হলদে রংঙ্গের গাঁ
শিশির আহাম্মেদ খান
আজকে চল যাই ছুটে
নীল আকাশে সাদা মেঘের পিছু
অচেনা কোন গায়ের পথে
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামুক পিছু ।
হলদে রংঙ্গের রোদ গুলো যখন
হলদে গাঁয়ে আসে !
হলুদ রাঙ্গা সোনালু ফুলে
সবাই মিষ্টি হাসি হাসে।
কাঁঠাল গাছের ডালের ফাঁকে
ইষ্টিকুটুম মিষ্টি সুরে ডাকে ,
শাপলা -শালুক ফুটছে দেখ
জামরি বিলের বাঁকে ।
গাঁয়ের মাথায় সিধুর মেখে
আকাশ যেথায় নামে
সেখান থেকে বাদুড় গুলো
উড়ছে দেখ সবে !
এত কিছু বলার পরে
থাকল সবী বাকি ,
এত সুন্দর গাঁয়ের স্মৃতি
কেমনে ভুলে থাকি !
You must be logged in to post a comment.