আগমনী- শিশির আহাম্মেদ খান

0

আগমনী
শিশির আহাম্মেদ খান
সকালের রোদ এসে ঘুম ভাঙ্গিয়ে যায়
দোয়েল শিষ দিয়ে আগমনী দিন গুণে যায়,
কুয়াশা মারিয়ে মুকুল ধরেছে আমের ডালায়
শাল-সেগুনের বনে সব পাতা ঝড়ে যায় ।

এত আর কিছুই নয় ,বসন্তের আগমনী হচ্ছে তাই !
দুর্বা ঘাসে শিশির কনা হাতছানি দিয়ে বলছে তাই,
শীতের রুক্ষতা ঝেড়ে ফেলে
আগামীর বসন্ত কে স্বাগত জানাই।

প্রজাপতি উড়ে আসে রঙিন ডানায়,
মাতাল হাওয়া এসে মন জুড়িয়ে যায় !
খেজুর রসে ভরে হারি , গাছি নিয়ে যায় বাড়ি,
কত অমৃত সেই রস , চুমুকেই তৃপ্তির ঢেকুর ছড়ায়।

অতিথি পাখি গুলি রোজ সকালে
গান গেয়ে ঘুম ভাঙ্গিয়ে যায় ,
সারা পৃথিবী গুড়ে আমি পাইনি হায় !
যে রুপ পেয়েছি এই বাংলায় ।

27/01/2012

Choose your Reaction!
Leave a Comment
Cart
Your cart is currently empty.