যে কোন ধররনের সেবা অনলাইনে প্রসারের জন্য সবার আগে দরকার একটি প্রফেশনাল ওয়েবসাইট।

0

অনলাইন দুনিয়ায় আপনাকে স্বাগতম। ওয়েবসাইট ডিজাইন – ডেভেলপমেন্ট সার্ভিস নিয়ে আমরা সব সময় প্রস্তুত আছি আপনার জন্য।

বর্তমানে অনলাইন পরিসেবা দিন দিন বেড়েই চলছে, একটা বড় অংকের কাস্টমার এখন অনলাইন থেকে সার্ভিস নিয়ে থাকে। সময়ের সাথে সাথে আরো অনেক মানুষ অনলাইনে সার্ভিস নেয়ায় অভ্যস্ত হবে এবং এর সংখ্যা দিন দিন আরো বাড়বে। ফলে অনলাইনে সার্ভিস দেয়া ও নেয়ার হার আরো বৃদ্ধি পাবে।

আপনার ব্যাবসা বা যে কোন ধররনের সেবা অনলাইনে প্রসারের জন্য সবার আগে দরকার একটি প্রফেশনাল ওয়েবসাইট। আমরা অভিজ্ঞ ডেভেলপারের সাহায্যে সকল ধরনের ওয়েবসাইট তৈরি করে থাকি। যা আপনার ব্যাবসার প্রসার বাড়াতে ও অনলাইনে কাস্টমারের কাছে পৌছাতে সাহায্য করবে।

আমরা যে ধরনের ওয়েবসাইট তৈরি করে থাকিঃ

১। ব্যবসায়িক ওয়েবসাইট
২। ই-কমার্স ওয়েবসাইট
~ ওয়ার্ডপ্রেস
~ শপিফাই
৩। স্কুল-কলেজ-ভার্সিটির প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
৪। ট্রাভেল ওয়েবসাইট
৫। হোটেল ম্যানেজমেন্ট ওয়েবসাইট

আমাদের তৈরি করা ওয়েবসাইটের বৈশিষ্ট্যঃ

# রেসপনসিভ ডিজাইন
# প্রফেশনাল ডিজাইন
# ডুমেন – হোস্টিং
# কাস্টম ডিজাইন
# এস এস এল সিকিউর
# সাইট মাইগ্রেশন

যে কোন ধরনের ওয়েবসাইট তৈরি করার জন্য রিসেলার বা সেলার সেন্টারে সাথে যোগাযোগ করুন।

 

Choose your Reaction!
Leave a Comment
Cart
Your cart is currently empty.