সন্তানের হাতে ফোন নয়, তুলে দিন নতুন নতুন ভালো বই।

0

সন্তানের হাতে ফোন নয়, তুলে দিন নতুন নতুন ভালো বই। যা আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জল হবে। মানুষের মত মানুষ হবে।

আমাদের সমাজে বর্তমানে দেখা যায়, অনেক অভিভাবক সন্তানের হাতে নতুন নতুন বইয়ের পরিবর্তে স্মার্টফোন তুলে দেন। এতে সন্তানের পড়ালেখার বিরাট ক্ষতি হয়। তারা নতুন স্মার্টফোন পেয়ে বই দূরে রেখে ঘণ্টার পর ঘণ্টা ফোনে গুগল, ইমো,ফেসবুক, এমনকি নতুন নতুন গেমস খেলায় ব্যস্ত থাকে। ফলে দেখা যায়, তারা পরীক্ষায় গোল্লা পায় কিংবা সামান্য নম্বর পেয়ে অকৃতকার্য হয়। তাদের ভবিষ্যৎ জীবন অন্ধকারে ধাবিত হচ্ছে দিনের পর দিন। এজন্য অভিভাবকরাই দায়ী। শুধু এ-ই শেষ নয়, তারা ফোনের মাধ্যমে ছোটখাটো অপরাধ করতে করতে একসময় বড় ধরনের অপরাধ করতে মোটেও চিন্তাভাবনা করে না। তারা বিভিন্ন ক্রাইমের সঙ্গে জড়িয়ে পড়ে। নেশায় আসক্ত হয়ে যায়। এজন্য প্রতিটি অভিভাবকের উচিত, নিজেকে শিক্ষিত করে গড়ে তোলা এবং পাশাপাশি ছেলেমেয়েদের হাতে নতুন বই তুলে দেওয়া। ন্যূনতম এইচএসসির আগে তাদের হাতে ফোন তুলে না দেওয়া। অভিভাবকের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের উচিত কোনো ছাত্রছাত্রীকে মোবাইল নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ করতে না দেওয়া। আইন করে তা প্রয়োগ করা উচিত, যাতে কোনো শিক্ষার্থী প্রতিষ্ঠানে মোবাইল নিয়ে প্রবেশ করতে না পারে।

মামুনুর রশিদ

বার্তা সম্পাদক

নিউজ সমাহার,
গাজীপুর,বাংলাদেশ।

Choose your Reaction!
Leave a Comment
Cart
Your cart is currently empty.