জীবনের উৎসব শিশির আহাম্মেদ খান

0

জীবনের উৎসব

শিশির আহাম্মেদ খান

পাল্টে ফেলেছ ঠিকানা – নাম্বার
পাল্টে ফেলেছ সব ,
বন্ধু কার চোখে চোখ রেখে
উড়াও ফানুস, কর জীবনের উৎসব।

কাল যে হারায় সময়ের স্রোতে
সকাল আসে পটে,
ছড়ায়ে আলো আপন মনে
কাননে কুসুম ফুটে।

তোমার বেলা নাহিয়া রয়
জোনাক জ্বলা রাতে ,
চাঁদের আলো ছড়িয়ে পড়ে
তোমার বারান্দাতে।

কিসের লোভে আপন ক্ষোভে
আমায় গেছ ভুলে ?
কার কপালের টিপ হয়েছ
কোন সে সুখের মুলে।

আজ বড় একাকী লাগে
জীবন উৎসবে তুমি নেই বলে।

Choose your Reaction!
Leave a Comment
Cart
Your cart is currently empty.