সমাহার.নেট ওয়েবে লিস্টেট বিশেষজ্ঞ ডাক্তারগণ থেকে যে কোনো ডাক্তার দেখাতে অ্যাপয়ন্টমেন্ট নিন।
মনে রাখবেন, সমস্যা যত ছোটই হোক, দোকানির পরামর্শে কখনোই ওষুধ কিনে খাবেন না। উল্টোপাল্টা চিকিৎসা না নেওয়াই ভালো।
সিরিয়ালের জন্যে : রিসেলারের সাথে বা সেলার সেন্টারে যোগাযোগ করুন।
* পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলবে। ** শর্ত প্রযোজ্য।