নিজে থেকে কিছু করার তাগিদ থেকেই ব্যবসা শুরু করি আমি। নিজের চাহিদাগুলো পূরণ করতে পারবো। এসব ভাবনা থেকেই ব্যবসার শুরু।
ব্যবসার শুরুর দিকে সবারই কোনো না কোনো গল্প থাকে। বিশেষ করে এ গল্পগুলো হয়ে থাকে মূলধনকে কেন্দ্র করে। হাফিজ উদ্দিনের কাছে জানতে চাই কত টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছিলেন? খানিকটা হেসে হাফিজ উদ্দিন বলেন, ‘এক্ষেত্রে আমার গল্পটা আর ১০ জন থেকে খানিকটা ভিন্ন বোধহয়। কারণ এক টাকাও মূলধন না নিয়ে ব্যবসা শুরু করেছিলাম আমি।’
শুনে খানিকটা অবাকই হতে হয় বটে। কোনো মূলধন ছাড়া ব্যবসা। কীভাবে সম্ভব? হাফিজ উদ্দিন জানান, পরিচিত একজন ব্যবসা করে সে, সুযোটির কথা জানায়। তার কাছে জানতে চান কীভাবে কী করবেন। লোকটি পরামর্শ দেন সমাহার.নেট একাউন্ট করে নেয়ার জন্যে তাহলে সে বিভিন্ন পণ্য সামগ্রী ও সেবা বিক্রি করে ভালো ইনকাম করতে পারবে।
রাজী হন হাফিজ উদ্দিন। সমাহার.নেট থেকে পণ্যের লিংক শেয়ার দিয়ে কাস্টমারদের দেখান ও অর্ডার নেওয়া শুরু করেন। সে সঙ্গে কিছু টাকা অগ্রিমও নেন। সেই টাকা আবার সমাহার.নেট এর সেলার সেন্টারে দিয়ে বাকি টাকা পণ্য বুঝে দেওয়ার সময় দেন। এভাবেই ব্যবসার সূচনা হয়।
উদ্যোক্তা হয়ে দেশ গড়ি কর্মসংস্থান তৈরি করি!
আমাদের উদ্দেশ্য:
১. আমাদের দেশের হিউজ একটা জনগোষ্ঠী শিক্ষাজীবন শেষ করে বেকার হয়ে পরে। তখন তাদের মাঝে একটা বড় ধরনের হতাশা কাজ করে, তাদের এই হতাশা দূরীকরণে উদ্যোক্তা সৃষ্টিই আমাদের প্রধান লক্ষ্য।
২. সমগ্র দেশে বেকারদের চাকুরির পিছনে না দৌড়ে যাতে উদ্যোক্তা হওয়ার পিছনে মনোনিবেশ করে সে বিষয়ে উদ্বুদ্ধ করা।
৩. দেশের বেকারত্ব নিরসনে উদ্যোক্তা হওয়ার কোন বিকল্প নেই, সে বিষয়ে কাজ করে যাবো আমরা।
৪. অল্প পুঁজিতে মানুষ যাতে ছোট পরিসরে হলেও কাজ শুরু করে সে বিষয়ে পরিকল্পনা প্রদান করা।
৫. দেশে যে হারে গ্রাজুয়েট বাড়ছে সে হারে চাকুরির বাজার কিন্তু প্রশস্ত হচ্ছে না, তাই আমাদের উদ্যোক্তার হওয়া ছাড়া বিকল্প কোন অপশন নেই।
৬. অনেকেই আছেন স্বাধীনভাবে জীবন যাপন করতে পছন্দ করেন তাদের জন্যে উদ্যোক্তা হওয়াটা জরুরি।
৭. চাকুরির পিছনে ছুটে চলার পরিবর্তে মানুষকে উদ্যোক্তার মধ্যেই স্বয়ংসম্পন্ন করাই আমাদের টার্গেট।
কর্মপরিকল্পনা:
দেশের ৬৪ টি জেলায় আমাদের উদ্যোক্তা টিম থাকবে।
এসব টিম গঠন করা হয়ে সফল উদ্যোক্তাদের নিয়ে।
যারা যে জেলায় উদ্যোক্তা হতে আগ্রহী তাদেরকে আমাদের এই উদ্যোক্তা টিম সহায়তা করবে।
যেভাবে যাত্রা শুরু হবে :
সমাহার.নেট এর রিসেলার হয়ে ঘরে বসে অবসর সময়ে বিনিয়োগ ছাড়া, দৈনিক শুধু ৩-৪ ঘন্টা সময় দিয়ে পেসিভ ইনকাম শুরু করুন। ৬/৭ মাস নিয়মিত সময় দিলে মাসিক নিশ্চিত ইনকাম করতে পারবেন ৩০ থেকে ৫০ হাজার টাকা।
রিসেলার প্যানেল লিংক :- https://samahar.net/reseller/
পণ্য সামগ্রী ও সেবার প্রাইস লিংক :- https://samahar.net/store/
# এডমিন প্যানেল।
You must be logged in to post a comment.