প্রধানমন্ত্রীর কাছে বনপা সভাপতির খোলা চিঠি

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি দিয়েছেন অনলাইন নিউজপোর্টাল মালিকদের সর্ববৃহত্তর সংগঠন বাংলাদেশ অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন।

রোববার তিনি ফেইসবুকে নিজের টাইমলাইনে এই খোলা চিঠি পোস্ট করেছেন।

পাঠকদের জন্য চিঠিটি হুবহু তুলে ধরা হলো-

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি
বরাবর,
মাননীয় প্রধানমন্ত্রী
গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ।
বিষয়: ষড়যন্ত্র, চক্রান্ত ও হয়রানীমুলক অভিযোগ থেকে অব্যহতি প্রদান ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রসঙ্গে ।
স্যার,
সবিনয় নিবেদন এই যে, আমি শামসুল আলম স্বপন , পিতা-মরহুম মোহাম্মদ আলী, মাতা: মরহুমা সায়েরা বেগম, সাং-ছারাকুঠির, এ-২৩১, হাউজিং এষ্টেট,কুষ্টিয়া-৭০০০।
আমি প্রকাশক ও সম্পাদক www.bijoynews24.com, ষ্টাফ রিপোর্টার জাতীয় দৈনিক আমাদের সময়, চেয়ারম্যান-গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন সাকফা, প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন বনপা, ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট “বিএনএফ ” (ইসি রেজি.নং-৪২) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ।
স্যার,
গত ১৩ ডিসেম্বর-২০২০ আনুমানিক রাত ১১টার দিকে জনাব মসলেউদ্দিন আমার মোবাইলে ফোন দিয়ে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার এস,আই পরিচয়ে জানান হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় আপনার বিরুদ্ধে একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হতে যাচ্ছে । মামলা নং ০৫ তারিখ:০৬/০৫/২০২০ খ্রি: । আমি জানতে চাইলাম আমার বিরুদ্ধে মামলা হতে যাচ্ছে আমার অপরাধ কি ? তিনি বললেন ধর্মীয় অনুভুতিতে আঘাত হেনে চুনারুঘাটে এক ব্যক্তি ফেসবুকে স্ট্যাটাচ দেয় সেই নিউজ আপনার www.bijoynews24.com -এ ১ মে-২০২০ তারিখে প্রকাশ করা হয়েছে । আমি তাৎক্ষনিক চ্যালেঞ্জ করে তাঁকে বলি আমার অনলাইন পত্রিকায় এ ধরনের কোন সংবাদ কখনোই প্রকাশ করা হয়নি। আমার পত্রিকার আরকাইভ আছে দয়া করে চেক করুন। তখন তিনি বলেন এটা সিআইডি’র রিপোর্ট । থানার কোন বিষয় নয়। তখন আমি তাকে বলি যদি সিআইডি’র রিপোর্ট হয় তা হলে কেউ আমার সুনাম-সুখ্যাতিতে ঈশ্বার্ন্বীত হয়ে শত্রুতা বশত: সিআইডি’র সংশ্লিষ্টদের ম্যানেজ করে এমন ভুয়া ও যোগসাজসী রিপোর্ট দিতে পারে। কারণ আমার অনলাইন পত্রিকায় ধর্মীয় অনুভুতিতে আঘাত হেনে কোন সংবাদ প্রকাশিত হলে দেশের আলেম-ওলামাগণ চুপ করে বসে থাকতেন না । তারা হয় আমার বিরুদ্ধে আন্দোলন করতেন না হয় মামলা দিতেন।
মুক্তযুদ্ধের চেতনায় প্রকাশিত বিজয় নিউজ ২৪ ডটকম অনলাইন পত্রিকার সকল সংবাদ পরীক্ষা-নিরীক্ষা করে দেখুন। দয়া করে মিথ্যা ও ষড়যন্ত্রমুলক তথ্যের ভিত্তিতে আমাকে আসামী বানিয়ে সমাজে হেয় প্রতিপন্ন করবেন না। এর পর গত ২৫ ডিসেম্বর-২০২০ খ্রি: কুষ্টিয়া মডেল থানার একজন এ,এস,আই আমার তথ্যাদি সংগ্রহ করেন। তাতে সন্দেহ হয় আমাকে মিথ্যা ও ষড়যন্ত্র মুলক মামলায় আসামী করার জন্য চুনারুঘাট থানার অফিসার ইন চার্জ জনাব আলী আশরাফ ও মামলার আইও জনাব মসলেউদ্দিন চক্রান্তে লিপ্ত । ইতিপূর্বেও একটি কুচক্রিমহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্তমুলক বেশ কয়েকটি মামলা করেছিল । আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, আইজিপি,সিলেট রেঞ্জ ডিআইজি ,হবিগঞ্জ পুলিশ সুপারকে চিঠি দিয়ে এ বিষয় অবহিত করেছি ।
আতএব স্যার আমার আবেদন www.bijoynews24.com অনলাইন পত্রিকার সকল সংবাদ তদন্ত করার আদেশ দিয়ে আমাকে ষড়যন্ত্র, চক্রান্ত ও হয়রানীমুলক মিথ্যা অভিযোগ থেকে অব্যহতি প্রদান করতে এবং কুচক্রিমহল ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে মর্জি হয়।
ধন্যবাদসহ-
( শামসুল আলম স্বপন )
প্রকাশক ও সম্পাদক
www.bijoynews24.com

Choose your Reaction!
Leave a Comment
Cart
Your cart is currently empty.