেমের মাধ্যমে নির্ধারিত হারে প্রযোজ্য হবে।
- নগদ মূল্যে পণ্য কেনার সময় গ্রাহকগণ নির্ধারিত ক্যাশব্যাকের টাকা সরাসরি সমাহার ডট নেটের তার নিজের একাউন্টে পেয়ে যাবেন।
- কিস্তি সুবিধায় পণ্য কেনার সময় গ্রাহককে বাধ্যতামূলকভাবে অন্তত ৫০% ডাউন পেমেন্ট প্রদান করতে হবে। ক্যাশব্যাকের পরিমাণ কিস্তির টাকার সাথে ১০% হারে সমন্বয় করা হবে। ক্যাশব্যাক অফারটি পেতে ডাউন পেমেন্ট অবশ্যই ক্যাশ পরিশোধ করতে হবে।
- ল্যাপটপের গ্রাহকগণ এই অফারে সর্বনিম্ন ১,৮৮৪ টাকা থেকে সর্বোচ্চ ১,৬৮,৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার উপভোগ করতে পারবেন।
- অনুরূপভাবে সকল ডেস্কটপ, অল ইন ওয়ান ও এক্সেসরিজের ক্ষেত্রে গ্রাহকগণ তাদের ক্রয়কৃত পণ্যে সর্বোচ্চ ১০০% পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
- একজন গ্রাহক এই ক্যাম্পেইনে যতবার ইচ্ছা অফার উপভোগ করতে পারবেন।
- পণ্য কেনার নিবন্ধনে কোনো তথ্য বিশেষত মোবাইল নাম্বার ভুল প্রদান করা হলে সেক্ষেত্রে গ্রাহকের ক্যাশব্যাক বাতিল বলে গণ্য করা হবে।
- বিকাশ, কার্ড, রকেট, নেক্সাসপে অথবা অন্য কোনো মাধ্যমে টাকা পরিশোধ করলে অফারটি প্রযোজ্য হবে না।
- ক্রেডিট কার্ডে EMI সুবিধায় পণ্য কিনলে ক্যাশব্যাক অফারটি প্রযোজ্য হবে না।
- জোনাকি মিডিয়া গ্রুপের কর্মকর্তার রেফারেন্সে অথবা পে-রোল এর বিপরীতে কেনা পণ্যের ক্ষেত্রে ক্যাশব্যাক অফারটি প্রযোজ্য নয়।
- স্পেশাল ক্যাটাগরিতে বিশেষ কোনো অফারের বিপরীতে কেনা পণ্যের ক্ষেত্রে অফারটি প্রযোজ্য নয়।
- এই ক্যাম্পেইনের সর্বস্বত্ব সমাহার ডট নেট কর্তৃক সংরক্ষিত।
অফার সংক্রান্ত যেকোনো তথ্য জানতে কল করুন আমাদের হেল্পলাইন নম্বর ০১৭১১১১৩৮৫২ -এ প্রতিদিন সকাল ৮টা – রাত ১০টা পর্যন্ত।
You must be logged in to post a comment.