যদি তুমি
শিশির আহম্মেদ খান
যদি তুমি বল চাঁদ এনে দিতে
আকাশ হতে পেরে
দিঘির জলে তার
ছায়া দেখাব
তোমায় শান্তনা দেব বলে।
যদি তুমি অভিমান কর
কারণে অকারণে
মিষ্টি প্রেমের গল্প শোনাব
তোমার মান ভাঙ্গাব বলে।
যদি তুমি উড়তে চাও
শুভ্র মেঘের ডানায়
স্বপ্নলোকের হাতছানি দিয়ে
উড়াব তোমায় ভাবনার আকাশ সিমায়।
যদি তুমি ভিজতে বল
শ্রাবন মেঘের দিনে
পদ্ম হয়ে ফুটব তবে
দিঘির জলের তরে।
যদি তুমি দ্বীপ হও
আমার আঁধার ঘরে
আমি তোমার সঙ্গি হব
সারা জনম ধরে
You must be logged in to post a comment.