আল মাহমুদ-কবি শিশির আহাম্মেদ খান

0

আল মাহমুদ
শিশির আহাম্মেদ খান

আজ তোমার নিথর দেহ,
বলছো না কিছু আর
তীতাসের তীরে জমেছে পলি
কাটছে না কেউ সাঁতার ।

আজি সৌনালী কাবিন পরে আছে
জ্যোৎন্সার বাটি ফেরেস্তারা উল্টায়ে রেখেছে
ধুলো জমেছে এ জাতির মনে
তোমার প্রস্থান তবে কেনো গোপনে ?
ওরা কি ভেবেছিল হে কবি ?

কাফন মোড়ানো নিথর দেহ ঐ মিনারে
রাখতে না দিলেই তুমার নাম হারিয়ে যাবে ,
কালের গহ্বরে !

ওহে চাটুকারের দল ,আজো তুদের হয়নি আকল ,
কবির লাগি কোটি বাংঙ্গালীর হৃদয়ে
গড়িয়াছে যে মিনার ,
কবির প্রস্থানেও মনে হয় তিনি বেঁচে আছে অবিচল।

Choose your Reaction!
Leave a Comment
Cart
Your cart is currently empty.