প্রতিশ্রুতি
শিশির আহাম্মেদ খান
যে হাতখানা আমার হাত ধরে
বলেছিল ,
সারাজীবন আমি তোমার হাতটি ধরে
থাকব
জীবনের শেষ নিঃশ্বাস ছাড়ব আমি
মাথা রেখে তোমার বুকে।
সেই হাত আজ কথা রাখেনি ,
থাকেনি পাশে চিরদিন !
মাঝ পথে ছেড়ে দিয়ে হাত
হারিয়ে গেল সে,
ভালবাসা করে মলিন ।
কত বিচিত্র অভিনয় ছিল তার
আরো কত ছিল মিনতি !
অবুঝ হৃদয় ভেঙ্গে দিয়ে
করেদিল ভালবাসার ইতি ।
চোখে চোখ রেখে দেওয়া যত প্রতিশ্রুতি
আজ সব বিষাদ সিন্ধু
দুংখ্য গেড়া এক প্রকৃতি
মধুমাখা মুহুর্ত গুলো আজ শুধুই স্মৃতি।
You must be logged in to post a comment.