হয়ত বা সেই তুমি
শিশির আহাম্মেদ খান
হয়ত বা সেই তুমি
যার ডাগর ডাগর দু চোখে
অশ্রু করে ছল ছল !
বিষাদের নীলাভরে
মুছে গেছে নয়নের কাজল।
হয়ত বা কোন দূর লোকালয়ে
স্বপ্নে দেখা রাজকুমারী
হাজার স্বপ্নের কবর বুকে লয়ে
আজ পরে আছে গৃহিণী হয়ে।
শিউলি বকুল আজো তেমনি করে ঝরে
তবু ও তার শূন্য আঁচল
ভালবাসার লাল টিপ নেই কপোলে !
হয়ত বা তার এলো চুলে
দুঃস্বপ্নেরা এসে বাসা বাঁধে ।
হয়ত বা ভুলের প্রাসাদে পরে থাকা মন
একাকী নীরবে শুধু কাঁদে ।
You must be logged in to post a comment.