যে দিকে তাকাই
শিশির আহাম্মেদ খান
যে দিক পানে তাকাই
বিপদের গন্ধ শুধু পাই !
যে দিকেই যাই
অন্যায় আর অবিচার খুঁজে পাই।
মানুষে মানুষে মারামারি কাটাকাটি
হিংসা বিদ্বেষ চরম আকারে দেখা যায় ,
যে কথাই আসে ভাবনায়
ভাষা শহীদদের কথা মনে পড়ে যায় ।
যায় সেই ৭১ এর স্বাধীনতার কথা ,
বাঙালির রক্তে রাঙ্গিয়ে
সবুজ দুর্বা ঘাস হারিয়ে ছিল সজীবতা ।
তবে আজও কেন চলছে এই রক্ত পাত ?
রক্ত বন্যায় ভিজে এই মাটি
মিটে নাই রক্তের স্বাদ !
আজও কেন হাজারো রফিক, বরকত ,
রক্ত দিয়ে যায় ;
আমাদের এই স্বাধীন বাংলায় ?
কেন আজও শত মায়ের বুক খালি হয়ে যায় ?
ছেলের শোকে মা শুধু অশ্রু ঝড়ায় ,
নিষ্ঠুর এই এই বাংলায় !
তারিখ-১৫\০১\২০০৭
You must be logged in to post a comment.