ভাল থেক সুলতানা
শিশির আহাম্মেদ খান

ভালো থেক সুলতানা
সূখে থেক চিরদিন
স্বপ্ন বুনা চাদর ঝরিয়ে
থেক তুমি ভাবনাহীন।
কত কথা মনে আজ
স্মৃতি হয়ে আছে,
কত দিন কত পথ
তুমি ছিলে পাশে।
চোখে চোখে হাতছানি
ভালবাসায় মুখর প্রতি ক্ষণে,
আজ কেন সুলতানা
কাদঁ তুমি একাকী খুব গোপনে !
You must be logged in to post a comment.