অতীত কথন-কবি শিশির আহাম্মেদ খান

0

অতীত কথন
শিশির আহাম্মেদ খান

কেমন আছো ?
কে ? কে ? কে ?
আমি বলছি ,আমি ;
আমি টা আবার কে ?
আমি তোমার ইতি,
আমায় তুমি সহসা ভুলে গেলে ?

ও , মনে রাখার কি আছে,
তা কি মনে করে
উল্টো পথে উকি দিলে ?
আমার উপর রেগে আছো বুঝি ?
সে অধিকার তুমি দাওনি ?
শুধু শুধু ছলনার মায়া জালে বন্দি করে
এ হৃদয় রক্তাক্ত করেছিলে ।

আজও তুমি আমার উপর
অভিমান করে আছো ,
তুমি কি কখনও আমাকে
বুঝতে চেয়েছ , নিজ থেকে ?
আজও তুমি সেই আগের মতনই
রয়ে গেছো !

কথাটা ভুল বলনি,
তোমাকে অন্ধের মতন বিশ্বাস করতাম বলে
তোমার ছলনা বুঝার চেষ্টা করিনি,
আমার হাত ধরে যে কথা দিয়েছিলে
সে কথা তুমি রাখনি ।
অসীম সুখের বাগান পেয়ে
আমার তৃণসম হৃদয় জমিনে
তাই তুমি থাকনি ।

আমার অগোছালো জীবনটাকে
তুমি আরো অগোছালো করে দিতে
একটুও তোমার মনে বাঁধেনি !
ঠিক ই বলেছ,
আমি আসলেই স্বার্থপর ;
তাই মরিচিকার সুখ পেতে
ভালবাসার দিয়েছি কবর ,
আজ তাই নিস্ব আমি
ভেঙ্গেছে সেই ঘর !

সবই আমার কপালের লিখন,
এখন বল ,তুমি কেমন আছো ?
তুমি বিয়ে করেছো নিশ্চয়ই,
তোমার বউ দেখতে আমার থেকেও সুন্দর বুঝি ?
কেমন আছি তা জানিনা ,
তবে একটা আঁধারে হাবুডুবো খাচ্ছি !
একটু আলোর দেখা আশায় ।

আর বিয়ে ?
সে আর হয়ে ওঠল না ।
দেহের ক্ষনস্থায়ী রূপ
কখনও এ মনে ছাপ ফেলতে পারে নি !
সুন্দর একটা মন যখন
এতটাই কুৎসিত,
তবে আর সুন্দরী পাই কোথায় !
আচ্ছা আমাদের জীবনটা কেন
এমন হলো বলতে পার অনীল?
সে তোমার কারণে ইতি ।

Choose your Reaction!
Leave a Comment
Cart
Your cart is currently empty.