ভুল স্বপ্ন
শিশির আহাম্মেদ খান
বিছানার এপাশ ওপাশ করে
আমি স্বপ্নে বিভোর,
কিছু প্রত্যাশার মায়া জালে
আমি খুঁজি হারানো ভোর।
তোর হাতের আলতো স্পর্শে
ব্যাকুল আমার মন,
কুয়াশার আড়াল হতে উঁকি দেয়া রোদ
ডেকে আনে মিষ্টি দুপুর।
ঝনঝনিয়ে কাচের চুঁড়ি
বাজছে পায়ের নূপুর,
কত প্রেম, কত ভালবাসা,
ধ্বনিত সে সূর, লাগে সুমধুর।
শ্যাম কিশোরীর লাজুক ঠোঁটে
মিষ্টি হাসির রং ছড়িয়ে
দুই গালে খেলে যায় টুল,
স্বপ্ন সেটা ,তবু সত্য বলে করি আমি ভুল।
You must be logged in to post a comment.