রাজকুমার
শিশির আহাম্মেদ খান
হেমন্তের শিশির মারিয়ে
নরম দূর্বা ঘাসে ,
চুপি চুপি সে আসে
ধান শালিকের এই দেশে
স্বপ্নে দেখা রাজকুমারের বেশে।
ধুলো রাঙ্গানো পথ
গোধূলির আলোর রথ।
সোনালি ধানের মাঠ,
সান বাঁধা পুকুর ঘাট।
মাথার উপর খোলা আকাশ
যেন শিল্পীর তুলিতে আঁকা ক্যানভাস ।
কবিতার বই হাতে বিষণ্ণ সন্ধ্যায়
স্বপ্নে দেখা রাজকুমার জীবনের গান গায়।
যতই খুঁজি তারে ,যাতনা বারে
চাঁদের আলোয় দেখি তারে দু ,নয়ন ভরে।
You must be logged in to post a comment.