পাপের খাতা রাখবো ফাঁকা
আবু রাসেল
মানুষ হলো বিবেক বন্দী
আপন স্বার্থে করে ফন্দি,
সত্য ভুলে যায় নিত্য
আভিজাত্যের সুখ সন্ধানে।
সত্য মিথ্যের ঘূর্ণি পাকে
ঘুর্নায়মান মানবতা,
মুখে মুখে ন্যায়ের কথা
বাস্তবে তার নেই যে দেখা।
আপন জনের যা অপরাধ
জানে সকল শুভাকাঙ্ক্ষী!
লাজ বিকিয়ে যায় ভুলে,
অপরাধ যে নিচ্ছে মেনে।
আভিজাত্যে মত্ত যারা
পাপের বিধান ভুলছে তাঁরা,
দিনের শেষে খাচ্ছে ধরা
হচ্ছে তখন সঙ্গী হারা।
বলছি তবে- মনের কথা,
নিজের ক্ষতি পরের লাথি!
পাপের বোঝা আপন কাঁধে
বোকার মত নিবি তুলে?
আমরা তবে শপথ করি,
বিবেককে মুক্ত করে
আত্মসম্মান রক্ষা করি
দুর্নীতিকে বিদায় বলি।
মনের মাঝে পোষণ করি,
জন্মেছিলাম যখন একা
বিদায় বেলা যাবো একা,
পাপের খাতা রাখবো ফাঁকা।
তারিখঃ ০৬ ফেব্রুয়ারি ২০২১
সময়ঃ ৫ তারিখ দিবাগত রাত ১.১৪
You must be logged in to post a comment.