তুমি আসবে বলে
শিশির আহাম্মেদ খান
তুমি আসবে বলে
এই শ্রাবনের দিনে,
পাংশুটে মেঘেরা সারাদিন
আনন্দে এদিক ওদিক ছুটেছে।
তুমি আসবে বলে
বাগানে শতশত ফুল ফুটেছে !
প্রজাপতি পাখনা মেলে
হাজার রংঙ্গে সেজেছে।
তুমি আসবে বলে
পথে পথে এত কোলাহল
জনতার উচ্ছ্বাস চোখে মুখে ,
তোমাকে স্বাগত জানাতে ওরা এসেছে ।
তুমি আসবে বলে স্বপ্ন বালিকা !
আমের ডালে বসে ,
হলুদ রাঙ্গা ইষ্টিকুটুম
মিষ্টি সুরে ডাকছে সেই সকাল থেকে।
তুমি আসবে বলে
শীতলক্ষার জল নেচে উঠেছে
কল কল কল্লোলে !
বাদাম তোলা নাও পাড়ে ভিড়ে আছে ।
তুমি আসলে পরে
ভাসাবে তরী শান্ত নদীর জলে ,
মেঠুপথ আজ কাদায় ভরা
তোমার পা রাঙ্গাবে বলে !
সারাবেলা ঝরেছে বকুল
কলমির ফুল ফুটিছে বিলে,
কানায় কানায় জল ভরিয়াছে
সারা গাঁয়ের খাল- বিলে ।
সবুজ বনের বায়না এখন
বলছে খুব করে ,
তুমি আসলেই পরে
শ্রাবণ বর্ষণে ভিজবে।
তাইত এমন তোমার লাগী
পথ চেয়ে আছে ,
বহু দিনের স্বপ্ন আমার
তোমায় পাব কাছে ।
You must be logged in to post a comment.