ভোরের অপেক্ষা
শিশির আহাম্মেদ খান
সেদিনের সেই ভোরের অপেক্ষায় আমরা,
যে ভোরে আলো আসবে
সত্য নিশান হাতে নিয়ে !
শত সহস্রী লোনাজলে ধুয়ে যাবে অন্যায়,
লাখ প্রাণ করে যাবে দান
মুছে যাবে মিথ্যার আধাঁর।
সম সূরে গাইবে সবাই
মুক্তির জয় গান ,
রাজপথে আনন্দ মিছিল হবে
বীর জনতা স্লোগান দিবে
স্বগৌরবে বলবে ওরা বাংলাদেশ জিন্দাবাদ,
বাংলাদেশ জিন্দাবাদ।
নির্যাতনের ক্ষত শুকিয়ে যাবে
You must be logged in to post a comment.