আক্ষেপ
শিশির আহাম্মেদ খান
সত্য বাবু কোমায় এখন
জ্ঞান ফেরেনি আজও
বিবেক এখন বৃদ্ধ বয়স
কোঁজো মাথার দাদু ।
মিথ্যার এখন ভরা যৌবন
সব খানেতেই বাস,
লজ্জা দিদি মাথা খেয়েছে
জুরছে মারে কাশ!
চুর বাটপার, ইতর গুলো
আছেন এইত বেশ
সাধু- সতী লাজে মরে
ছাড়ছে কেউ বা দেশ !
নিদয় বাবু হাসছে বেজায়
চলছে জুলুম বেশ
লোভী দাদা চেটে পুটে
সব করছে শেষ ।
জঙ্গলী মশাই বিষন রেগে
অঙ্গোলী করে তাক
নীল আকাশে মেঘে ঢেকেছে
আধাঁর করে রাজ।
কবি শিশির আহমেদ খাঁন জন্য দোয়া ও শুভকামনা রইলো?