ঢাকার কষ্ট ঢাকা
শিশির আহাম্মেদ খান
আমরা হইলাম গিয়ে ঢাকার শহরের মানুষ
নিত্য বিপদ আমাগ মাথার উপর করে ফুস ফুস
দুই দিন উপুষ পড়ে থাকলেও কে নেয় খোঁজ,
তবুও আমরা নতুন আশায় বুক বান্দি রোজ রোজ।
আমাগ বাড়ি নাই ,গাড়ি নাই ,জমা কোন টাকা নাই
তবুও দিব্যি বেঁচে আছি , রোগা শোকা শরির নিয়ে,
দিনে রাতে মশার কামড়ের সে কি জালা !
নির্বাচন এলেই মেয়র মশাই স্বপ্নে দেখান,
এভার হবে মশা তাড়া বার পালা ।
আসলে সব ভাউতা ভাজি , ভোটের বাহানা ,
খানাখন্দকে ভরে থাকে পথে পথে , থাকেনা মেনহোলের ডাকনা !
নির্বাচনী সভাতে দেখান যত উন্নয়নের নমুনা
এক পসলা বৃষ্টিতে রাজপথ ডুবে হয় যমুনা।
বিশুদ্ধ পানির বালাই নেই, যা ও আছে তাই সবাই পাই না।
আমরা অসহায় নাগরিক, আমাদের দুঃখ্যগুলো হয়ত সরকার ও নগরপতি জানে না।
ঝানঝটে অতিষ্ঠ্য জীবন, তবু কোটি জনতার পথ আগলে মুক্ত পথে চলে যায় ভিআইপি জনেরা।
ঢাকার কষ্ট ঢাকাই আছে , যায় না চক্ষে দেখা ,
ঢাকার কাছে দেখছি আনেক ,হচ্ছে অনেক শেখা ।
তারিখ-২৭\০১\২০২১
You must be logged in to post a comment.